নিজস্ব প্রতিবেদনঃ শিয়ালদহ শাখায় লক্ষ লক্ষ নিত্যযাত্রী, তাই ট্রেন চলাচল সঠিকভাবে না হলে (Train Block in Sealdah Division) ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না সাধারণ মানুষ। শিয়ালদহ শাখায় রেলপথে নিত্যযাত্রীদের জন্য রয়েছে একটি খারাপ খবর। কারণ এবারে একটানা ২০ দিনের জন্য ট্রেন ব্লক থাকতে চলেছে। করা হয়েছে একাধিক ট্রেন ব্লক। আবার অনেক ট্রেনের যাত্রাপথ সীমিত করে দেওয়া হয়েছে। আগে থেকে জেনে না রাখলে সমস্যা বাড়তে পারে।
Train Block in Sealdah Division Railway
কবে থেকে কবে থাকবে এই ট্রেন ব্লক?
শিয়ালদহ শাখায় আগামী ১৮ এপ্রিল তারিখ থেকে শুরু করে ৭ মে তারিখ পর্যন্ত থাকবে শিয়ালদহ রুটে এই ট্রেন ব্লক। এই ২০ দিনে সব মিলিয়ে মোট ৪৮০ ঘন্টার জন্য করা হবে এই ট্রেন ব্লক। এর ফলে নিত্যযাত্রীদের সমস্যা হবে। তবে আগে থেকে জেনে রাখুন যে, কোন কোন ট্রেনে এই ব্লক চলবে। তাহলে নিজের নিত্য দিনের প্ল্যানিং করতে সমস্যা হবে না মোটেও।
শিয়ালদহ শাখায় ট্রেন ব্লক করার কারণঃ-
রেল সূত্রে যা জানা যাচ্ছে যে, রেল পরিষেবা আরও উন্নত করার জন্য নানা ধরণের কাজ করে থাকে রেল কর্তৃপক্ষ। রেল ট্র্যাক সংস্কার করা এবং ওভারহেড এর কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। অপরদিকে খুব শীঘ্রই সমস্ত লোকাল ট্রেন ১২ বগি করার জন্য কিছু প্ল্যাটফর্ম সংস্কার করার কাজ চলবে বলে জানা গেছে।
বাতিল হওয়া ট্রেনের তালিকা
নং | ট্রেন নম্বর | যাত্রাপথ |
০১ | ৩৩২৩১ | দমদম জংশন – ব্যারাকপুর |
০২ | ৩৩২৩২ | ব্যারাকপুর – দমদম জংশন |
০৩ | ৩৩২৭১ | দমদম জংশন – গোবরডাঙা |
০৪ | ৩৩৬৮৬ | গোবরডাঙা – শিয়ালদা |
০৫ | ৩০৩৩২ | হাবড়া – মাঝেরহাট |
০৬ | ৩০৩৩৩ | মাঝেরহাট – হাবড়া |
০৭ | ৩০৩১৪ | দত্তপুকুর – মাঝেরহাট |
০৮ | ৩০৩৫৩ | মাঝেরহাট – দত্তপুকুর |
০৯ | ৩৩৪৫৩ | শিয়ালদা – বারাসত |
১০ | ৩১২২৩ | শিয়ালদা – ব্যারাকপুর |
১১ | ৩০১১৬ | ব্যারাকপুর- বিবাদী বাগ |
১২ | ৩০১১৩ | বিবাদী বাগ – ব্যারাকপুর |
১৩ | ৩১২৪২ | ব্যারাকপুর – শিয়ালদা |
১৪ | ৩০৩১২ | বারাসত – মাঝেরহাট |
১৫ | ৩০৩৫১ ও ৩০৩১৩ | মাঝেরহাট – বারাসত |
১৬ | ৩৩৩১১ | বারাসত – হাসনাবাদ |
১৭ | ৩০৩২২ | হাসনাবাদ – বিবাদী বাগ |
১৮ | ৩০১৪৫ | মাঝেরহাট – মধ্যমগ্রাম |
১৯ | ৩০৩৫৮ | মধ্যমগ্রাম – মাঝেরহাট |
২০ | ৩০৩৬১ | মাঝেরহাট – হাসনাবাদ |
২১ | ৩৩২৮২ | হাসনাবাদ – দমদম জংশন |
যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে যে সকল ট্রেনের
- ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাবে রানাঘাট পর্যন্ত।
- ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল চলবে বালিগঞ্জ পর্যন্ত।
- ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল বারাসাত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
- ৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
- ৩০৩৪৬ বনগাঁ জংশন-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে।
- ৩০৩৪৪ বনগাঁ জংশন-মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
- ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাবে রানাঘাট পর্যন্ত।
ট্রেনের গতিপথ বা চলাচলের স্থিতি জানতে রেলের তরফ থেকে কিছু অ্যাপ রয়েছে গুগোল প্লে-স্টোরে। সেখান থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারেন। সেই ক্ষেত্রে “where is my train” এবং “suburban tracking system” নামক অ্যাপ দুটি বেশ কাজের। নিজের মোবাইল থেকেই এগুলি ব্যবহার করা যাবে। এমন আরও নিত্য নতুন আপডেট পেতে সঙ্গে থাকুন। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন