Aadhar Card Lost: আধার নম্বর মনে নেই; হারিয়ে গেলে কীভাবে পাবেন নতুন কার্ড? জেনে নিন…

আপনার হয়তো মনে নেই নিজের আধার কার্ডের নম্বর অথবা হারিয়ে ফেলেছেন অর্থাৎ Aadhar Card Lost! এখন আর আপনাকে একাজ করতে যেতে হবে না ব্যাঙ্কে, লেখাতেও হবে না নাম। কারণ আগে এই কাজ করতে গেলে ব্যাঙ্কে বা আধার সেন্টারে যেতে হত। তবে এবারে কীভাবে পেতে পারেন ঝামেলা ছাড়াই নিজের আধার কার্ড। এবারে ঘরে বসেই নিজের মোবাইল থেকেই পেয়ে যেতে পারবেন আপনার পুরনো আধার কার্ড! তাহলে আর দেরী না করে স্টেপ বাই স্টেপ কীভাবে পাবেন আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড, তা দেখে নিন।

আধার কার্ড বর্তমানে সারা দেশ জুড়ে বিভিন্ন সেক্টরে ব্যবহৃত সব থেকে বেশি ব্যবহৃত একটি কার্ড। নিজের তথ্য হিসেবে নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং বায়োমেট্রিক তথ্য থাকার ফলে ডিজিটাল সুবিধার এই কার্ড বহুল প্রচলিত। নিজের পরিচয় থেকে শুরু করে টাকা তোলা জমা, যেকোনো চাকরীর ফর্ম পূরণ, সরকারি আবেদন, রেশন তোলা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব রকমের কাজে এই আধার কার্ড খুবই প্রয়োজনীয়। এই সকল কারণেই Aadhar Card Lost তথা আধার কার্ড হারিয়ে গেলে এই সকল সুবিধা থেকে বঞ্ছিত হন সাধারণ মানুষ। সহজে কার্ড পেতে দেখুন।

আপনার Aadhar Card Lost, হাতে পান ঘরে বসেই।

ধাপে ধাপে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই অনলাইন থেকে পুনরুদ্ধার করা যাবে আপনার আধার নম্বর। হারিয়ে যাওয়া আধার কার্ডের নম্বর খুঁজে পেলে, Aadhar Card Lost তথা হারিয়ে গেলেও ডুপ্লিকেট কার্ড ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় না। তবে এই নম্বর পেতে, আধার কার্ডে অবশ্যই ফোন নম্বর যুক্ত থাকতে হবে।এনরোলমেন্ট নম্বর (EID) বা আধার কার্ড নম্বর খুঁজে পেতে কয়েকটি পদ্ধতির সাহায্য নিতে হবে। একে একে দেখে নেয়া যাক।

কীভাবে আবার পাবেন হারিয়ে যাওয়া আধার!

প্রথমে UIDAI পোর্টালে (https://resident.uidai.gov.in/) যেতে হবে এবং ‘আধার সার্ভিস’ অপশনটিতে ক্লিক করুন। সেই অপশন থেকে ‘রিট্রিভ লস্ট অর ফরগটেন ইআইডি/ইউআইডি’ ট্যাবে ক্লিক করতে হবে। এরপর একটি পেজ খুলবে। সেখানে বেছে নিতে হবে ‘আধার নং (ইউআইডি)’ ট্যাবটি। নির্দিষ্ট জায়গায় ব্যক্তিগত বিবরণ (যেমন নাম, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডি) এন্টার করতে হবে। পরবর্তী ধাপে ক্যাপচা এন্টার করে ‘সেন্ড ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে। সরাসরি লিঙ্ক পেতে ক্লিক করুন এখানেই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhar Card Lost

মোবাইল নম্বর বা ইমেল আইডিতে যে ছয়-সংখ্যার ওটিপি আসবে তা পোর্টালে দিতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মোবাইল নম্বর বা ইমেলে তাদের 12 সংখ্যার আধার নম্বর পাঠানো হবে যার ই-কপি প্রিন্ট করা যাবে। আধারের ই-কপি ডাউনলোড করতে ফি বাবদ টাকা মেটাতে হবে। তবে যারা অফলাইনে এই সুবিধা পেতে চান, তাদের নিকটতম আধার এনরোলমেন্ট কেন্দ্রে যেতে হবে। যদি আপনার কাছে নথিভুক্ত মোবাইল নম্বর না থাকে, তাহলে প্রথমে, আধারের সঙ্গে মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। তারপর আপনি বাকি পরিষেবা পেতে পারেন।

মাত্র 10 হাজারে নতুন Redmi মোবাইল, বুকিং চলছে হুড়মুডিয়ে! লাইভ ফিচার্স দেখুন।

উপসংহার

নিজের আধার কার্ড হাতে পাওয়া এখন খুবই সহজ। উপরে বর্ণিত পদ্ধতিতে আপনি নিজের হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া আধার কার্ড পুনরায় উদ্ধার করতে সক্ষম হবেন। Aadhar Card Lost তথা হারিয়ে গেলেও আর কোন সমস্যা হবে না। এমন আরও পদ্ধতি জানতে আমাদের সাথে থাকুন। তাহলে নির্ঝঞ্ঝাটে আপনি পাবেন নিজের দরকারী কাজের জন্য সমস্ত তথ্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু, আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না যেন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল