Ration Bandh: বন্ধ হল বিনামূল্যে রেশন! কবে খুলবে ঠিক নেই

নিজস্ব প্রতিবেদনঃ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন বছর। নতুন বছরে যখন বিভিন্ন স্থানে সাধারণ মানুষরা নানাভাবে আনন্দের মেতে আছেন, ঠিক সেই সময় রেশন ব্যবস্থার উপর নির্ভর করে দিন কাটানো মানুষ হলে জীবনে নেমে এলো চরম দুর্ভোগ। নতুন বছরের শুরু থেকেই অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট(Ration Bandh) শুরু করলেন রেশন ডিলাররা।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন দেশজুড়ে এই রেশন ধর্মঘটের(Ration Bandh) ডাক দিয়েছে। আমাদের রাজ্যেই মোট ১৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। জানা গেছে এই ধর্মঘটের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলাররা সমাবেশে অংশগ্রহণ করবেন।

এই দিন সংসদ ভবন অভিযানে যাবেন তারা। সেখানে গিয়ে তাদের বিভিন্ন দাবিদাওয়া সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন তারা। এই ধর্মঘটের(Ration Bandh) জেরে দেশের ৫ লাখের বেশি রেশন দোকান বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে আশঙ্কায় দিন গুনছেন সাধারণ মানুষরা।

যদিও রেশন ডিলাররা বলছেন দেশে ১৪০ কোটি মানুষের মধ্যে ৮০ কোটি মানুষ রেশনের আওতায় আছেন। বাকি ৬০ কোটি মানুষ রেশনের আওতার বাইরে। ডিলার দের কথায় ৮০ কোটি মানুষের সাময়িক সমস্যা হলেও আসলে তাদের লাভের জন্যই এই লড়াই। রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ নিয়ে এই আন্দোলনও ধর্মঘট(Ration Bandh) শুরু করেছেন রেশন ডিলাররা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও জানতে দেখুন, গ্যাসের ভর্তুকি পেতে অনলাইন KYC করার শেষ তারিখ নিয়ে জরুরী আপডেট! দেখুন

রেশন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন “হতাশা এবং অনটনের ফলে আজ রেশন ডিলাররা অস্তাচলে। কেন্দ্রীয় সরকার আমাদের দীর্ঘদিনের দাবিগুলি না মানার কারণে এবং সেগুলির দায় রাজ্য সরকারগুলির উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেশন বনধে্র(Ration Bandh) সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

” সেই সঙ্গে বিশ্বম্ভর বসু আরো জানিয়েছেন যতদিন পর্যন্ত রেশন ডিলারদের মাসিক ন্যূনতম ৫০ হাজার টাকা করা হচ্ছে ততদিন পর্যন্ত তারা বাড়তি কোনো খরচের দায়িত্ব নিতে পারবেন না। তারা আবার অভিযোগ জানিয়েছেন রাজ্যে পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদারদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। তার প্রতিবাদে সম্প্রতি ধর্মতলায় খাদ্য ভবনের দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচিও তারা পালন করেন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল