LPG e-KYC Online: গ্যাসের ভর্তুকি পেতে অনলাইন KYC করার শেষ তারিখ নিয়ে জরুরী আপডেট! দেখুন

নিজস্ব প্রতিবেদনঃ আপনি নিশ্চয়ই এলপিজি অফিসে গিয়ে বা নিজের মোবাইল থেকেই ইতিমধ্যে সেরে ফেলেছেন গ্যাসের ই-কেওয়াইসি (LPG e-KYC Online), এতেই কী সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়া যাচ্ছে! শুধুমাত্র এই কে ওয়াই করলেই কী হয়ে যাবে সব চিন্তা দূর! আর যারা এখনো করেন নি একাজ, তাঁদের ভর্তুকি সহ বুকিং সুবিধা কী অদূরেই বন্ধ হতে চলেছে- আজ বছরের শেষ দিনে এই সকল বিষয় জেনে রাখুন।

রান্নার গ্যাসের অনলাইন কে-ওয়াই-সি করা বাধ্যতামূলক। তবে যাদের এই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার, তাঁরা হলেন উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা। কারণ ইতিমধ্যেই শোনা গেছে যে, অনলাইনে নিজের আধার সংযুক্তি তথা গ্যাসের অনলাইন কে-ওয়াই-সি না করলে গ্যাস হয়তো পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে ভর্তুকির টাকা পাওয়া নিয়ে দ্বিধা সৃষ্টি হয়েছে।

তবে এই ভর্তুকির টাকা পাওয়া নিয়ে কমার্শিয়াল এলপিজি গ্রাহকদের খুব বেশি চিন্তার প্রয়োজন পড়বে না। এবারে আসা যাক প্রতিবেদনের মূল পর্বে। আপনারা হয়তো অনেকেই একথা জানেন না যে, এই অনলাইন কে-ওয়াই-সি করার সাথে সাথেই স্ট্যাটাস আপডেট হয় না। অন্যান্য ক্ষেত্রের মতো এক্ষেত্রেও আপডেট হতে সর্বোচ্চ সময় লাগে ৭২ ঘন্টা।

তাই আপডেট করার পরেও নিশ্চিন্ত হতে আরও একবার নিজের মোবাইল থেকেই নিজ নিজ গ্যাসের কোম্পানির অ্যাপ বা পোর্টালে লগইন করে কনফার্ম হবার জন্য করে নিন ফাইনাল স্ট্যাটাস চেক। সেক্ষেত্রে আপনার কে-ওয়াই-সি স্ট্যাটাস, ব্যাঙ্কের লিঙ্ক থাকার স্ট্যাটাস ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সব ঠিকঠাক আছে কিনা, তা যাচাই করে নেওয়া দরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এলপিজি কেওয়াইসি (LPG e-KYC) করার শেষ তারিখ

দেশের ৩ টি তেল সংস্থার সূত্রে জানা গেছে যে, এখনো পর্যন্ত এই এলপিজি কেওয়াইসি (LPG KYC) করার শেষ তারিখ নিয়ে কোন আপডেট আসে নি। অর্থাৎ এই কাজ চলবে। এছাড়া সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া বা ভর্তুকি বন্ধ করে দেওয়ার বিষয়েও নেই কোন নির্দেশিকা।

অনেক জায়গাতেই একটি বিভ্রান্তি ছড়াচ্ছে যে, এই কেওয়াইসি করতে বাড়তি টাকা লাগবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কেওয়াইসি করতে কোন টাকা লাগে না। সেক্ষেত্রে অনেক গ্যাস অফিস থেকে গ্যাসের কানেকশন পাইপ বিক্রি করা হচ্ছে। কিন্তু সেটাও কী গ্রাহক নিতে বাধ্য!

আরও পডুন, মুখে হাসি মধ্যবিত্তের, নতুন বছরের উপহার! ৪৫০ টাকায় রান্নার গ্যাস

একেবারেই নয়। কারণ এক্ষেত্রে নিয়ম হল এই যে, গ্যাসের কানেকশন ৫ বছর বা তার থেকে বেশি হয়ে গেলে এই পাইপ বদল করে নেওয়া দরকার। শুধুমাত্র সুরক্ষার খাতিরে। তবে এটি বাধ্যতামূলক নয়। তাই অনেক গ্যাস অফিস তাঁদের গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করেই এই কাজ করছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে আপনারা গ্যাসের অফিসে না গিয়েও নিজের মোবাইল থেকে, নিকটস্থ কাস্টমার সার্ভিস সেন্টারে (CSC) গিয়েই একাজ করিয়ে নিতে পারেন। কীভাবে করবেন, সঠিক পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সার্চ করে নিতে পারেন। এমন আরও আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল