নিজস্ব প্রতিবেদনঃ মেধাবী পড়ুয়াদের কথা যেমন রাজ্য সরকার ভাবে, ঠিক তেমন করে কেন্দ্র সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরণের স্কলারশিপ। এর মধ্যে অন্যতম হচ্ছে NMMSE তথা ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ এক্সাম। এই পরীক্ষা দিতে গেলে কিভাবে এবং কারা আবেদন জানাতে পারবেন, কত টাকা মিলবে, পরীক্ষা কবে হবে, NMMSE পরীক্ষার বিগত ১০ বছরের প্রশ্নপত্র কিভাবে পাবেন, এই সকল বিষয়ে জানতে দেখুন আজকের এই প্রতিবেদন।
ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষার মাধ্যমে আর্থিক সহায়তা পাবে ছাত্র-ছাত্রীরা! জানুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আয়োজিত ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা National Means-cum-Merit Scholarship Examination হলো এমন একটি পরীক্ষা যার মাধ্যমে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা একটি আর্থিক সহায়তা পেয়ে থাকে।
NMMSE – কেন্দ্রের সরকারের দারুণ সুযোগ! মেধাবীদের উপহার, ১২ হাজার টাকা
অষ্টম শ্রেণির যোগ্য ছাত্র-ছাত্রীরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই পরীক্ষা থেকে নির্বাচিত এক লক্ষ নবম শ্রেণির ছাত্র-ছাত্রী প্রতি বছর বার্ষিক ১২০০০ টাকা বৃত্তির সুবিধা উপভোগ করে। মূলত অষ্টম শ্রেণির যে সব শিক্ষার্থীরা সপ্তম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় ৫৫% বা তার বেশি নম্বর পেয়েছে তাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি মেনে।
যদিও SC, ST, প্রতিবন্ধী প্রার্থীদের নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় দেওয়া হয়। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সব শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নেই এমন মাদ্রাসা, স্বীকৃত সরকারী বিদ্যালয়, সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়, স্থানীয় সংস্থা এবং সরকারী স্পনসর্ড বিদ্যালয়ে পঠন পাঠন করলেই তারা এই স্কলারশিপের আবেদনযোগ্য বলে বিবেচিত হবে। কোনো কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নভোদয় বিদ্যালয়, রাজ্য সরকারের কোনো আবাসিক স্কুল বা কোনো বেসরকারী স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হয় না।
বিগত ১০ বছরের প্রশ্নপত্রএই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেসব শিক্ষার্থীরা, স্কলারশিপের সুবিধা লাভ করতে চাইবে তাদের পিতামাতার বার্ষিক আয় অবশ্যই ৩,৫০,০০০ টাকার কম হতে হবে। এক্ষেত্রে বার্ষিক আয়ের প্রমাণ স্বরূপ বেতনভোগী ব্যক্তির আগের অর্থবর্ষের ‘Employer Certificate’ এবং বাকিদের জন্য কোনো গেজেটেড অফিসারের কাছ থেকে প্রাপ্ত ‘Income Certificate’ প্রদান করতে হবে। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই NMMS স্কলারশিপ পাওয়ার যোগ্য শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য নিজস্ব পরীক্ষা করবে।
রাজ্য স্তরের পরীক্ষা মূলত দুটি ভাগে হয়ে থাকে। একটি হলো Mental Ability Test অর্থাৎ MAT এবং অপরটি Scholastic Aptitude Test অর্থাৎ SAT। এই পরীক্ষাগুলিতে সমস্ত প্রশ্নই থাকে MCQ। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। প্রশ্নগুলি মূলত সপ্তম ও অষ্টম শ্রেণির মানের হয়ে থাকে।
NMMSE –এর টাকা পেতে গেলে পরীক্ষায় কত নম্বর পেতে হবে, সেটি জেনে নেয়া যাক। যে সব শিক্ষার্থীরা এই পরীক্ষার দুটি স্তরে ৪০ শতাংশ নম্বর সহ পাস করবে তারাই আবেদন যোগ্য বলে বিবেচিত হবে। তবে সংরক্ষিত বিভাগের জন্য ৩২% নম্বর থাকলেই সেই শিক্ষার্থী এই স্কলারশিপটি পাওয়ার যোগ্য হবে।
রাজ্য সরকারের স্কলারশিপ, কয়েক মাস বন্ধের পর, ফের চালু ওয়েসিস স্কলারশিপ! নতুন আপডেট জানতে দেখুন
এই স্কলারশিপ পাবার জন্য ২০২৩ সালের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি দেখে নিন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন