রাজ্যের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয় WBBPE কর্তৃক। এবারের পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের নিয়োগ প্রক্রিয়ার নিয়োগে দেখা যাচ্ছে নানা পরিবর্তন। কাদের চাকরী মিলবে আর কাদের মিলবে না, তা ঠিক করে দেবে এই সকল নিয়ম কানুন। নিয়োগের ক্ষেত্রে অত্যাবশ্যক হয়েছে প্রশিক্ষণ। তবে D.El.Ed থাকা সত্ত্বেও কাদের বাদ দেওয়া হবে এই নিয়োগ প্রক্রিয়া থেকে, সবটা জানতে দেখে নিন আজকের এই প্রতিবেদন।
WBBPE
West Bengal Board of Primary Education অর্থাৎ WBBPE এর নিয়ম মেনে হবে নিয়োগ। ইতিমধ্যেই রাজ্যে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে ইন্টারভিউ হয়েছে সমস্ত রকম নিয়ম মেনেই। এবারে সর্বশেষ ফলাফল প্রকাশের অপেক্ষামাত্র। তবে মহামান্য সুপ্রিমকোর্টের স্থগিতাদেশ থাকার ফলে সামান্য বিলম্ব হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। আর এই নির্দেশিকা উঠে গেলেই হয়ে যাবে ফল প্রকাশ, এমনটাই আশা করা হচ্ছে।
এই নিয়োগ প্রক্রিয়া থেকে কী B.Ed প্রার্থীরা বাদ যাবেন, সেই বিষয়ে চলছে জল্পনা। তবে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এর তরফ থেকে এই বিষয়ে কোন রকমের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নি। তবে রাজ্যের WBBPE, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ওপরেই সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে D.El.Ed vs B.Ed এর মামলার সিদ্ধান্তে গুরুত্ব দেবে পর্ষদ। এবারে জেনে নেয়া যাক, কোন প্রার্থীরা বাদ যেতে পারেন!
এক্ষেত্রে দেখা যাচ্ছে যে, এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের D.El.Ed ডিগ্রি করা আছে। তারই সাথে সাথে তারা করে ফেলেছেন B.Ed ডিগ্রিও। এবারে আবেদন করার সময়ে সরকারি নির্দেশে B.Ed প্রার্থীদের আবেদন করার সুযোগ ছিল, সেহেতু তারা তাদের অনলাইন আবেদন করার সময়ে নিজেদের B.Ed ডিগ্রির তথ্য উল্লেখ করেন। সেক্ষেত্রে যদি পর্ষদ এই বিষয়ে কোন পদক্ষেপ না নেয়, তাহলে তাদের D.El.Ed থাকা সত্ত্বেও বাদ যেতে পারে নাম।
স্যালারি একাউন্ট কীভাবে পাল্টাবেন, স্কুল শিক্ষকেরা জেনে রাখুন।
তবে পর্ষদের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোন রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নি, সেহেতু অহেতুক চিন্তার কারণ নেই। তবে এই বিষয়টি নিশ্চয়ই WBBPE এর নজরে আসবে এবং তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেই আশা রাখছেন চাকরী প্রার্থীরা। এক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়ে পর্ষদের কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা সেই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন বিয়ে আসব। এছাড়া আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।
উপসংহার
আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
Swasthyasathi Card Beneficiary Hospital: স্বাস্থ্যসাথী কার্ড এর সুবিধা পাবেন কোথায়, দেখুন লিস্ট।
জিও রিচার্জ-এর স্বাধীনতা দিবসের অফার, বছরভর মিলবে সুবিধা!
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন