স্কুল ছুটির তালিকা ২০২৪ প্রকাশিত হল! গরমের ছুটি এগিয়ে এলো, পুজোর ছুটি ক’দিন! দেখুন

নিজস্ব প্রতিবেদনঃ এবারে পশ্চিমবঙ্গের হাইস্কুলের জন্য প্রকাশিত হল হাইস্কুলের ছুটির তালিকা (WBBSE Holiday List 2024)। এবারে ছুটির তালিকাতে গরমের ছুটি কয়েক সপ্তাহ এগিয়ে এলো। অপর দিকে পুজোর ছুটি থাকছে কতদিনের জন্য! এই সকল বিষয় জানতে রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) কর্তৃক প্রকাশিত পিডিএফ (pdf Download) সহ দেখুন হাইস্কুলের ছুটির তালিকা ২০২৪।

WBBSE Holiday List 2024 for High School

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! তারপরেই আসছে নতুন বছর, ২০২৪ সাল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হলো নতুন বছরের ছুটির তালিকা (WBBSE Holiday List 2024)।

প্রতি বছরের মতো এ বছরেও বিশেষ বিশেষ উল্লেখযোগ্য দিনগুলিতে যেমন ছুটি থাকবে ঠিক তেমনি কয়েকটি বিষয় গত বছরের তুলনায় কিছুটা হলেও পরিবর্তন করা হয়েছে। কিছু ছোট গত বছরের তুলনায় এ বছর সংযোজন করা হয়েছে। দেখে নেওয়া যাক এ বছরের ছুটির তালিকায় নতুন কি কি বিষয় লক্ষ্য করা যাচ্ছে।

১) সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই প্রতিবছর গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়। নতুন বছরেও তার অন্যথা হয়নি। তবে গতবারের তুলনায় এ বছর গ্রীষ্মকালীন ছুটির সময় পরিবর্তন করা হয়েছে। এর মতো এ বছরেও গ্রীষ্মকালীন ছুটি থাকবে দশ দিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে গতবার গ্রীষ্মর ছুটি দেওয়া শুরু হয়েছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। তবে এ বছর সেই ছুটির সময়সীমা এগিয়ে নিয়ে আসা হয়েছে ৯ মে থেকে ২০ জুন পর্যন্ত। অর্থাৎ এ বছর গ্রীষ্মের ছুটির সময়সীমা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল।

২) পুজোর ছুটি গত বছরের মতো এ বছরেও চতুর্থীর দিন থেকে ভাতৃ দ্বিতীয়ার পরের দিন পর্যন্ত দেওয়া হয়েছিল। এ বছরেও ছুটির সময়সীমা সেটিই থাকছে তবে গত বছরের ছুটি ২৬ দিনের বদলে নতুন বছরে তা থাকছে ২৫ দিন।

৩) আসন্ন বছরে পার্শ্বনাথ রথযাত্রা বিষয়টি নতুন ভাবে ছুটির তালিকায় সংযোজন করা হয়েছে।
৪) গত বছর প্রধান শিক্ষকের হাতে কোনো ছুটি ছিলো না, যদিও এবছর প্রধান শিক্ষকের বিবেচনাধীর ২ টি ছুটি রাখা হয়েছে।

আরও পড়ুন, প্রকাশিত হল রাজ্যের প্রাথমিকে স্কুল ছুটির তালিকা! ডাউনলোড pdf

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৫) করম পুজো এবারেও সম্প্রদায়গত ছুটি হিসেবেই অন্তর্ভূক্ত করা হয়েছে ছুটির তালিকায়।
এছাড়া অন্যান্য যে বিশেষ উৎসবের ছুটিগুলি অন্যান্য বছর থাকে এবারেও তা নির্দিষ্ট তারিখ অনুসারে কার্যকর করা হয়েছে।

টিচার্স ডায়েরী ডাউনলোড লিঙ্ক

অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার

২০২৪ সালের পরীক্ষার দিনক্ষণ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই রকম আরও গুরুত্বপূর্ণ আপডেট ব্লগ পেতে আমাদের সাথে টেলিগ্রাম বা হোয়াটস্যাপ গ্রুপে যুক্ত থাকুন। সকলের জন্য রইল আগাম বড়দিনের শুভেচ্ছা। প্রতিবেদন পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Written by Joy Halder.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল