ভারতে 1986 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কেন্দ্রীয় সরকার জওহর নবোদয় বিদ্যালয় এর সূচনা করে। সারা দেশের মোট 27-টি রাজ্য এবং 8-টি কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে Jawahar Navodaya Vidyalaya চালু রয়েছে। নবোদয় বিদ্যালয় সমিতি নামক স্বয়ংশাসিত সংস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই বিদ্যালয় গুলির সম্পূর্ণ খরচ বহন করে থাকে।
জওহর নবোদয় বিদ্যালয়ের নির্বাচন (JNVST) পরীক্ষার পর সফল ছাত্র-ছাত্রীদের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা এবং তারপর থেকে গণিত ও বিজ্ঞানের শিক্ষাদান ইংরাজীতে হবে এবং সমাজ বিজ্ঞান বিষয় গুলির মাধ্যম হবে হিন্দী। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কেন্দ্রীয় শিক্ষা পর্ষদের অধীনে।
Jawahar Navodaya Vidyalaya এর সম্পূর্ণ ব্যবস্থা আবাসিক। সুতরাং নবোদয় বিদ্যালয়ে থাকা, খাওয়া থেকে শুরু করে ইউনিফর্ম সহ বিনামূল্যে শিক্ষাদান করা হয়। শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রদের জন্য মাসে নূন্যতম 600 টাকা ফি নেওয়া হয়। অবশ্য ছাত্রীরা এবং তফশীলি জাতি (SC)/ উপজাতি (ST)/ শারীরিক প্রতিবন্ধী (PH) এবং দারিদ্র্য সীমার নিচে (BPL) থাকা ছাত্রদের কোন রকম ফি দিতে হবে না।
যে সকল শিক্ষার্থীর অভিভাবক সরকারী চাকরী করেন এবং সন্তানের পঠন-পাঠনের ভাতা পান (CEA) তাদের ক্ষেত্রে মাসিক ফি ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ বিকাশ নিধি (Vikas Nidhi) 1500 টাকা অথবা তার থেকে যে কম ভাতা তিনি পান তা দিতে হবে। কিন্তু কোন ক্ষেত্রেই তা 600 টাকার নিচে হবে না।
নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য
(i) সারা দেশের গ্রামীণ এলাকা থেকে Jawahar Navodaya Vidyalaya এর মাধ্যমে উচ্চ প্রতিভা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের বিশেষ গুরুত্ব প্রদান করা, সমাজের বিভিন্ন উন্নতি মূলক কাজ সহ উচ্চমানের শিক্ষাদান করা।
(ii) দেশের মোট তিনটি ভাষায় ছাত্র-ছাত্রীদের দক্ষ করে তোলা।
(iii) হিন্দী ভাষী ও অহিন্দী ভাষী রাজ্যের মধ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে মনের ভাব আদান-প্রদানের মাধ্যমে জাতীয় সংহতির বিকাশ ঘটানো।
(iv) পড়ুয়াদের মাঝে শিক্ষার বিস্তারের পাশাপাশি শারীরিক শিক্ষা, ব্যায়াম থেকে শুরু করে বিভিন্ন ইন্ডোর এবং আউটডোর খেলাধূলার পরিচয় ঘটানো।
(V) Jawahar Navodaya Vidyalaya -এর পঠন পাঠনের পাশাপাশি প্রত্যেককে সমাজের নানা স্তরের সাথে মানানসই করে গড়ে তোলা।
নবোদয় বিদ্যালয়ের পরিকল্পনা অনুসারে এটাই বিশেষ উদ্দেশ্য ছিল যে সারা দেশের প্রতিটি রাজ্যে এটি থাকবে। এর সাথে সাথে ক্রমপর্যায়ে প্রতিটি জেলাতে একটি করে বিদ্যালয় স্থাপন করা। বর্তমানে সারা দেশে 27-টি রাজ্যে ও 8-টি কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে সর্বমোট 649 টি নবোদয় বিদ্যালয়। এগুলির মধ্যে 649 টি বর্তমানে কার্যকর অবস্থায় চলছে। সারা দেশের বিভিন্ন রাজ্যে Jawahar Navodaya Vidyalaya -গুলির বর্তমান তালিকা নিচে দেওয়া হলো।
অন্ধ্রপ্রদেশ | 13+02** |
আসাম | 26+01** |
অরুণাচল প্রদেশ | 17 |
কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ | 03 |
তেলেঙ্গানা | 09 |
বিহার | 38+01** |
চন্ডীগড় (UT) | 01 |
ছত্তিশগড় | 27+1** |
দিল্লী (UT) | 02 |
কেন্দ্রশাসিত দমন ও দিউ, দাদর ও নগর হাবেলী (UT) | 03 |
কেন্দ্রশাসিত লাদাখ | 02 |
গোয়া | 02 |
গুজরাট | 33+01** |
হরিয়ানা | 21 |
হিমাচল প্রদেশ | 12 |
জম্মু ও কাশ্মীর (UT) | 19+01** |
ঝাড়খন্ড | 24+02 |
কর্নাটক | 30+01** |
কেরালা | 14 |
লাক্ষাদ্বীপ (UT) | 01 |
পাঞ্জাব | 22+01** |
মহারাষ্ট্র | 33+01** |
মণিপুর | 09+02** |
মেঘালয় | 11+01** |
মিজোরাম | 08 |
নাগাল্যান্ড | 11 |
ওড়িষ্যা | 30+01** |
মধ্যপ্রদেশ | 51+02**+01* |
পন্ডিচেরী (UT) | 04 |
রাজস্থান | 33+02** |
সিকিম | 04 |
ত্রিপুরা | 08 |
উত্তর প্রদেশ | 75+01** |
উত্তরাখন্ড | 13 |
পশ্চিমবঙ্গ | 17+01** |
ষষ্ঠ শ্রেণীতে ভর্তির পরীক্ষার দিনক্ষণ
এবারে যে সকল পরিক্ষার্থীরা আবেদন জমা করেছেন, তাদের 2024-2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নির্বাচন পরীক্ষা সমগ্র ভারতে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এই Jawahar Navodaya Vidyalaya -এর পরীক্ষা হবে আগামী 20 জানুয়ারী, 2024 (শনিবার)। আর পরীক্ষা শুরুর সময় সকাল 11:30 টায়। তাই সঠিক সময়ে সকলের নির্ধারিত পরীক্ষার সেন্টারে উপস্থিত হতেই হবে।
কীভাবে পাবেন এই পরীক্ষার অ্যাডমিট কার্ড!
যারা যারা Jawahar Navodaya Vidyalaya –এর ভর্তির জন্য আবেদন করেছেন তাদের প্রবেশ পত্র তথা Admit Card পরীক্ষার আগেই নির্দিষ্ট তারিখে দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে নির্ধারিত Website থেকে ডাউনলোড করে নিতে হবে। সরাসরি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হল। ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানেই। নির্বাচন পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ পত্র (Admit Card) ডাউনলোড করতে পারবে। আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট।
পরীক্ষার ফলাফল জানার পদ্ধতিঃ-
Jawahar Navodaya Vidyalaya -এর নির্বাচন পরীক্ষা- 2024 এর ফলাফল প্রকাশিত হবে কবে! পরীক্ষার পর ওয়েবসাইটে খবর রাখতে হবে। খুব সম্ভবত মার্চ-এপ্রিল মাস নাগাদ প্রতি বছর এই ফলাফল প্রকাশিত হয়ে থাকে। আপনারা নিম্নোক্ত অফিস গুলিতে এই Jawahar Navodaya Vidyalaya –তে ভর্তি পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন।
এর জন্য –
1. জওহর নবোদয় বিদ্যালয়,
2. জেলা শিক্ষা আধিকারিক,
3. জেলা শাসক,
4. উপ-অধিকর্তা,
5. নবোদয় বিদ্যালয় সমিতির আঞ্চলিক কার্যালয়,
6. নির্বাচিত প্রার্থীকে জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ রেজিষ্টি চিঠি বা বৈধ মোবাইলে SMS এর দ্বারা জানাতে পারেন।এছাড়াও ফলাফল সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার্থীরা সমিতির Admission Portal এ এই ফলাফল দেখতে পারবে।
(i) Jawahar Navodaya Vidyalaya -এর Admission Test -এ উত্তীর্ন হলেই কোন প্রার্থী সরাসরি জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না। পরীক্ষায় উত্তীর্ন প্রার্থী নবোদয় বিদ্যালয় সমিতির দ্বারা নির্ধারিত বয়ানে সমস্ত সাটিফিকেট দাখিল করার পরই তাকে ভর্তি করা হবে। পরীক্ষার্থীদের বলা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় দ্বারা ভর্তির সমস্ত কাগজ-পত্র বৈধ বলে ঘোষণা করার পরেই তারা যেন তাদের পাঠরত বিদ্যালয়ে টিসির জন্য আবেদন করে। অন্যথায় সমস্যায় পড়তে পারে।
(ii) কোন মতানৈক্য বা বিতর্কের ব্যাপারে নবোদয় বিদ্যালয় সমিতির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং পরীক্ষার্থী তা মানতে বাধ্য থাকবে।(iii) Jawahar Navodaya Vidyalaya -এর পরীক্ষায় সফল বা অসফল কোন পরীক্ষার্থীকেই পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর জানানো হবে না।
(iv) নির্বাচন পরীক্ষার ফলাফলের কোনো পূর্ণমূল্যায়ন হবে না। যেহেতু যথেষ্ট দায়িত্ব ও যত্ন সহকারে কম্পিউটার দ্বারা পরীক্ষার ফলাফল নির্ধারন করা হয়, প্রাপ্ত নম্বরের যোগফল মিলিয়ে দেখার কোন অনুরোধ ও গ্রাহ্য হবে না।
(v) প্রার্থী ও তার বাবা-মা বা অভিভাবকের জন্য দরকার যে Jawahar Navodaya Vidyalaya নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন নবম শ্রেণীতে উঠবে তখন তাদের অহিন্দী ভাষী অঞ্চল থেকে হিন্দী ভাষী অঞ্চলে পাঠানো হতে পারে।নবোদয় বিদ্যালয়ে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। যদি কোন ছাত্র-ছাত্রী স্থান পরিবর্তনে অসম্মতি প্রকাশ করে তাহলে তারা Jawahar Navodaya Vidyalaya -থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে না।
(vi) প্রার্থী ও অভিভাবকের জানা দরকার যে জেলায় প্রার্থী পঞ্চম শ্রেণীতে পড়ছে সেই জেলাতেই নির্বাচন পরীক্ষার জন্য আবেদন করতে হবে এবং যে জেলায় নির্বাচন পরীক্ষায় উত্তীর্ন হয়েছে সেই জেলার নবোদয় বিদ্যালয়েই ভর্তি হতে হবে। উত্তীর্ন প্রার্থীকে অন্য্ কোন জওহর নবোদয় বিদ্যালয়ে নেওয়া হবে না এবং স্থানান্তরের কারণে ছাত্র/ছাত্রীরা অন্য জওহর নবোদয় বিদ্যালয়ে স্থানান্তরের কোন প্রকার অনুরোধ গ্রহণ করা হবে না। এ ব্যাপারে জওহর নবোদয় বিদ্যালয় সিদ্ধান্ত নেওয়ার অধিকারী।
(vii) তফশীলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময়ে তাদের প্রমাণ পত্র দাখিল করতে হবে। উপযুক্ত আধিকারিক থেকে এই সব প্রমাণ পত্র সংগ্রহ করে দাখিল করতে হবে। 2024-2025 শিক্ষাবর্ষে তফশীলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময়ে তাদের প্রমাণ পত্র দাখিল করতে হবে।
(viii) গ্রামীণ এলাকায় উত্তীর্ন প্রার্থীকে ভর্তির সময়ে এই প্রমাণ পত্র জমা করতে হবে, যে বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে পড়াশুনো করেছে সেটি গ্রামে অবস্থিত।
(ix) Jawahar Navodaya Vidyalaya ভর্তির ক্ষেত্রে যারা প্রতিবন্দ্বী (শারীরিক, দৃষ্টিহীন, বধির) ভর্তির জন্য নির্বাচিত হলে তাদের নিজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারা প্রতিবন্দ্বী প্রমাণ পত্র সংগ্রহ করে ভর্তির সময়ে দাখিল করতে হবে।
(x) যারা অন্য লিঙ্গের প্রার্থী, তারা যে জেলায় পঞ্চম শ্রেণীতে পড়াশুনো করেছে সেখান থেকেই আবেদন করবে। Jawahar Navodaya Vidyalaya -এর পরীক্ষায় উত্তীর্ন প্রার্থী তার লিঙ্গের সপক্ষে রাজ্যসরকার দ্বারা প্রদত্ত সংশাপত্র জমা করবে। অন্য লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আলাদা কোন সংরক্ষণ নেই। অপেক্ষা তালিকা (Waiting List) প্রকাশসহ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষ হবে 31শে ডিসেম্বর 2024, NVS এর অধিকার প্রয়োজনে সংশোধন করতে পারেন।
ষষ্ঠ শ্রেণীতে ভর্তির যোগ্যতাঃ-
(a) পঞ্চম শ্রেণীতে পাঠরত প্রার্থীরা কোন জেলার জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য কেবল সেই জেলার প্রার্থীরাই নির্বাচিত হবে। জেলা ভাগ হয়ে গেলে নতুন জেলায় বিদ্যালয় স্থাপন না হওয়া পর্যন্ত আগের জেলায় আবেদন করতে পারবে।
(b) Jawahar Navodaya Vidyalaya -ভর্তিতে এবারের ক্ষেত্রে প্রার্থীর জন্ম তারিখ অবশ্যই 01.05.2012 সনের আগে অথবা 31.07.2014 এর পরে হবে না। তফশীলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত নির্বাচিত প্রার্থীদের জন্যও একই বয়সের নিয়ম প্রযোজ্য হবে। এক্ষেত্রে কোন রকমের ছাড় পাওয়া যাবে না। যদি প্রার্থীর বয়স সন্দেহযুক্ত হয়, তা হলে প্রার্থীকে বয়স নির্ধারনের জন্য মেডিক্যাল বোর্ডে পাঠানো হবে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতে হবে।
(c) আবেদনকারী প্রার্থী Jawahar Navodaya Vidyalaya –তে ভর্তির ক্ষেত্রে তার নিজের জেলাতে সরকারী, সরকারী সাহায্য প্রাপ্ত বা স্বীকৃত বিদ্যালয়ে অথবা সর্বশিক্ষা অভিযান পরিকল্পনার অধীনে থাকা বিদ্যালয়ে অথবা জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠানের (‘B’ যোগত্যার পাঠ্যক্রমের প্রশংসাপত্র প্রাপ্ত) পঞ্চম শ্রেণীতে বর্তমানে সম্পূর্ণ শিক্ষাবর্ষ পড়াশুনা করবে। সরকার অথবা সরকারের পক্ষে স্বীকৃত প্রাপ্ত অন্য কোন সংস্থার দ্বারা ঘোষিত বিদ্যালয় অনুমোদিত হিসাবে বিবেচিত হবে।সর্বশিক্ষা অভিযানের অধীনে থাকা বিদ্যালয় সরকার অথবা সরকারের স্বীকৃত সংস্থার দ্বারা সাহায্য প্রাপ্ত হতে হবে। NIOS এর অধীনে থাকা ‘B’ প্রশংসাপত্র পাওয়া ছাত্রদের বিদ্যালয় NIOS এর অনুমোদিত হতে হবে। প্রার্থীকে প্রতি শিক্ষাবর্ষে 31-শে জুলাই তারিখ এর আগে পঞ্চম শ্রেণী উত্তীর্ন হতে হবে। ভর্তির জন্য আগামী শিক্ষাবর্ষে জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য এই শর্ত অবশ্যই পালন করতে হবে।
(d) গ্রামীণ এলাকার জন্য প্রার্থীকে প্রচলিত প্রথার গ্রামাঞ্চলে অবস্থিত সরকারী /সরকারী সাহায্য প্রাপ্ত বা স্বীকৃত বিদ্যালয় থেকে নিরবিচ্ছিন্ন ভাবে পড়াশুনো করে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী পাশ করতে হবে এবং প্রতিটি শ্রেণীতে সম্পূর্ণ শিক্ষাবর্ষে পাঠ গ্রহণ করতে হবে।
(e) প্রতি বছর Jawahar Navodaya Vidyalaya -এর ভর্তির ক্ষেত্রে 15-ই সেপ্টেম্বর তারিখের পূর্বে সর্বশিক্ষা অভিযানের অধীনে পঞ্চম শ্রেণী উত্তীর্ন অথবা জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠানের অধীনে ‘B’ প্রশংসাপত্র প্রাপ্ত প্রার্থী নির্ধারিত বয়স সীমার মধ্যে হলে নির্বাচন পরীক্ষায় বসতে পারবে।
উক্ত প্রার্থীদের আবেদন পত্র জেলা শিক্ষা আধিকারিক অথবা DIOS দ্বারা সাব্যস্ত করা হবে।সর্বশিক্ষা অভিযান/ জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠানের প্রমাণিত কেন্দ্র/ প্রতিষ্ঠান থেকে আগত প্রার্থীদের যোগ্যতা উক্ত জেলার তহসিলদার/ জেলা শাসক দ্বারা প্রশংসাপত্র (যেখানে লেখা থাকবে-প্রার্থী গ্রামীণ এলাকায় 3-বছর ধরে বসবাস করছে) এর ভিত্তিতে বিবেচনা করা হবে। উপরোক্ত পরিকল্পনার অধীনে থাকা বা বিজ্ঞাপিত এলাকার প্রার্থীরা গ্রামীণ এলাকার জন্য বিবেচিত হবে না।
(f) জেলা বিভাজনের ক্ষেত্রে স্কুল না থাকা খন্ডের ছাত্ররা ছাত্ররা নতুন জেলায় স্কুল না হওয়া পর্যন্ত অবিভক্ত নবোদয় বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।(g) আবেদনের বছরে 15 সেপ্টেম্বরের আগে যদি কেউ পঞ্চম শ্রেণী ভর্ত্তি না হয় তাহলে সে আবেদন করতে পারবে না।
(h) কোন অবস্থাতেই কোন প্রার্থী দ্বিতীয় বার নির্বাচন পরীক্ষা দিতে পারবে না।
গ্রামীণ এলাকার পড়ুয়াদের সুবিধা
(ক) শতকরা 75 ভাগ আসন গ্রামীণ এলাকার ছেলে-মেয়েদের দ্বারা পূরণ করা হবে। বাকী আসন থাকবে জেলার শহরাঞ্চলের প্রার্থীদের জন্য।
(খ) গ্রামীণ এলাকার প্রার্থীকে গ্রামীণ এলাকার স্বীকৃত বিদ্যালয় থেকে নিরবিচ্ছিন্ন ভাবে পড়াশুনো করে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষায় পাশ করতে হবে। পঞ্চম শ্রেণীতে পাঠরত প্রার্থীকে পুরো শিক্ষাবর্ষ একই জেলায় পরতে হবে।
(গ) সর্বশিক্ষা অভিযান এবং জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠানের পরিকল্পনার অধীনে থাকা প্রার্থীদের জেলার তহসিলদার /জেলা শাসক/বিডিও থেকে গ্রামীণ মর্যদা প্রমাণপত্র দাখিল করতে হবে।
শহুরে এলাকার পড়ুয়াদের সুবিধা
কোন প্রার্থী যদি শহর এলাকাস্থিত কোনো বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে একদিনের জন্যও পড়াশুনা করে তাহলেও সে শহরাঞ্চলের হিসাবে বিবেচিত হবে। 2011 সালের জনগণনা বা সরকারি বিজ্ঞাপন দ্বারা শহর হিসাবে ঘোষিত এলাকা সমূহ শহরাঞ্চল হিসাবে বিবেচিত হবে।অন্যসমস্ত অঞ্চলকে গ্রামীণ বলে ধরা হবে। Jawahar Navodaya Vidyalaya -ভর্তিতে অন্য লিঙ্গের (Transgender) প্রার্থীদের জন্য আলাদা কোন সংরক্ষণ নেই। ছেলে-মেয়েদের জন্য শহর, গ্রামীণ, তফশীলি জাতি, উপজাতির যে সংরক্ষণ আছে তার মধ্যেই এই সকল প্রার্থী অন্তর্ভুক্ত হবে।
ভর্তিতে কাদের কত সংরক্ষণ
(ক) Jawahar Navodaya Vidyalaya এর ক্ষেত্রে কমপক্ষে শতকরা 75 ভাগ আসন গ্রামীণ এলাকার ছেলে-মেয়েদের দ্বারা পূরণ করা হবে। বাকী আসন থাকবে জেলার শহরাঞ্চলের প্রার্থীদের জন্য।
(খ) তফশীলি জাতি ও উপজাতির জন্য জেলার জনসংখ্যা অনুসারে আসন সংরক্ষিত, তবে তা সংরক্ষনের জাতীয় গড়ের (15% তফশীলি জাতি এবং 7.5 % তফশীলি উপজাতি) কম হবে না এবং তা উভয় সম্প্রদায় মিলে 50% পর্যন্ত হতে পারে। এই সংরক্ষণ সম্প্রদায়গুলির মধ্যে আন্ত-পরিবর্তনীয় এবং তা অসংরক্ষিত আসনে উত্তীর্ন হওয়া প্রার্থীকে ব্যতিরেকে।
(গ) অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের (OBC) ছাত্র-ছাত্রীদের জন্য 27 শতাংশ আসন সংরক্ষিত আছে। তফশীলি জাতি ও উপজাতি ছাত্র-ছাত্রীদের আসন সংরক্ষণ উপরে দেওয়া আছে। অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের আসন সংরক্ষন সময় অনুযায়ী কেন্দ্রীয় তালিকা অনুসারে হবে। যে সকল অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় তালিকায় নেই নেই তারা সাধারণ প্রার্থী হিসাবে আবেদন করবে।
(ঘ) মোট আসনের এক তৃতীয়াংশ মেয়েদের জন্য।
(ঙ) প্রতিবন্দ্বী (শারীরিক,দৃষ্টিহীন, বধির) শিশুদের জন্য 3% আসন সংরক্ষনের ব্যবস্থা আছে।নিম্নলিখিত কোন একটি হলে ব্যক্তি প্রতিবন্দ্বী বলে গণ্য হবে- শারীরিক প্রতিবন্ধী বা Physically Handicapped দের ক্ষেত্রে অঙ্গ সঞ্চালন বিকলাঙ্গতা মানে হাড়ের জোড় অথবা মাংসপেশীর জন্য অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া বাধাপ্রাপ্ত হওয়া অথবা যে কোন ধরনের সেরিব্রাল পলসি। মেডিক্যাল বোর্ড দ্বারা ধার্য কমপক্ষে 40 শতাংশ অক্ষমতা যুক্ত ব্যক্তি প্রতিবন্দ্বী হিসাবে বিবেচিত হবে।
Visually Impaired –দের ক্ষেত্রে,
(1) সম্পূর্ণ দৃষ্টিহীন হলে,
(2) শুদ্ধিকৃত লেন্সের সঙ্গে অপেক্ষাকৃত ভালো চোখের দৃষ্টি 6/60 (Visual aquity) অথবা 20/200 (Snellen),
(3) 20 ডিগ্রী কোণের সঙ্গে দৃষ্টির সীমাবদ্ধতা। Deaf Handicapped বা, বধির মানে অপেক্ষাকৃত ভালো কানে কথাবার্তা বলা দুরত্বে 60 ডেসিবেল অথবা তার বেশী তরঙ্গধ্বনী শুনতে না পাওয়া।
JNV –তে ভর্তির জন্য যে যে নথি রেডি রাখবেন
যে সকল প্রার্থী Jawahar Navodaya Vidyalaya -এর নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ন হবে তাদের অভিভাবকদের নিম্নোক্ত প্রমানপত্র ভর্তির সময় জমা দিতে হবেঃ-
(i) আবাসিক প্রমানপত্র নির্দিষ্ট বয়ানে।
(ii) জন্ম তারিখের প্রমানপত্র। যদি জন্ম তারিখ নিয়ে কোন সন্দেহ হয় তবে মেডিক্যাল বোর্ড গঠন হতে পারে। সেক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ধার্য হবে।
(iii) Jawahar Navodaya Vidyalaya -এর সমিতি দ্বারা নির্ধারিত প্রার্থীর যোগ্যতার অন্যান্য প্রমানপত্র।
(iv) গ্রামীণ এলাকার প্রার্থীদের ভর্তির সময় অভিভাবককে প্রার্থী যে প্রতিষ্ঠানে পাঠরত এবং যে স্থানে বসবাস করে উভয়ই গ্রামীণ মর্মে প্রমাণপত্র জমা দিতে হবে।
(v) নিজের আধার কার্ড।
(vi) অধ্যয়নের বিবরণ সংক্রান্ত স্কুলের প্রধান শিক্ষকের দেওয়া সার্টিফিকেট।
(vii) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
(viii) মাইগ্রেশন সার্টিফিকেট।
(ix) অক্ষমতা (HP) শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।
(x) ST / SC বিভাগ/ সম্প্রদায়ের শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।
(xi) কেন্দ্রীয় তালিকা অনুযায়ী বিভাগ/সম্প্রদায়ের OBC শংসাপত্র, যদি প্রযোজ্য হয় (ফর্ম্যাট সংযুক্ত)।
Note: নথি যাচাইয়ের পর, স্কুল থেকে T.C এবং সংশ্লিষ্ট JNV দ্বারা ভর্তির নিশ্চিতকরণ পাওয়ার পরে জেলা শিক্ষা DEO/BEO কর্তৃপক্ষের স্বাক্ষর (Counter Signature) করে জমা দিতে হবে।
রাজ্য ভিত্তিক পরীক্ষার ভাষার নিম্নরূপ:
1 | অন্ধ্রপ্রদেশ | হিন্দী, ইংরাজী, তেলেগু, মারাঠি, উর্দু, কন্নড় |
2 | আসাম | হিন্দী, ইংরাজী, অসমীয়া, বড়ো, গারো, বাংলা, মণিপুরি (বাংলা হরফ), মণিপুরি (মিতেই মায়েক) |
3 | অরুণাচল প্রদেশ | হিন্দী, ইংরাজী |
4 | আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ | হিন্দী, ইংরাজী, বাংলা, উর্দু, তামিল |
5 | বিহার | হিন্দী, ইংরাজী, উর্দু |
6 | চন্ডীগড় | হিন্দী, ইংরাজি, পাঞ্জাবী |
7 | ছত্তিশগড় | হিন্দী, ইংরাজী |
8 | দিল্লী | হিন্দী, ইংরাজী |
9 | দমন ও দিউ | হিন্দী, ইংরাজী, গুজরাটি |
10 | দাদর ও নগর হাবেলী | হিন্দী, ইংরাজী, গুজরাটি, মারাঠি |
11 | গোয়া | হিন্দী, ইংরাজী, মারাঠি, কন্নড় |
12 | গুজরাট | হিন্দী, ইংরাজী, গুজরাটি, মারাঠি |
13 | হরিয়ানা | হিন্দী, ইংরাজী |
14 | হিমাচল প্রদেশ | হিন্দী, ইংরাজী |
15 | জম্মু ও কাশ্মীর | হিন্দী, ইংরাজী, উর্দু |
16 | লাদাখ | হিন্দী, ইংরাজী, উর্দু |
17 | ঝাড়খন্ড | হিন্দী, ইংরাজী, উর্দু, ওড়িয়া |
18 | লাক্ষাদ্বীপ | হিন্দী, ইংরাজী, মালায়ালাম |
19 | মধ্যপ্রদেশ | হিন্দী, ইংরাজী,মারাঠি, উর্দু,গুজরাটি |
20 | কর্ণাটক | হিন্দী, ইংরাজী, তেলেগু, মারাঠি, উর্দু, কন্নড়,মালায়ালাম, তামিল |
21 | কেরালা | হিন্দী, ইংরাজী, মালায়ালাম, তামিল, কন্নড় |
22 | মহারাষ্ট্র | হিন্দী, ইংরাজী,মারাঠি, উর্দু,গুজরাটি,কন্নড়, তেলেগু |
23 | মণিপুর | হিন্দী, ইংরাজী,মণিপুরি (মিতাই মিয়াক) |
24 | মেঘালয় | হিন্দী, ইংরাজী,খাসি, গারো, বাংলা, অসমীয়া |
25 | মিজোরাম | হিন্দী, ইংরাজী,মিজো |
26 | নাগাল্যান্ড | হিন্দী, ইংরাজী |
27 | ওড়িষ্যা | হিন্দী, ইংরাজী,উর্দু, ওড়িয়া, তেলেগু |
28 | পাঞ্জাব | হিন্দী, ইংরাজী,পাঞ্জাবী |
29 | পন্ডিচেরী | হিন্দী, ইংরাজী,তামিল, তেলেগু, মালায়ালাম |
30 | রাজস্থান | হিন্দী, ইংরাজী |
31 | সিকিম | হিন্দী, ইংরাজী, নেপালি |
32 | ত্রিপুরা | হিন্দী, ইংরাজী, বাংলা |
33 | উত্তর প্রদেশ | হিন্দী, ইংরাজী, উর্দু |
34 | উত্তরাখন্ড | হিন্দী, ইংরাজী, উর্দু |
35 | পশ্চিমবঙ্গ | হিন্দী, ইংরাজী, উর্দু, নেপালি ,বাংলা |
36 | তেলেঙ্গানা | হিন্দী, ইংরাজী, উর্দু, কন্নড়, মারাঠি, তেলেগু |
পরীক্ষায় নম্বর ও সময়
অনুবিভাগ | প্রশ্নের সংখ্যা | নম্বর | সময় |
মানসিক যোগ্যতা পরীক্ষা | 40 | 50 | 60 মিনিট |
গণিত পরীক্ষা | 20 | 25 | 30 মিনিট |
ভাষা পরীক্ষা | 20 | 25 | 30 মিনিট |
মোট | 80 | 100 | 2 ঘন্টা |
উপসংহার
এই Jawahar Navodaya Vidyalaya -এর ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও জানতে দেখতে থাকুন। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে যুক্ত হতে নিচে ক্লিক করুন।
সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন