PAN Aadhaar Link: কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে প্রত্যেকেরই নিজের প্যান আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। তবে গ্রামীণ এলাকার মানুষের সুবিধার্থে পোস্ট অফিসে আনা হচ্ছে এই নতুন সুবিধা!
এখনো লাগছে না বাড়তি ফাইন! বিগত জুন মাসের 30 তারিখ পর্যন্ত ছিল এই প্যান আধার লিঙ্ক করার শেষ তারিখ। তবে অনেকেই এই নির্দিষ্ট তারিখের মধ্যে নিজেদের এই গুরুত্বপূর্ণ কাজ শেষ করে উঠতে পারেন নি। কেন্দ্র সরকারি নির্দেশ অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান আধার লিঙ্ক করার কাজ সম্পন্ন করতে না পারলে সম্পূর্ণ বাতিল না হলেও নিস্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। সম্প্রতি জানা গেছে যে, ভারতের প্রায় প্রত্যেক গ্রামীণ এলাকায় থাকা ভারতীয় পোস্ট অফিসের বিভিন্ন শাখাতেই এই দুই কার্ডের লিঙ্ক করার সুবিধা থাকছে।
PAN Aadhaar Link করার নতুন সুবিধা
সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কংগ্রেস দলের MP শ্রী অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রের কাছে এই পোস্ট অফিসে প্যান আধার লিঙ্ক করার সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন। আর সেই আবেদনে সাড়া দিয়েই এবারে পোস্ট অফিসের গ্রামীণ শাখাগুলিতে দেওয়া হবে এই নতুন সুযোগ। সরকারি সংস্থায় আই সুবিধা থাকার ফলে সাধারণ মানুষকে আর কারো কাছে প্রতারিত হতে হবে না। সরাসরি পোস্ট অফিসে গিয়েই নিজেদের কাজ সেরে নিতে পারবেন। সেক্ষেত্রে তিনি এই সময়সীমা বাড়ানোর আবেদনও জানিয়েছিলেন।
নিজের প্যান আধার লিঙ্ক করার শেষ তারিখ বৃদ্ধি
সরকারি নির্দেশ অনুসারে প্যান আধার লিঙ্ক করার সময়সীমা শেষ হয়ে গেলেও এখনো পোর্টালে এই কাজ করা যাচ্ছে। তাই এখনো যারা এই পিঙ্ক করার কাজ করেন নি, তারা দ্রুত এই কাজ সেরে ফেলতে পারেন। কারণ এবার থেকে এই লিঙ্ক করা না থাকলে পড়তে হবে একগুচ্ছ সমস্যার মধ্যে। সেক্ষেত্রে ট্যাক্স পেয়ারদের ইনকাম ট্যাক্স ফাইল করতে সমস্যা হবে। এছাড়া TCS/TDS হিসেবে কাটবে বাড়তি টাকা। “15G আর 15H” দাখিল করতে হবে নানা সমস্যা। এছাড়া ব্যাঙ্ক একাউন্ট খোলা থেকে শুরু করে আর্থিক লেনদেন সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হবে তাদের।
আরও দেখুন,
ইয়োনো অ্যাপ দিয়ে কার্ড ছাড়াই পাবেন টাকা! না জানলে পস্তাবেন, দেখে নিন।
বিগত 2019 সাল থেকে চলছে এই প্যান আধার লিঙ্ক করার সময়সীমা বৃদ্ধির কাজ। কিন্তু তা সত্ত্বেও অনেকে করে উঠতে পারেন নি এই কাজ। প্রথমে কোন ফাইন ছাড়াই করা যেত এই লিঙ্ক করার কাজটি। কিন্তু বর্তমানে 1000 টাকা ফাইন দিয়েই করতে হয় একাজ। লাগছে না বাড়তি ফাইন। কারণ গত 30 জুন, 2023 তারিখ ছিল এই লিঙ্ক করার শেষ তারিখ। এবারে আর সময়সীমা বাড়ানো হয় নি। তবে সর্বশেষ একটি ট্যুইট করে জানিয়েছে আয়কর বিভাগ।
উপসংহার
আয়কর দপ্তরের নির্দেশে এই প্যান আধার লিঙ্ক না করে থাকলে দ্রুত একাজ করে ফেলতে হবে। নাহলে বিভিন্ন ধরণের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। এছাড়া এরপরেও এই লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলেও সেক্ষেত্রে ফাইন হিসেবে টাকা বাড়ানো হলে আরও সমস্যায় পড়তে হবে। এই ধরণের বিভিন্ন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আর সকলের কাছে এই খবর পৌঁছে দিতে একটি শেয়ার করে আমাদের পাশে থাকুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
আরও পড়ুন,
এমাসে মোট 13 দিন বন্ধ থাকছে ব্যাংক, কবে কবে দেখুন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন