এফডি ইন্টারেস্ট রেট মিলছে ৯ শতাংশ! এই ৬ ব্যাঙ্কে মিলছে দারুণ সুদের বাম্পার রিটার্ন, দেখুন।

বহু ব্যাঙ্ক আছে যারা দিন দিন কমাতে বাধ্য হচ্ছে এফডি ইন্টারেস্ট রেট! তবে এবারে ফাটাফাটি সুদের হার অফার করছে দেশের ৬ টি জনপ্রিয় ব্যাঙ্ক। জানলে অবাক হতেই হবে, কারণ সেখানে মিলছে সর্বোচ্চ ৯ শতাংশ হারে সুদ। তবে কোন ব্যাঙ্কের ক্ষেত্রে কীভাবে টাকা জমা করবেন, কত টাকা কত দিনের জন্য স্থায়ী আমানত করলে মিলবে কত সুদ, একে একে দেখে নিন।

এই সকল ব্যাঙ্ক দিচ্ছে দারুণ এফডি ইন্টারেস্ট রেট!

সেপ্টেম্বরে এফডি ইন্টারেস্ট রেট সংক্রান্ত দারুণ সুখবর! এই সকল ব্যাঙ্কে স্থায়ী আমানত করলেই মিলবে সব থেকে বেশি সুদের হার। এ ২০২৩ সালের গত মে মাস থেকেই বেশ কিছু ব্যাঙ্ক তাদের এফডি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছিল। তবে তা সত্ত্বেও নামী পাবলিক সেক্টর ব্যাঙ্ক থেকে শুরু করে প্রাইভেট ব্যাঙ্ক গুলি দিতে পারেনি ৯ শতাংশ হারে  সুদ। সেই জায়গায় দাঁড়িয়ে এই সকল ব্যাঙ্কে টাকা রাখলে মিলবে বাড়তি সুবিধা। আর এই সকল কারণেই দেশের প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে মিলছে ৯ শতাংশ হারে সুদ।

ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্কের এফডি ইন্টারেস্ট রেট

এই ব্যাঙ্কের ক্ষেত্রে স্থায়ী আমানতে মিলছে ৯.১১ শতাংশ হারে সুদ। আর সাধারণ জনগণের জন্য বিভিন্ন মেয়াদের ওপরে মিলছে ৩ শতাংশ থেকে শুরু করে ৮.৫১ শতাংশ হারে সুদ। ১০০০ দিনের Fixed Deposit এর ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য মিলবে ৩.৬ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৯.১১ শতাংশ হারে সুদের হার।

ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এফডি ইন্টারেস্ট রেট

এক্ষেত্রে সাধারণ জনগণের জন্য মিলছে ৯ শতাংশ হারে সুদ। আর অপর দিকে প্রবীণ নাগরিকদের জন্য তো রয়েছে বাম্পার Interest Rate! সেক্ষেত্রে তাদের অফার করা হচ্ছে ৯.৫ শতাংশ হারে সুদ। সেক্ষেত্রে মেয়াদী জমার সময়সীমা হচ্ছে ১০০১ দিন। এছাড়াও ৫০১ দিনের মেয়াদী জমার ক্ষেত্রে মিলছে ৯.২৫ শতাংশ হারে সুদের হার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জন স্মল ফিন্যান্স ব্যাঙ্কের এফডি ইন্টারেস্ট রেট

এই ব্যাঙ্কের ক্ষেত্রে এফডি ইন্টারেস্ট রেট হিসেবে ৪.২৫ শতাংশ থেকে শুরু করে ৯ শতাংশ পর্যন্ত মিলছে দারুণ সুদের হার। এক্ষেত্রে ৪৯৯ দিনের মেয়াদী আমানতের ক্ষেত্রে মিলবে এই সুদের হার।

সুর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কের এফডি ইন্টারেস্ট রেট

এখানে মিলবে ৯.৬ শতাংশ হারে সর্বোচ্চ FD Interest Rate! অবাক হবার কিছু নেই। কারণ এই ব্যাঙ্ক ৯৯৯ দিনের মেয়াদী আমানতের ক্ষেত্রে ৯.৫ শতাংশ হারে সুদের হার অফার করে থাকে।

ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্কের এফডি ইন্টারেস্ট রেট

এই ব্যাঙ্কের সুদের হার ওপরের ব্যাঙ্ক গুলির তুলনায় অনেকটাই কম বলা চলে। কারণ এক্ষেত্রে প্রবীন নাগরিকদের ক্ষেত্রে ৮৮৮ দিনের Fixed Deposit এর ক্ষেত্রে ৯ শতাংশ হারে সিদ দিয়ে থাকে। আর অপর দিকে সাধরণ নাগরিকদের জন্য এই সুদের হার সামান্য কম হয়। সেক্ষেত্রে মিলছে ৮.৫ শতাংশ হারে বিশেষ সুদের হার।

ESAF স্মল ফিন্যান্স ব্যাঙ্কের এফডি ইন্টারেস্ট রেট

সবার শেষে যে ব্যাঙ্কের কথা আলোচনা করা হবে, সেটি হচ্ছে এই ESAF স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের ক্ষেত্রে Fixed Deposit Rate হিসেবে মিলছে ২ বছর থেকে শুরু করে ৩ বছরের মধ্যের মেয়াদে করা স্থায়ী আমানতের ক্ষেত্রে ৯ শতাংশ হারে সুদের হার। অপর দিকে সাধারণ মানুষের জন্য তা ০.৫% কম হয়ে থাকে। এই সকল ব্যাঙ্কগুলিতে স্থায়ী আমানত করার ক্ষেত্রে ব্যাঙ্কের কর্তৃপক্ষ এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আমানত করার আগে সমস্ত বিষয়ে খুব ভালো করে জেনে নেবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উপসংহার

পরিশেষে বলা যায়, সাধারণ ব্যাঙ্কের তুলনায় এই সকল Small Finance Bank -এ Fixed Deposit করলে বাড়তি সুদের হার মেলে। বিভিন্ন আর্থিক সুবিধার টিপস এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

Casual Leave হিসেবে বছরে ১৪ টি CL কারা পাবেন না! অর্ডার দেখুন।

আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল