কয়েক মাস বন্ধের পর, ফের চালু ওয়েসিস স্কলারশিপ! নতুন আপডেট জানতে দেখুন

নিজস্ব প্রতিবেদনঃ পড়ুয়াদের জন্য দারুণ সুখবর, পশ্চিমবঙ্গে ফের আবেদন করার প্রক্রিয়া চালু হল OASIS Scholarship -এ। বেশ কয়েক মাস ধরেই এই পোর্টাল বন্ধ ছিল, তা হয়তো অনেকেই জানেন। কিন্তু কেন বন্ধ ছিল, নতুন কি ধরণের আপডেট সামনে এল – এই সমস্ত বিষয়ে জেনে নিন আজকের এই বিশেষ প্রতিবেদনে। প্রতিবেদন গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই নিজের পরিচিতদেরকেও জানা সুযোগ করে দিন। এবারে মূল বিষয়ে যাওয়া যাক।

OASIS Scholarship Application Process has been Started

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েসিস স্কলারশিপের মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের একাধিক ছাত্র-ছাত্রী। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত পড়ুয়াদের আর্থিক সাহায্য করতেই এই স্কলারশিপ চালু করা হয়েছে। অল্প মেধার ছাত্র-ছাত্রীরাও বিশেষ শর্তে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। প্রথমেই দুই এক কোথায় জেনে নেয়া যাক, যে কোন কারণে বন্ধ ছিল এই OASIS Scholarship পোর্টাল!

সেক্ষেত্রে সরকারিভাবে জানানো হয়েছে যে, ভারত সরকারের সামাজিক এবং ক্ষমতায়ন মন্ত্রনালয়ের নেতৃত্বে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য ওটিপি ভিত্তিক আধার প্রমানীকরণ (OTP based Aadhaar Update) করার নিমিত্তে নির্দেশিকা জারি করেছিল। আর এর জন্য আপডেট করার কাজ চলে এই পোর্টালে। পড়ুয়াদের অবশ্যই নিজেদের আধারের সাথে নিজেদের মোবাইল নাম্বার আপডেট থাকা বাধ্যতামূলক। এছাড়া নিজেদের ব্যাঙ্ক একাউন্টের সাথেও আধার এবং মোবাইল নাম্বার আপডেট থাকতেই হবে। নাহলে মিলবে না ওয়েসিস স্কলারশিপ এর টাকা!

এই আবেদনের ক্ষেত্রে “করণীয় ও বর্জনীয়” হিসেবে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে পোর্টালে। পড়ুয়াদের নিজ নিজ জাতি শংসাপত্রের নম্বর ব্যবহার করেই পোর্টালে আবেদনের প্রক্রিয়া শুরু করতে হবে। সেক্ষেত্রে সঠিক আধার নম্বর, লিঙ্গ এবং জন্ম তারিখ সঠিকভাবে নির্দিষ্ট স্থানে দিতে হবে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে কোর্সের নাম এবং প্রতিষ্ঠানের নাম সঠিক ভাবে নির্বাচন করতে হবে। সক্রিয় মোবাইল নম্বরের ব্যবহার, ব্যাঙ্ক একাউন্টের তথ্য এবং সর্বোপরি নিজের নাম যেন আধার কার্ড, শংসাপত্র এবং বাংলার শিক্ষা পোর্টালে একই থাকে, সেদিকে নজর রাখতেই হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রয়োজনীয় নথিপত্র হিসেবে ওয়েসিস পোর্টালে আবেদনের ক্ষেত্রে যা যা লাগবে,
১. আয়ের শংসাপত্র
২. জন্ম তারিখের প্রমাণ
৩. জাতি শংসাপত্র
৪. শেষ পরীক্ষায় উত্তীর্ণ হবার মার্কশিট কপি
৫. ব্যাঙ্কের একাউন্ট

অন্যান্য স্কলারশিপ সম্পর্কে দেখুন, মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপ, আবেদন করলেই প্রতি মাসে ৫০০ টাকা! পদ্ধতি দেখুন।

এই সমস্ত তথ্য যাচাই করার পরেই আবেদন পত্রের কপি নিজ নিজ ব্লক অফিস/ সাব-ডিভিশন অফিস/ ডিডব্লিউও কোলকাতা অফিসে জমা করতে হবে। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। পাশে থাকা বাটনে ক্লিক করে যুক্ত হন, WhatsApp -গ্রুপে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

1 thought on “কয়েক মাস বন্ধের পর, ফের চালু ওয়েসিস স্কলারশিপ! নতুন আপডেট জানতে দেখুন”

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল