EPFO Interest: এবারে মিলবে বাড়তি লাভ, প্রভিডেন্ট ফান্ড নিয়ে দারুণ খবর

EPFO Interest নিয়ে কর্মীদের জন্য রয়েছে দারুণ সুখবর। EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees’ Provident Fund Organization) হলো ভারতের একটি সংস্থা যা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিম এবং বীমা স্কিম পরিচালনা করে। এটি ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং এর উদ্দেশ্য হলো কর্মীদের সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা প্রদান করা। কর্মক্ষেত্রে নির্দিষ্ট অবদান জমা করে কর্মীরা অবসরকালীন বা জরুরি অবস্থায় এই সঞ্চয় করা অর্থ ব্যবহার করতে পারেন। EPFO কর্মচারীদের জন্য একটি নির্ভরযোগ্য আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে।

সাধারণত প্রতি আর্থিক বছর শুরুর সময়েই এই সুদের হার নিয়ে বদল হলে তার ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু এবারে দেখা গেল অন্য ছবি। এবারে চলতি অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকেই শোনা গেল খুশির খবর। কেন্দ্রের অর্থ মন্ত্রক থেকেই পাওয়া গেল এই খুশির খবর। বৃদ্ধি করা হল সুদের হার। সারা দেশে মোট ৭ কোটি EPFO গ্রাহকদের মিলবে এই বাড়তি লাভ।

EPFO – সুদের হার বৃদ্ধি

চলতি আর্থিক বছরের ফেব্রুয়ারিতেই এই সুদের হার বৃদ্ধির কথা জানানো হয়েছিল। আর এবারে তা বৃদ্ধির অনুমোদন দিল কেন্দ্র। এবার থেকে সুদের হার মিলবে ৮.২৫ শতাংশ হারে। পূর্বে এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। এবারে তা ০.১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

EPFO – নতুন কিছু পরিবর্তন

  • এবারে এই প্রভিডেন্ট ফান্ডে অগ্রিম টাকা তোলার উর্দ্ধসীমা বদল করা হয়েছে।
  • পূর্বে অগ্রিম টাকা তোলার সীমা ছিল ৫০ হাজার টাকা। এবারে তা বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছে। এবার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অগ্রীম টাকা তোলা যাবে।
  • সেটেলমেন্ট এর ক্ষেত্রে আগে বেশ কিছু দিন দেরি হলেও এবারে তা মাত্র ৩ দিনের মধ্যে সম্পন্ন করার কথা জানানো হয়েছে।
  • এবার থেকে সুদের হার বৃদ্ধি করা হচ্ছে ০.১০ শতাংশ। মিলবে ৮.২৫ শতাংশ হারে সুদ।
  • কেন্দ্রের বাজেট ঘোষণার আগেই এই বদল, সুবিধা মিলবে গ্রাহকদের।

EPF সুদ কোন মাসে জমা হয়?

EPF (Employees’ Provident Fund) সুদ সাধারণত আর্থিক বছরের শেষে, এপ্রিল মাসে জমা হয়। তবে নির্দিষ্ট সময়ে সুদ জমা হতে কিছুটা বিলম্ব হতে পারে। এবার থেকে এই সুদের পরিমাণ মিলবে ৮.২৫ শতাংশ হারেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইপিএফ সুদের হিসাব?

EPF সুদের হিসাব প্রতি মাসে সংগৃহীত অবদানগুলির উপর প্রযোজ্য বার্ষিক সুদের হার অনুযায়ী করা হয়। সুদের হারটি কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত হয় এবং প্রতি বছর পরিবর্তিত হতে পারে। সুদ প্রতি মাসে যোগ হলেও, একবারে আর্থিক বছরের শেষে অ্যাকাউন্টে জমা হয়।

ব্যাঙ্ক একাউন্ট সঙ্ক্রান্ত নয়া আপডেট, অবশ্যই দেখে রাখুন

চাকরি ছাড়ার কতদিন পর EPF এ সুদ পাওয়া যাবে?

চাকরি ছাড়ার পর ৩ বছর পর্যন্ত EPF অ্যাকাউন্টে সুদ যোগ হয়। ৩ বছর পর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায় এবং তাতে আর সুদ যোগ হয় না।

PF বেতন হিসাব?

PF (Provident Fund) হিসাব সাধারণত বেসিক বেতন ও ডিয়ারনেস অ্যালাউন্সের (DA) একটি নির্দিষ্ট শতাংশ দ্বারা নির্ধারিত হয়। ভারতের ক্ষেত্রে, বর্তমানে কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ে তাদের বেসিক বেতন এবং DA-এর ১২% এর সমান হয়ে থাকে। এই অবদান EPF অ্যাকাউন্টে জমা হয় এবং তা সুদ সহ জমা হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল