রাজ্য সরকারি কর্মীদের Dearness Allowance সংক্রান্ত বিষয়ে উঠে এলো বড়ো আপডেট! রাজ্য সরকারের করা SLP হিসেবে দায়ের করা সুপ্রিম কোর্টে ডিএ (WB DA) মামলার বিগ আপডেট পাওয়া গেল। এটা আগেই স্পষ্ট করে দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট, যে এই ২০২৩ সালেই মামলা শোনা হবে। তবে স্পষ্ট করে কোন তারিখের উল্লেখ করা হয় নি। এবারে জেনে নিন বিস্তারিত।
কোলকাতার বুকে ৭ মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের একাংশের বকেয়া ডিএ আন্দোলন। অন্যান্য রাজ্য তথা কেন্দ্রের AICPI অনুসারে দেওয়া মহার্ঘ ভাতা তথা DA এর তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মিলছে মাত্র ৬% হারে মহার্ঘ ভাতা। রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি পেনশন প্রাপকেরাও এই আন্দোলনে সামিল হয়েছেন।
সুপ্রিম কোর্টে ডিএ মামলার আপডেট
এবারে সুপ্রিম কোর্টে চলতে থাকা পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া DA দেবার কথা জানিয়ে অর্ডার জারি করেছিল মহামান্য কোলকাতা হাইকোর্ট। তবে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে SLP দায়ের করে রাজ্য সরকার। সেক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মেটাতে যে আর্থিক বরাদ্দের দরকার, তা নেই রাজ্য সরকারে হাতে। এমন দাবী বারংবার করেছে রাজ্য সরকার। উপরন্তু কেন্দ্রের কাছে রাজ্যের প্রচুর পাওয়া জমে থাকার কথাও বলছে রাজ্য সরকার। নভেম্বরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানীর তারিখ নিয়ে আগেই একটা আপডেট পাওয়া গিয়েছিল। তবে সেই নির্দিষ্ট তারিখ প্রকাশিত হয় নি এতদিন। এবারে নির্দিষ্ট তারিখ জানা গেল।
বিগত ২০২২ সালের ২০ মে, মহামান্য কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। রাজ্যের পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল মহামান্য কোলকাতা হাইকোর্ট। তবে নির্দেশ মতো বকেয়া ডিএ মেটায় নি রাজ্য সরকার। মহামান্য কোলকাতা হাইকোর্টে এরপর রিভিউ পিটিশন দাখিল করেছিল নবান্ন। তবে তাও খারিজ হয়ে গিয়েছিল।
DA মামলার ইতিকথা!
এরপর SLP মামলার পথে হাঁটে রাজ্য সরকার। গত ২৮ এপ্রিল যখন সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলাটি উঠেছিল, তখন ছিলেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোল। তাদের ডিভিশন বেঞ্চে তথা সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল। তবে এরপর বিচারপতি দীনেশ মাহেশ্বরী অবসরগ্রহণ করায় নয়া বেঞ্চে ডিএ মামলা ওঠার কথা ছিল। সেই মোতাবেক, গত তারিখে অর্থাৎ ১৪ জুলাই তারিখ, শুক্রবারে মহামান্য সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মামলার শুনানি শুরু হয়েছিল।
তবে উক্ত দিনে এই মামলাকে বিশেষ গুরুত্ব দিনে শোনার কথা জানিয়ে দেন তারা। বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি পঙ্কজ মিথাল এর ডিভিশন বেঞ্চে এবারে আবার উঠবে সুপ্রিম কোর্টে ডিএ মামলা। এই মামলার ব্যাপকভাবে আলোচনার কথা বলা হয়েছিল। গত তারিখে তারা এও জানিয়েছিলেন যে, রাজ্য সরকারি কর্মীদের ডিএ সহ অন্যান্য ভাতার বিষয়েও আলোচনা করার প্রয়োজন রয়েছে। এবারে এই তারিখ জানা গেল।
সুপ্রিম কোর্টে ডিএ মামলার তারিখ বিশেষ দিনেই!
আগামী ৩ নভেম্বর, ২০২৩ তারিখেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা ছিল। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। এই মামলার বিষয়ে আপনারা নিজ নিজ মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। এদিকে একগুচ্ছ কর্মসূচী নিয়ে ফেলেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের সংগঠিত মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ। সেই বিষয়ে জানতে দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদন।
SLP Case Details
Diary No – 35292/2022 Filed On- 03.11.2022, 12 am. Case No.- SLP(C) No. 022628-022630// Registered On- 06.12.2022 (Verified On- 24.11.2022). The tentative date on which, the case may be listed on 03.11.2023.
উপসংহার
বেশ কয়েকটি তারিখ পেরিয়েছে এই সুপ্রিম কোর্টে ডিএ মামলা। ঠিক ১ বছর পর ফের পড়ে গেল মামলার সম্ভাব্য তারিখ। সুতরাং এক দিক থেকে এটি একটি বিশেষ তারিখ। আপডেট পেতে দেখতে থাকুন। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে যুক্ত হতে নিচে ক্লিক করুন।
আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন