Govt Employees DA: শেষমেষ অপেক্ষার অবসান, ৪% বাড়ল মহার্ঘভাতা!

পুজোর আগেই বিরাট সুখবর মিলেই গেল সরকারি কর্মীদের। এবারে Govt Employees DA বৃদ্ধি ঘটল ৪% হারেই। অনেক দিন ধরেই বাজারে নানা প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সরকারি সরকারি কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষ, দৈনন্দিন জীবনের খরচ চালাতে গিয়ে এক্কেবারে নাজেহাল হতে হচ্ছে তাদের। এবারে কেন্দ্রের সরকারি কর্মীদের অনেকটাই মিলবে এই মহার্ঘভাতা।

কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য এই বিরাট সুখবর। এবারে ৪% মহার্ঘভাতা বেড়ে গেল তাদের। প্রতি বছর কেন্দ্রের সরকারি কর্মীদের ২ বার করে মেলে ডিয়ারনেস অ্যালাওয়েন্স। আর এবারে দ্বিতীয় কিস্তির DA পেয়ে গেলেন Central Govt. Employees -রা। তবে মিলবে কী বকেয়া এরিয়ার, আর যদি তা মেলেও তবে কবে থেকে লাঘু হবে এই নিয়ম! দেখে নেয়া যাক।

Govt Employees DA Increased after Ministers Salary 2023

কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য কেন্দ্রের “Union Cabinet” গত ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে এই সুখবরের কথা জানিয়ে দেয়। এতোদিন পর্যন্ত কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনার্সদের ডিআর মিলতো ৪২% হারেই। আর এবার থেকে তাদের মিলবে (৪২+৪=৪৬) ৪৬% হারে মহার্ঘভাতা। এক্ষেত্রে ৪৮ লক্ষের বেশি কেন্দ্রের সরকারি কর্মীরা লাভবান হবেন। এরই পাশাপাশি প্রায় ৬৮ লক্ষ পেনশনার্স হবেন উপকৃত।

এই নিয়ম গত পয়লা জুলাই থেকেই চালু হবে। আর আগামী মাস থেকেই কেন্দ্রের সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে বর্ধিত মহার্ঘভাতার লাভ! প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা Central Govt. Employees -দের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের জন্য আগামী পয়লা জুলাই থেকে ৪% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সেক্ষেত্রে মহার্ঘ ভাতা (ডিএ) -এর একটি অতিরিক্ত কিস্তি প্রকাশ করার অনুমোদন দিয়েছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মৌলিক বেতন/পেনশনের ৪২% হার বর্তমানে বিদ্যমান। এই বৃদ্ধি ৭ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে গৃহীত ফর্মুলা অনুসারে নেওয়া হয়েছে।

বিরাট সুখবর, পুজোর আগেই হাসি ফুটছে সরকারি কর্মীদের

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বর্তমান মহার্ঘভাতা বৃদ্ধির দাবীতে আন্দোলন চলছে কোলকাতাতে। সেক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলন করে চলেছে। অপরদিকে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ে করা রাজ্য সরকারের SLP মামলার শুনানি আছে আগামী মাসেই। আর সম্প্রতি তো রাজ্যের মন্ত্রীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের রাজ্যপাল সম্মতি না দিলেও অবশেষে সেই বিলে সই করেন তিনি। তবে রাজ্যের সরকারি কর্মীদের কী আদৌ কোন ডিএ পাবার সম্ভাবনা আছে! আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল