রেশন কার্ডে লাল দাগ, নভেম্বরে মিলবে না চাল, গম! সমস্যা ঠিক করতে জেনে নিন উপায়

Ration: প্রতি মাসে রেশনের মাধ্যমে বিভিন্ন খাদ্য দ্রব্য পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। তবে নভেম্বরে লক্ষ লক্ষ রেশন কার্ডে তোলা যাবে না চাল, গম ইত্যাদি। কারণ ইতিমধ্যেই সেই সকল রেশন কার্ডে পড়ে গেছে লাল দাগ। কেন এই রকম হল, কীভাবে মিলতে পারে এই ধরণের সমস্যা থেকে মুক্তি! এনারা কী পাবেন নভেম্বর মাসের রেশন, দেখে নিন এই প্রতিবেদনে।

Red Mark on Ration Card

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) গ্রেফতার হয়েছেন সম্প্রতি। তবে এর পরপরই আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, রাজ্যের প্রায় 1 কোটি 66 লক্ষ রেশন কার্ডে আর মাল তথা চাল, গম ইত্যাদি মালামাল তোলা যাবে না। সেগুলিতে কেন এমন লাল দাগ পড়ে গেল! আপনার রেশন কার্ডে সমস্যা হলে কীভাবে ঠিক করবেন, দেখে নিন।

বর্তমানে ডিজিটাল পদ্ধতির ব্যাপক হারে প্রচলন শুরু হয়েছে। এর ফলে সমস্ত কাজে এসেছে সুরক্ষা ও স্বচ্ছতা। বর্তমানে রেশন তোলার জন্য মোবাইলের ওটিপি ব্যবহার থেকে শুরু করে কাজে লাগানো হচ্ছে ফিঙ্গার প্রিন্ট। এর ফলে খুব দ্রুত এই রেশন তোলার সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ।

এই সকল কারণ পরিচিতি নিশ্চিত করতে রেশন তুলতে Ration Card -এর সাথে ই- কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে রেশন গ্রাহকের আধার কার্ড, মোবাইল নাম্বার জুড়ে দিতে হবে তার রেশন কার্ডের (Aadhaar-Ration Link) সাথেই। বহু দিন থেকেই এই বিষয়ে সতর্ক করেছে কেন্দ্র এবং রাজ্য। যারা এই গুরুত্বপূর্ণ কাজটি সঠিক ভাবে করেন নি, তাদের রেশন কারডেই পড়েছে এই লাল দাগ। আর সংখ্যাটাও নেহাতই কম নয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সংখ্যা ছিল 10 কোটির বেশি। তবে এই হিসেবটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রী থাকাকালীন সময়ের হিসেব। তবে এই e-KYC সঠিক ভাবে না করার কারণে এর মধ্যে 15% বেশি কার্ডেই পড়েছে লাল দাগ। এই ধরণের রেশন কার্ডকে বাতিল বলা যাবে না। কারণ লাল দাগ পড়ার অর্থ হচ্ছে, এই সকল কার্ডে কোন মালামাল তোলা যাবে না।

কার্ড ভেরিফাই করতে বাড়িতেই যাবেন আধার অফিসার

সঠিক ভাবে নির্দিষ্ট নথি ব্যবহার করে যদি লাল দাগ পড়ে যাওয়া রেশন কার্ডের e-KYC সম্পন্ন করা যায়, তাহলে এই সকল কার্ড ফের সক্রিয় হবে। যেসকল কার্ডে লাল দাগ পড়েছে, সেগুলিতে আগামী নভেম্বর থেকে আর মালামাল তোলা যাবে না। আপনার কার্ডে সমস্যা হলে দ্রুত এর সমাধান করে নিন। নাহলে সমস্যার শেষ নেই। প্রতিবেদন পড়ার জন্য অনেক ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল