Train Block in Sealdah Division: রেল যাত্রীদের জন্য খারাপ খবর! টানা ২০ দিনের ট্রেন ব্লক, কোন রুটে কোনটি – দেখুন

নিজস্ব প্রতিবেদনঃ শিয়ালদহ শাখায় লক্ষ লক্ষ নিত্যযাত্রী, তাই ট্রেন চলাচল সঠিকভাবে না হলে (Train Block in Sealdah Division) ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না সাধারণ মানুষ। শিয়ালদহ শাখায় রেলপথে নিত্যযাত্রীদের জন্য রয়েছে একটি খারাপ খবর। কারণ এবারে একটানা ২০ দিনের জন্য ট্রেন ব্লক থাকতে চলেছে। করা হয়েছে একাধিক ট্রেন ব্লক। আবার অনেক ট্রেনের যাত্রাপথ সীমিত করে দেওয়া হয়েছে। আগে থেকে জেনে না রাখলে সমস্যা বাড়তে পারে।

Train Block in Sealdah Division Railway

কবে থেকে কবে থাকবে এই ট্রেন ব্লক?
শিয়ালদহ শাখায় আগামী ১৮ এপ্রিল তারিখ থেকে শুরু করে ৭ মে তারিখ পর্যন্ত থাকবে শিয়ালদহ রুটে এই ট্রেন ব্লক। এই ২০ দিনে সব মিলিয়ে মোট ৪৮০ ঘন্টার জন্য করা হবে এই ট্রেন ব্লক। এর ফলে নিত্যযাত্রীদের সমস্যা হবে। তবে আগে থেকে জেনে রাখুন যে, কোন কোন ট্রেনে এই ব্লক চলবে। তাহলে নিজের নিত্য দিনের প্ল্যানিং করতে সমস্যা হবে না মোটেও।

শিয়ালদহ শাখায় ট্রেন ব্লক করার কারণঃ-
রেল সূত্রে যা জানা যাচ্ছে যে, রেল পরিষেবা আরও উন্নত করার জন্য নানা ধরণের কাজ করে থাকে রেল কর্তৃপক্ষ। রেল ট্র্যাক সংস্কার করা এবং ওভারহেড এর কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। অপরদিকে খুব শীঘ্রই সমস্ত লোকাল ট্রেন ১২ বগি করার জন্য কিছু প্ল্যাটফর্ম সংস্কার করার কাজ চলবে বলে জানা গেছে।

বাতিল হওয়া ট্রেনের তালিকা

নংট্রেন নম্বরযাত্রাপথ
০১৩৩২৩১দমদম জংশন – ব্যারাকপুর
০২৩৩২৩২ ব্যারাকপুর – দমদম জংশন
০৩৩৩২৭১দমদম জংশন – গোবরডাঙা
০৪৩৩৬৮৬গোবরডাঙা – শিয়ালদা
০৫৩০৩৩২ হাবড়া – মাঝেরহাট
০৬৩০৩৩৩মাঝেরহাট – হাবড়া
০৭৩০৩১৪দত্তপুকুর – মাঝেরহাট
০৮৩০৩৫৩মাঝেরহাট – দত্তপুকুর
০৯৩৩৪৫৩শিয়ালদা – বারাসত
১০৩১২২৩শিয়ালদা – ব্যারাকপুর
১১৩০১১৬ব্যারাকপুর- বিবাদী বাগ
১২৩০১১৩বিবাদী বাগ – ব্যারাকপুর
১৩৩১২৪২ব্যারাকপুর – শিয়ালদা
১৪৩০৩১২বারাসত – মাঝেরহাট
১৫৩০৩৫১ ও ৩০৩১৩মাঝেরহাট – বারাসত
১৬৩৩৩১১ বারাসত – হাসনাবাদ
১৭৩০৩২২ হাসনাবাদ – বিবাদী বাগ
১৮৩০১৪৫মাঝেরহাট – মধ্যমগ্রাম
১৯৩০৩৫৮মধ্যমগ্রাম – মাঝেরহাট
২০৩০৩৬১মাঝেরহাট – হাসনাবাদ
২১৩৩২৮২হাসনাবাদ – দমদম জংশন

যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে যে সকল ট্রেনের

  • ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাবে রানাঘাট পর্যন্ত।
  • ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল চলবে বালিগঞ্জ পর্যন্ত।
  • ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল বারাসাত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
  • ৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
  • ৩০৩৪৬ বনগাঁ জংশন-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে।
  • ৩০৩৪৪ বনগাঁ জংশন-মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
  • ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাবে রানাঘাট পর্যন্ত।

ট্রেনের গতিপথ বা চলাচলের স্থিতি জানতে রেলের তরফ থেকে কিছু অ্যাপ রয়েছে গুগোল প্লে-স্টোরে। সেখান থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারেন। সেই ক্ষেত্রে “where is my train” এবং “suburban tracking system” নামক অ্যাপ দুটি বেশ কাজের। নিজের মোবাইল থেকেই এগুলি ব্যবহার করা যাবে। এমন আরও নিত্য নতুন আপডেট পেতে সঙ্গে থাকুন। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল