মোবাইল থেকে টাকা পাঠাতে লাগবে না পিন নাম্বার আর ইন্টারনেট! UPI Lite সম্পর্কে জেনে রাখুন

নিজস্ব প্রতিবেদনঃ অনলাইনে যদি আপনি টাকা লেনদেন করে থাকেন, তাহলে বর্তমানে এই UPI Lite ব্যবহার সম্পর্কে নতুন আপডেট জেনে রাখতে পারেন। এতে আপনার লেনদেন আগে থেকে হবে আরও বেশি সহজ, সরল আর সুরক্ষিত। এক্ষেত্রে কম টাকার ইউপিআই লেনদেন এর ক্ষেত্রে যাতে করে সিবিএস এর ওপরে বেশি চাপ না পড়ে, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউপিআই লাইট সম্পর্কে কিছু কথা
অনেকেই কম টাকার লেনদেন করে থাকেন UPI ব্যবহার করে। সেক্ষেত্রে এই নতুন আপডেট আনা হয়েছে। এই লেনদেন করতে আপনাকে দিতে হবে না কোন পিন নাম্বার আর এটি একটি অফলাইন মোড। এক্ষেত্রে আপনি আপনার যেকোনো একটি একাউন্ট ব্যবহার করে আপনার লেনদেন করার কাজ করতে পারবেন। এক্ষেত্রে লেনদেন করার জন্য একবারে সরবোচ্চ ৫০০ টাকা পর্যন্ত পাঠানো সম্ভব।

পিন ছাড়াই ৫০০ টাকার কম লেনদেন মোবাইলে
ওয়ালেটে আপনাকে রাখতে হবে ব্যালেন্স আর সেখান থেকেই আর্থিক লেনদেন হবে আর তাও আবার পিন নাম্বার আর ইন্টারনেট কানেকশন ছাড়াই। সেক্ষেত্রে আপনি আপনার সেই UPI Lite এর ওয়ালেটে সর্বোচ্চ ২০০০ টাকা রাখতে পারবেন। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪০০০ টাকা খরচ করা যাবে। অর্থাৎ এই ইউপিআই লাইট দিয়ে আপনি সারা দিনের যেকোনো কাজ মেটাতে এই টাকা খরচ করতে পারবেন এই সহজ, সরল আর সুরক্ষিত পদ্ধতিতে।

গত ২০২২ সালের সেপ্টেম্বরে RBI এই পদ্ধতির সুচনা করে। এই ইউপিআই লাইট পদ্ধতির ব্যবহার করার ফলে ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং সিস্টেম ব্যবহার না করেই কম টাকার আর্থিক লেনদেন করা সম্ভব। এর ফলে ঝুঁকির পরিমাণ কমে যায় অনেক। কারণ অনেক সময় মোবাইলে ইন্টারনেট কানেকশন ভালো না থাকার কারণে লেনদেন সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠে না। এই ধরণের সমস্যা থেকে নিজেদের মুক্ত রাখতে ব্যবহার পদ্ধতি দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন, নতুন অপশন হোয়াটস্যাপে! না জানলে, মুহূর্তেই হবে ব্যাঙ্কের টাকা হাফিস

UPI Lite ব্যবহার পদ্ধতি
এই পদ্ধতি অনেক বেশি সহজ। কীভাবে নিজের মোবাইলে ইন্সটল করবেন ইউপিআই এবং ইউপিআই লাইট তা জানতে ক্লিক করুন এখানেই। এমন ধরণের নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে দেখতে থাকুন আমাদের ওয়েবসাইটের প্রতিবেদন। এছাড়া আমাদের পড়তে পারেন গুগল নিউজে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল