Precautions of Bank Cheques to follow! বর্তমানে উন্নত মানের ডিজিটাল পরিষেবা এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং সিস্টেমের ফলে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত সমস্ত ধরণের পরিষেবা হয়েছে অনেক বেশি সহজ এবং সুরক্ষিত। তবে এখনো অনেকে ব্যাঙ্কের চেক বুক সংক্রান্ত লেনদেন করার ওপরে বেশ আগ্রহ রাখেন। আজকের প্রতিবেদন চেক বুক ব্যবহারের আগে যে সকল সতর্কতা নেওয়া দরকার, সেই সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক।
Precautions of Bank Cheques – Some Important Points
চেক ব্যবহারে ক্ষেত্রে একজন থাকেন চেক দাতা এবং একজন থাকেন গ্রহীতা। যিনি চেক প্রদান করেন তার ক্ষেত্রে যে সকল সতর্কতা মেনে চলা দরকার, তা একে একে দেখে নেয়া যাক।
- চেক প্রদানের আগে নিজের ব্যাঙ্ক একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা, তা যাচাই করে দেখে নেয়া অবশ্যই দরকার।
- চেক এর মেয়াদ, নিজের নামে কিনা, তারিখ, যার নামে ইস্যু করবেন তার সঠিক নাম ইত্যাদি বিষয়গুলি দেখে নিতে হবে।
- চেক এর নির্দিষ্ট স্থানেই লেখা লিখতে হবে। বক্সের বাইরে লিখলে তা বাতিল হয়ে যাবে।
- চেক এর মধ্যে কোন ধরণের পুনর্লিখন বা একই লেখার ওপরে বার বার লেখা (Over Writing) কখনোই করা যাবে না।
আরও একটি বিষয় সম্পর্কে জেনে নেয়া দরকার, যার নাম পসিটিভ পে মেকানিজম। চেক লেনদেন এর ক্ষেত্রে এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি নতুন নিয়ম। এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া দরকার।
- আগে চেক দেওয়া হিলে অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে তা ভেরিফাই হয়ে টাকা হাতে পেতে অনেক বেশি সময় লাগত। কিন্তু নতুন পদ্ধতি আনার ফলে তা খুব দ্রুত করা সম্ভব হচ্ছে।
- বর্তমানে “সিটিএস সিস্টেম” (Cheque Truncation System) চালু হবার ফলে সেই অসুবিধা আর হচ্ছে না। নিরাপত্তা আগের থেকে অনেক বেশি বেড়েছে।
- ৫০ হাজার টাকা বা তার বেশি মূল্যমানের চেক এর ক্ষেত্রে এই নিয়ম চালু হবে। একটি হিসেবে দেখা গেছে যে, সারা ভারতে যত চেক ইস্যু করা হয় তার মাত্র ২০% চেক হয় ৫০ হাজার টাকা বা তার বেশি মানের।
পজেটিভ পে সিস্টেম সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক
কাউকে চেক ইস্যু করার সাথে সাথে সেই চেক সম্পর্কে বিভিন্ন তথ্য নিজের ব্যাঙ্কেও জানিয়ে দিতে হয়। সেক্ষেত্রে যা যা জানাতে হয়, তা হল-
- চেক নাম্বার
- চেক ইস্যুর তারিখ
- যাকে দেওয়া হচ্ছে তাঁর বিবরণ
- একাউন্ট নাম্বার
- প্রদেয় টাকার পরিমাণ
- এছাড়াও চেক এই উভয় দিকের ছবি
এবারে এই তথ্য নিজদের ব্যাঙ্কের কাছে জানিয়ে দিয়ে তারপর কাউকে চেক দিলে তিনি যখন নিজের ব্যাঙ্কে তা দেবেন, তখন তা দ্রুত ভেরিফাই হয়েও যাবে। আগের মতো আর দেরি হবে না। তথ্য মিলে গেলে খুব দ্রুত এই কাজ সম্পন্ন হয়েও যাবে।
স্টেট ব্যাঙ্কের এই পজেটিভ পে সিস্টেম কীভাবে ব্যবহার করবেন, দেখে নিন
- ওপেন করতে হবে SBI YONO Lite App
- অ্যাপে লগইন করতে হবে
- “Services” section – অপশনে ক্লিক করতে হবে
- “Positive Pay System” – ক্লিক করতে হবে
- “Cheque Lodgement Details” – ক্লিক করে এগিয়ে যেতে হবে
- নিজের ব্যাঙ্ক একাউন্ট নাম্বার বেছে নিতে হবে
- Cheque Number, Instrument Type, Date of issue of Cheque, Cheque Amount – এগুলি সঠিকভাবে পূরণ করতে হবে
- অবশেষে এই সব সাবমিট করে দিতে হবে।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন