নিজস্ব প্রতিবেদনঃ কড়া সতর্কবাতা এল সুপ্রিম কোর্টের তরফে। সতর্ক করা হলো হোয়াটসঅ্যাপ ইউজারদের (SC on WhatsApp)। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আপনার নম্বর ব্যবহার করতে পারে অপর জন। এতে বিপদের মুখে পড়তে পারেন ইউজার। দিন দিন ডিজিটাল হচ্ছে মানুষ। মুঠোফোনে বন্দি হচ্ছে মানুষের ব্যক্তিগত তথ্য থেকে দিনযাপনের প্রণালী। অ্যাপ্লিকেশন ছাড়া কার্যতই অচল জীবন যাপন। আর সমস্ত স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মধ্যে সর্বাধিক ব্যবহৃত অ্যাপের তালিকায় প্রথম দিকেই রয়েছে ‘হোয়াটসঅ্যাপের’ নাম।
SC on WhatsApp – সতর্ক হতে হবে এখুনি
যে কোনো বয়সের মানুষের কাছে নির্ভরযোগ্য অ্যাপ হোয়াটসঅ্যাপ। তবে এবার এই হোয়াটসঅ্যাপেই ধরা দিল নয়া বিপদ। হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য বড়সড় সতর্কবার্তা জারি করল শীর্ষ আদালত। গ্রাহকরা যাতে বিপদে না পড়েন, তার জন্য এই আগাম সতর্কতা অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণত অনেক সময়েই দেখা যায় একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী একটি নম্বর দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলেও পরবর্তীতে ব্যক্তিগত কারণে সেই নম্বর পরিবর্তন করেন।
আবার অনেক ব্যবহারকারী রয়েছেন যাঁরা ইতোমধ্যে নম্বর বদলের সিদ্ধান্ত নিয়েছেন। এই সকল ইউজারদের জন্যই সতর্কবাণী শীর্ষ আদালতের। সূত্রের খবর, দেশের বেশ কিছু মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে, যে সকল গ্রাহকদের ফোন নম্বর নব্বই দিন বন্ধ, সেই সমস্ত নম্বরগুলি অন্য গ্রাহককে দিতে পারে কোম্পানি। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছে রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-এর মতো কোম্পানি গুলি। বর্তমানে এই তিনটি কোম্পানির ইউজার সংখ্যা সর্বাধিক।
৯০ দিন বন্ধ থাকা গ্রাহকদের নিষ্ক্রিয় নম্বরগুলি যদি নির্দিষ্ট সময়ের পর ফের চালু করা হয়, তবে একজন ব্যবহারকারীর বন্ধ হয়ে থাকা হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করতে পারবেন নতুনজন। যা পূর্ব গ্রাহকের পক্ষে অবশ্যই চিন্তার বিষয়। এদিকে, মোবাইল ফোন পরিষেবা দেওয়া কোম্পানিগুলির এহেন সিদ্ধান্তে মামলা ওঠে সুপ্রিম কোর্টে। ‘গ্রাহকদের নব্বই দিন বন্ধ থাকা নিষ্ক্রিয় নম্বরগুলি অন্য ব্যক্তিকে দিতে পারে কোম্পানি’-এই সংক্রান্ত মামলায় আইনজীবী রাজেশ্বরী শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও এসভিএন ভাট্টির বেঞ্চে আবেদন করেন।
তবে সুপ্রিম কোর্ট সে আবেদন খারিজ করে দেয়। শীর্ষ আদালতের তরফে এরপর জানানো হয়, নিজস্ব তথ্যের গোপনীয়তা রক্ষার তাগিদ নির্ভর করছে প্রাক্তন গ্রাহকের উপরেই। সেক্ষেত্রে, গ্রাহক তাঁর আগের ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকা হোয়াটসঅ্যাপ নম্বরটি মুছে ফেলতে পারেন ও স্থানীয় ডিভাইস মেমরি/ক্লাউড অথবা ড্রাইভে সংরক্ষিত হোয়াটসঅ্যাপ ডেটা মুছে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে পারেন। তাই নম্বর বদলের আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে গ্রাহককেই। সতর্ক হতে হবে ব্যক্তিগত ডেটার অপব্যবহার রোধে। এহেন বার্তা এল সুপ্রিম কোর্টের তরফে।
Written by Joyeeta Mukherjee.
আরও পড়ুন, গুগল পে গেম খেলেই জিতে নিন 650 টাকা! ইউজারদের জন্য দিলখুশ অফার দিচ্ছে GPay
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন