বেশ কিছু নিয়ম বদল হচ্ছে জানুয়ারি থেকেই! জেনে রাখুন আগেভাগেই

নিজস্ব প্রতিবেদনঃ নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই সকলকে। আরও ভালো করে যাতে শুরু হয় নতুন বছর, তার জন্য দেখে রাখুন Rules Change in January! কারণ বেশ কিছু নিয়ম বদল হচ্ছে জানুয়ারি থেকেই। সেই সকল বিষয়ে জেনে রাখুন আগেভাগেই। আর দেরী না করে একে একে বিষয় গুলি জেনে নেয়া যাক।

আর মাত্র দু’দিনের অপেক্ষা। তারপরেই শুরু হচ্ছে নতুন বছর অর্থাৎ ২০২৪ সাল। ২০২৪ সালের একেবারে প্রথম থেকেই আমাদের দেশে পরিবর্তিত হতে চলেছে কয়েকটি বিশেষ ব্যবস্থা। সেই পরিবর্তনের কথা আগে থেকে জেনে না রাখলে ভুগতে হবে সাধারণ মানুষকে। জেনে নিন নতুন বছরের শুরু থেকে কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে চলেছে।

৭ রকম নিয়মে বদল, দেখুন Rules Change in January

১) আধার কার্ড সংক্রান্ত বদলঃ-
নতুন বছরের নতুন করে আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে বড়সড়ো পরিবর্তন আনতে চলেছে সরকার। নতুন ভাবে আধার কার্ড তৈরি করার প্রক্রিয়া হবে পাসপোর্ট তৈরি করার মতই জটিল। পাসপোর্ট এর মতই করা ভাবে যাচাই করা হবে নতুন আধার কার্ড তৈরি করা আবেদনকারীর সমস্ত নথিপত্র।

এই নিয়ম অনুসারে (Rules Change in January) জানা যাচ্ছে আধার কার্ডের তথ্য যাচাই করার কাজে সরকারের তরফ থেকে দায়িত্ব দেওয়া হতে পারে জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে এসডিএমকে। এই উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা মনোনীত হলে তবেই সেই আধার কার্ড বৈধ বলে গ্রাহ্য হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন আসা নির্দেশ অনুসারে জানা যাচ্ছে নতুন আধার কার্ডের ক্ষেত্রে তৈরি হওয়া এই নিয়ম ১৮ বছরের উর্ধ্ব ব্যক্তিদের জন্যই কার্যকর হবে। সমস্ত ভেরিফিকেশন এর পর তাদের আধার কার্ড ইস্যু করার জন্য ১৮০ দিন সময় লাগতে পারে।

২) সিম কার্ড সংক্রান্ত বদলঃ-
মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে নতুন সিম গ্রহণ করতে গেলে সেই প্রক্রিয়া আগে থেকে আরো জটিল হতে চলেছে। আগে শুধুমাত্র আধার কার্ড এবং টাকা দিয়েই নতুন সিম কার্ড পাওয়া যেত। কিন্তু নতুন বছরে নতুন নিয়ম অনুসারে কোন ব্যক্তির পরিচয় পত্র সঠিকভাবে যাচাই করার পরেই তাকে নতুন সিম কার্ড দেওয়া হবে।

নতুন সিম কেনার সময় ক্রেতার আধার বায়োমেট্রিক (Aadhaar Biometric) যাচাই করা হবে এবং চোখ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে তবেই নতুন সিম কার্ড প্রদান করা হবে। কোন টেলিকম সংস্থা বা কোন গ্রাহক এই নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হবে।

৩) আধার সংক্রান্ত বদলঃ-
অনেকেই তাদের জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডে লেখা থাকা জন্ম তারিখ কে ব্যবহার করেন। তবে নতুন বছর থেকে জন্ম প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের লেখা জন্ম তারিখ আর বৈধ বলে বিবেচিত হবে না। UIDAI এ দেওয়া নির্দেশিকা অনুসারে জানা গেছে এবার থেকে জন্ম তারিখের প্রমাণ দেওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে ব্যবহার করতে হবে জন্ম সার্টিফিকেট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, কোন স্থানে সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বৈধ হলে জন্ম তারিখের প্রমাণপত্র লাগবে সেখানে আধার কার্ড ব্যবহার করা যাবে না। সেখানে আধার কার্ডের সঙ্গে লাগবে জন্ম সার্টিফিকেট।

বাকি কিছু নিয়ম, যা বদলে যাবে এই জানুয়ারি ২০২৪ সালেই

৪) ম্যারেজ রেজিস্ট্রিঃ-
বিবাহ ক্ষেত্রে রেজিস্ট্রি করার সময় আধার বায়োমেট্রিক বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। ই-সিগনেচার হিসেবে শুধুমাত্র আঙ্গুলের ছাপ গ্রহণ করাই নয়, আবেদনকারীদের মুখের স্ক্যান এবং চোখের আইরিশ স্ক্যান ও করা হবে বিয়ের রেজিস্ট্রি করার সময়। এমনকি বিয়ের রেজিস্ট্রির ক্ষেত্রে সাক্ষীদেরও বায়োমেট্রিক্স স্ক্যান করার কথা জানানো হয়েছে।

৫) গ্যাসের e-KYC সঙ্ক্রান্ত বদলঃ-
এর আগে ৩১শে ডিসেম্বর পর্যন্ত গ্যাসের ক্ষেত্রে বায়োমেট্রিক সংযোগের সময়সীমা নির্ধারিত করা হয়েছিল। নতুন বছরে সেই সময়সীমা আরো বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সেই সময় সীমা বৃদ্ধি করে ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত করা হয়েছে।

৬) শেয়ার সংক্রান্ত বদলঃ-
স্টক মার্কেটে শেয়ার সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে নমিনি থাকা বাধ্যতামূলক করে ঘোষণা করা হয়েছে। নতুন বছরে বাধ্যতামূলকভাবে এই নমিনি না থাকলে সেই অ্যাকাউন্টে আর লেনদেন করা যাবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৭) আধার সংক্রান্ত আপডেটঃ-
বর্তমানে ভারতের সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ। এই আধার কার্ডে কোন তথ্য ভুল ভ্রান্তি থাকলে ব্যবহারকারীকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আধার কার্ড ব্যবহারকারীরা ২০২৪ সালের ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে পারবেন।

জানিয়ে রাখি, আধার কার্ড যদি আপনারা এখন কেউ অনলাইনে ডাউনলোড করেন, তাহলে দেখতে পাবেন যে সেখানে উল্লেখ করা রয়েছে যে, এই আধার কার্ড আর জন্মের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন হোয়াটস্যাপ গ্রুপে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল