নিজস্ব প্রতিবেদনঃ নিজের আর্থিক উন্নতি করতে অনেকেই ব্যাঙ্কের স্থায়ী আমানত তথা Fixed Deposit এর ওপরে বেশ উতসাহী থাকেন। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডীয়া এর স্বীকৃত ওপরের সারির ব্যাঙ্ক গুলিতে FD Rates হিসেবে মিলছে সর্বাধিক বেশি সুদের হার (Interest Rates)! তাই নিজের টাকা জমা করার আগে অবশ্যই নতুন সুদের হার দেখে নিন এই প্রতিবেদনে।
Fixed Deposit Interest Rates on Top Banks
এই ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) টাকা জমা করতে গেলে আগেই জেনে নিতে হবে যে, RBI স্বীকৃত ব্যঙ্ক গুলির মধ্যে কোন ব্যাঙ্কে মিলছে সব থেকে বেশি সুদের হার (FD Rates)। নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অধিকাংশ মানুষই এই স্থায়ী আমানতে টাকা জমা রাখেন।
YES Bank -এর স্থায়ী আমানতে সুদের হার
এই ব্যাঙ্কে ৩ বছরের FD করলেই সিনিয়র সিটিজেন হিসেবে মিলছে ৮ শতাংশ হারে সুদ। প্রাইভেট ব্যাঙ্ক গুলির মধ্যে বেশ ভালো সুদের হার অফার করে এই ব্যাঙ্ক। সাধারণের জন্য এই সুদের হার সামান্য কম থাকে সব ব্যাঙ্কের ক্ষেত্রেই।
Bank of Baroda -এর স্থায়ী আমানতে সুদের হার
ব্যাঙ্ক অফ বরদা ফিক্সড ডিপোজিটে ৭.৭৫% সুদের হার অফার করে থাকে। যদি কেউ ১ লক্ষ টাকা ৩ বছরের জন্য স্থায়ী আমানত হিসেবে জমা করেন, তাহলে মেয়াদ শেষে একাসাথে মিলবে ১ লক্ষ ২৬ হাজার টাকা।
Axis Bank FD Interest
৭.৬ শতাংশ হারে সুদের হার অফার করছে এই ব্যাঙ্ক। এক্ষেত্রে সিনিয়র সিটিজেন হিসেবে কেউ ১ লক্ষ টাকা জমা রাখলে ৩ বছর পর তিনি পেতে পারেন ১ লক্ষ ২৫ হাজার টাকা! আরও বিস্তারিত জানতে নিকটবর্তী ব্যাঙ্কের শাখাতে যোগাযোগ করে নিতে পারেন।
এছাড়া HDFC, PNB এবং ICICI ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হার কম নয়। তারাও সিনিয়র সিটিজেনদের স্থায়ী আমানতের ওপরে ৭.৫% হারে সুদ প্রদান করে থাকে। এর সাথে সাথেই Canara Bank এবং Bank of India যথাক্রমে ৭.৩ এবং ৭.২৫ শতাংশ হারে সুদের হার অফার করে থাকে। এই সকল সুদের হার নির্দিষ্ট সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। নিজের ভবিষ্যৎ গড়তে এই সুরক্ষিত লাভ ওঠাতে আজই বিনিয়োগ করতে পারেন। তবে ব্যাঙ্কের সাথে আরও বিস্তারিত যেন তবেই করুন বিনিয়োগ। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন