অনলাইনে ৫ মিনিটই মিলছে লোন, রিজার্ভ ব্যাঙ্কের রেজিস্টার্ড অ্যাপে! ঝামেলা ছাড়াই মুশকিল আসান…

নিজস্ব প্রতিবেদনঃ অনেকেরই হঠাৎ করে প্রয়োজন হয়ে পড়ে অল্প বা বেশি টাকার! সেই অনুসারে টাকার জোগাড় হয়ে ওঠে না। এই সকল ক্ষেত্রে লোন নেওয়ার জন্য অনেকেই বিভিন্ন ধরণের অনলাইন লোন অ্যাপের (Online Loan App) খোঁজ করে থাকেন। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে থাকছে আলোচনা।

ভারতে ৫ হাজারের থেকেও বেশি অনলাইন লোন অ্যাপ (Online Loan App) রয়েছে, যার মধ্যে বেশ কিছু অ্যাপ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দ্বারা স্বীকৃত। এক্ষেত্রে অনলাইনে লোন নিতে গেলে কীভাবে আবেদন করতে হয়, কারা পেতে পারেন এই ধরণের লোন – এই সমস্ত বিষয়ে জেনে রাখুন আজকের এই প্রতিবেদনে।

Online Loan App registered with RBI

বর্তমানে অনেক গুলি লোন অ্যাপ থাকার কারণে যারা বিভিন্ন লোন অ্যাপ গুলি সাহায্য নিতে চান, স্বাভাবিক ভাবেই তারা দোলাচলতার মধ্যে ভুগতে থাকেন যে কোন অ্যাপ এর সাহায্য নিলে তারা সমস্ত দিক থেকে লাভবান হতে পারবেন। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের চলতি ২০২৪ সালের সব থেকে জনপ্রিয় লোন অ্যাপগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত অ্যাপ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এই সমস্ত অ্যাপ গুলিকে কয়েকটি বিশেষ মাপকাঠির সাহায্যে তুলনা করলেই বোঝা যাবে কোন গ্রাহকের জন্য সবথেকে উপযোগী হবে। এই তুলনামূলক আলোচনাটি মূলত করা হবে অ্যাপ গুলির ইন্টারেস্ট রেট, মিনিমাম সিভিল রিকোয়ারমেন্ট, বয়স সীমা, মিনিমাম সেলারি রিকোয়ারমেন্ট এর উপর ভিত্তি করে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই সমস্ত বিষয়ের উপর নজর দিলে দেখা যায় কয়েকটি অ্যাপ যেমন Stashfin, CAShe, True Balance বয়স সীমার দিক থেকে ১৮+ থেকে লোন দেওয়া শুরু করে দেয়।
অন্যদিকে Navy, Money Tap ইত্যাদি অ্যাপ গুলি ২১+ বয়স থেকে লোন দেওয়া শুরু করে।

অনলাইন লোন অ্যাপের সুদের হার

ইন্টারেস্ট রেট এর কথা বলতে গেলে একথা বলাই যায়, বর্তমানে জনপ্রিয় স্থানে থাকা সমস্ত অনলাইন লোন অ্যাপ গুলি ৯.৯% থেকে ৭০% পর্যন্ত সুদ এর টাকা প্রদান করে থাকে। এই সর্বনিম্ন ৯.৯% সুদ পাওয়া যায় Navy অ্যাপ -এ। আর সর্বোচ্চ অর্থাৎ সবথেকে বেশি ৭০% সুদটি পাওয়া যায় True Balance অ্যাপ এ। মিনিমাম সিভিল স্কোর ৬৫০ র থেকে বেশি মেলে ৪ টি অ্যাপে।

Online Loan App

সেগুলি (Online Loan App) হলো Navy, CASHe, True Balance এবং KreditBee। মাসিক বেতন এর ক্ষেত্রে CASHe, True Balance, mPokket ইত্যাদিতে বেতন সীমা ১০০০০-১২০০০ এর মধ্যে। এই সমস্ত অ্যাপ গুলির ক্ষেত্রে একমাত্র Navy অ্যাপ এর ঋণ সংক্রান্ত সমস্ত প্রসেসিং চার্জ জিরো। বাকি সমস্ত অ্যাপ গুলিতে নির্দিষ্ট পরিমাণ প্রসেসিং চার্জ এর প্রয়োজন হয়।

আরও পড়ুন, নতুন প্ল্যান আনলো LIC! লাভ পেতে আজই দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাকি অ্যাপ গুলির মধ্যে প্রসেসিং চার্জ সবথেকে কম হলো CASHe, True Balance, mPokket এবং KreditBee তে। বাকি অ্যাপ গুলিতে এই চার্জ অনেকটাই বেশি। অ্যাপ গুলিতে সব থেকে বেশি পরিমাণ অর্থ ঋণ এর সুবিধা দেয় Navy অ্যাপ। এক্ষেত্রে তারা ২০ লক্ষ্য টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা প্রদান করে। আর সবথেকে কোন অর্থ ঋণ দেয় mPokket অ্যাপ।

এখানে ৪৫০০০ টাকা ঋণ এর সুবিধা মেলে। Navy অ্যাপ এ সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অর্থ ক্রেডিট ইনস্ট্যান্ট পদ্ধতিতে সম্পন্ন হয়। বাকি বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে এই কাজগুলি কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়। তবে Home Credit অ্যাপে টাকা ক্রেডিট হতে ২-৩ দিন সময় লেগে যায়। তালিকা মধ্যে থাকা সমস্ত অ্যাপ গুলির বিশেষ সুবিধাটি হলো এগুলোর প্রত্যেকটি অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। অনলাইনের মাধ্যমেই গ্রাহকরা লোন সম্পর্কিত যাবতীয় কাজকর্ম সেরে ফেলতে পারেন খুব সহজেই।
Written by Joyeeta Mukherjee.
For, What’s Up Bengal

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল