নিজস্ব প্রতিবেদনঃ মার্কেটে মোবাইল প্রেমীদের জন্য চলে এল রিয়েলমি (Realme 12 Pro Plus) -এর এই ১২ প্রো প্লাস মোবাইল! ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারী পাওয়ার, প্রসেসর, মেমোরী কোথায় রয়েছে কোন চমক! চলুন আজকের এই ব্লগে ফিচার্স গুলি জেনে নেয়া যাক।
Realme 12 Pro Plus Features and Review
এই মোবাইল (Realme 12 Pro Plus) এর বক্স খুলতেই চোখ পড়লো একটি কথা, “Make It Real” – তার মানে ক্যামেরার কথা বলা হয়েছে। বক্সে থাকছে একটি সুন্দর ট্রান্সপারেন্ট ব্যাক কভার। সাথেই থাকবে সিম টুল, কিছু পেপারস আর স্টিকার। সাথে আরও থাকছে চার্জার কেবল (A to C Cable) এবং একটি দমদার চার্জার (67W Supervooc Charger)। এবারে আসা যাক মোবাইলের রিভিউ এর দিকে।
মোবাইলের ডান দিকে রয়েছে ভলিউম রক বাটন আর পাওয়ার বাটন। মোবাইলের নিচের দিকে রয়েছে সিম স্লট, চার্জিং পোর্ট, স্পিকার যা ডলবি সাউন্ড আর স্টিরিও সাউন্ড সাপোর্ট করে। এবারে ক্যামেরার ডিজাইনে রয়েছে আইকনিক রোলেক্স ঘড়ির মতোই ডিজাইন। ক্যামেরার সাথেই রয়েছে একটি লম্বা জুব্লি ব্যান্ড। ক্যামেরার মধ্যে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এবারে আরও বিস্তারিত জেনে নেয়া যাক।
স্ক্রিন রয়েছে সম্পূর্ণ এইচ ডি ফিচার্সের সাথেই। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যা ১০৮০*২৪১২ পিক্সেল রিজোলিউশন এর সাথে (Ratio 20:9// 394 ppi Density)। রয়েছে সেলফি ক্যামেরাও। ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে এই মোবাইলে। ক্যামেরার বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল।
ওপরের দিকে ২টি ক্যামেরার মধ্যে একটি হচ্ছে ৫০ মেগাপিক্সেল (Sony IMX 890 Sensor- DIS f/1.8 to f/1.56″) এর দুর্দান্ত সোনি সেন্সর দেয়া ক্যামেরা। এর পাশেই রয়েছে আরও একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা (8MP Ultra wide Camera – f/2.2 – 16mm)। বাকি আরও ক্যামেরার বিষয়ে জেনে নেয়া যাক।
ক্যামেরা ডায়ালের নিচের দিকে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেল এর টেলিফটো ক্যামেরা (64MP Telephoto Camera – 3X Optical Zoom- DIS- f/2.0″)। এর সাথে রয়েছে ‘6X’ পেরিস্কোপ ইন্সেন্সর জুম। ক্যামেরার মাঝে লেখা রয়েছে ‘120X’ ক্যামেরা। এবারে জেনে নেয়া যাক সেলফি ক্যামেরা এর বিষয়ে।
সেলফি ক্যামেরা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কারণ মোবাইলে সেলফি তোলার বিষয়টি বেশ জনপ্রিয়। এই মোবাইলে থাকছে ৩২ মেগাপিক্সেল এর একটি দুর্দান্ত সোনি সেন্সরযুক্ত সেলফি ক্যামেরা (f/2.5- 22mm {wide} – 1080p- 30fps)। এর সাথেই কিছু কিছু অসাধারণ পোর্ট্রেট ফিচার্স যুক্ত করাও রয়েছে এর সাথে। এবারে বাকি ফিচার্স গুলি জেনে নেয়া যাক।
প্রসেসর হিসেবে এই মোবাইলে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর (7S GEN2 Snapdragon Processor)। আর র্যাম রয়েছে ৮ জিবি এবং ১২ জিবি এর (8GB LPDDR5 and 12GB LPDDR5)। ব্যাটারী রয়েছে ৫ হাজার এম এ এইচ (5000mAh Battery) এর। ৬৭ ওয়াট এর স্টিরিও স্পিকার এর সাউন্ড এর আনন্দ উপভোগ করা যাবে।
আরও দেখুন, মাত্র ২ হাজার দিয়েই ব্যাটারী চালিত সাইকেল! চলবে একটানা ১৫০ কিলোমিটার
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন