নিজস্ব প্রতিবেদনঃ রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য নয়া আপডেট! গতবারের মতো এবারেও এপ্রিলের শুরুতেই আবহাওয়া যেন চরমভাবাপন্ন। এই কারণেই খুব দ্রুত সিদ্ধান্ত নিল রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর। ছুটির লিস্ট অনুসারে মে মাসে শুরু হবার কথা ছিল গরমের ছুটি (Summer Vacation)। কিন্তু বিশেষ পরিস্থিতিতে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নেয়া যাক।
Summer Vacation 2024 for Schools in WB
রাজ্যের পড়ুয়াদের জন্য বড় খবর! বাড়ছে গরমের ছুটি! চৈত্র মাসের তীব্র গরমে আপাতত রাজ্যবাসী নাজেহাল অবস্থা। আর এই গরমের আবহেই দেশ জুড়ে চলছে আসন্ন লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি পর্ব। লোকসভা নির্বাচনের কারণে ইতিমধ্যে এ রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আর এই সমস্ত কিছুর মধ্যেই বৃদ্ধি করা হলো রাজ্যের স্কুলগুলির গরমের ছুটির সময়সীমা। প্রতি বছরের মতো এ বছরেও স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে গরমের ছুটির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ৯ মে থেকে ২০ মে। এই সময়সীমা তাই এবার আনা হলো বদল।
ভোটের কারণে রাজ্যে গরমের ছুটির সময়সীমা বৃদ্ধি করে ৬ মে থেকে গরমের ছুটি শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের সব স্কুল গুলিতে ৬ মে থেকে গরমের ছুটি শুরু হবে এবং তা চলবে ২ জুন পর্যন্ত। রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ক্ষেত্রেই মানা হবে এই নিয়ম। যদিও ৩ জুন অর্থাৎ সোমবার রাজ্য স্কুলগুলিতে ক্লাস হওয়ার পর ৪ জুন স্কুলগুলি আবার বন্ধ থাকবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যেহেতু ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, ফলে এই দিনও ছুটি থাকতে পারে বলেই আশা করা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচন সম্পন্ন হবে মোট সাত দফায়। এ রাজ্যে বিভিন্ন স্থানে সাত দফায় চলবে নির্বাচনী প্রক্রিয়া। ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন এই সাত দফায় রাজ্যের ৪২টি লোকসভা আসনে নির্বাচন হবে। এছাড়াও আগামী ৭ মে ভগবানগোলা ও ১ জুন বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হবে। দেখে নিন এই রাজ্যে কোন কোন দিন কোন কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
১) ১৯ এপ্রিল:- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হবে প্রথম দফার নির্বাচন।
২) ২৬ এপ্রিল:- দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
৩) ৭ মে:- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ এ হবে তৃতীয় দফার নির্বাচন।
আরও দেখুন, গরমের ছুটিতে নয়া সিদ্ধান্ত! দেখুন
৪) ১৩ মে:- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম অঞ্চলে হবে চতুর্থ দফার নির্বাচন।
৫) ২০ মে:- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগে হবে পঞ্চম দফার নির্বাচন।
৬) ২৫ মে:- তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়্গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর কেন্দ্রে ষষ্ঠ দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
৭) ১ জুন:- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রে শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচন প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন