এই কম পুঁজির ব্যবসা করে খুব তাড়াতাড়ি লাভবান হওয়া সম্ভব। আরও থাকছে সরকারি লোনের সুবিধা! আমাদের দেশ তথা রাজ্যের প্রধান ও অন্যতম সমস্যা হল বেকারত্ব। দিন দিন এর সংখ্যা ক্রমে বৃদ্ধি বাড়ছে। যার ফলে চতুর্দিকে বাড়ছে অসন্তোষ। চাকরির বাজার এতটাই মন্দা চলছে, মাথায় হাত পড়ছে শিক্ষিত যুবক যুবতীদের। এখানে পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়। বেকারত্ব দূরীকরণের চেষ্টায় সরকারি অল্প বিস্তার নিয়োগ শুরু হয়েছে।
এর পাশাপাশি বেসরকারি সংস্থা গুলিতেও কিছু নিয়োগ চালু হয়েছে কিন্তু তাতে মোটের উপর লাভ কিছু হয়নি। চাকরির বাজারের এই অসম প্রতিযোগিতা থেকে কিভাবে মুক্তি আসবে সেই পথ বার করতে সকলেই ব্যস্ত। অগ্নিমূল্যের বাজারে জীবন টিকিয়ে রাখাই এখন দায়। এই কারণেই চাকরির সাথে সাথে শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে কম পুঁজির ব্যবসা-র দিকে বাড়ছে ঝোঁক।
কম পুঁজির ব্যবসা-র প্রয়োজনীয়তা:
অনেকে চাকরির সাথে পার্ট টাইম ব্যবসা কেউ তাদের জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন।কিন্তু ব্যবসার অনিশ্চয়তা অনেক ক্ষেত্রেই পিছপা করে দিচ্ছে বহু মানুষকে। কোন ব্যবসায় কত পরিমাণ বিনিয়োগ করা প্রয়োজন কি কি পরিকাঠামো গ্রহণ করা উচিত এবং তা থেকে কত লাভ আসতে পারে সেইসব দেখ পর্যালোচনা করে তবেই ব্যবসায় অবতীর্ণ হওয়া প্রয়োজন। সর্বপ্রথম ব্যবসায় প্রধান প্রয়োজন মূলধন ও মানসিক দৃঢ়তা। মানসিকভাবে দৃঢ় ব্যক্তি সঠিকভাবে ব্যবসার উদ্যোগ প্রতি হতে পারেন। কি করে কম পুঁজির ব্যবসা শুরু করা যায় এবং তা থেকে কিভাবে লাভ পেতে আপনি সক্ষম সেই নিয়েই আমাদের এই বিজ্ঞপ্তি।
স্বল্প পুঁজিতে করা সম্ভব এমন কিছু ব্যবসার আইডিয়া:
কিছু ব্যবসা আছে যেগুলিতে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা মূলধন হিসাবে বিনিয়োগ করে আপনি শুরু করতে পারেন। মোমবাতি, টিপ, খাম, চক ইত্যাদি তৈরির ব্যবসা আপনি বাড়িতে বসেই শুরু করতে পারেন। বাজার হিসাবে অনলাইন ও অফলাইন দুই ক্ষেত্রেই আপনার জন্য খোলা রয়েছে। চাকরি করার সাথে সাথে পার্শ্ববর্তী ব্যবসা হিসেবে এই ছোট কম পুঁজির ব্যবসা গুলি সহজেই চালানো যেতে পারে।
1) মাত্র 10 হাজার থেকে 12 হাজার টাকা বিনিয়োগ করে নিজের বাড়িতেই উপকরণের মাধ্যমে একটি করে করাই যেতে পারে মোমবাতি তৈরির ব্যবসা। মোমবাতির বাজার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই ঠাকুর ঘর থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, জন্মদিনের উৎসব কোথায় না এর ব্যবহার নেই।
2) মাত্র 10 হাজার টাকা বিনিয়োগ করে শুরু করা যায় চক তৈরির ব্যবসা। চক মূলত তৈরি হয় প্লাস্টার অফ প্যারিস দিয়ে। এর থেকে পাওয়া যায় সাদা চক তার সঙ্গে রঙ মিশিয়ে অনায়াসেই রঙিন চক বানানো সম্ভব। এর কাঁচামাল হিসাবে প্রয়োজন জিপসাম কাদামাটি জাতীয় পদার্থ ও বিশেষ একটি পাউডার। খুব অল্প পরিসর জায়গার মধ্যেই তৈরি করা সম্ভব চক। শিক্ষা জগতে এই চকের ব্যবহার প্রচুর অতএব বাজার সম্পর্কে সন্দেহ থাকার কোনো কারণ নেই।
3) মেয়েদের সাজসজ্জা সম্পূর্ণ হয় টিপের মধ্যে দিয়ে। 10 হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা বিনিয়োগ করে শুরু করা যেতে পারে টিপের ব্যবসা।এর থেকে প্রাপ্ত লাভও যথেষ্ট ভালো। অল্প পুঁজিতে নিজের বাড়িতেই শুরু করা যেতে পারে এই ব্যবসা।
আরও পড়ুন, বাড়ি থেকে আয়ের সহজ উপায় দেখুন।
ওপরের ব্যবসা গুলি ঘরে বসে একদম কম পুঁজিতে করা সম্ভব। এই ধরণের ব্যবসার সম্পূর্ণ পদ্ধতি, ট্রেনিং, সরকারি সুবিধা এবং আরও বিস্তারিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এমন আরও আপডেট পেতে আমদের সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান সময় সামান্য ব্যয় করে পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন