Lok Sabha Election 2024: ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল, পশ্চিমবঙ্গে কোথায় কবে! গণনা ৪ জুন তারিখে, দেখে রাখুন

নিজস্ব প্রতিবেদনঃ ঘোষণা হয়ে গেল দেশের লোক সভা নির্বাচন ২০২৪ -এর (Lok Sabha Election 2024) দিনক্ষণ! ভোট শুরু হবে আগামী ১৯ এপ্রিল তারিখে এবং ৭ দফায় হবে এই ভোট পর্ব। সারা ভারতে মোট ৫৪৩টি লোক সভা কেন্দ্রে এই নির্বাচন প্রক্রিয়া শেষ হবে আগামী ১ জুন, ২০২৪ তারিখে। গণনা করা হবে আগামী ৪ জুন তারিখে! তবে এই পশ্চিমবঙ্গে কোথায় কবে এই ভোট হবে, আজকের প্রতিবেদনে সেই বিষয়ে জেনে নেয়া যাক।

Lok Sabha Election 2024 – পশ্চিমবঙ্গের দিন তারিখ

এবারের লোক সভা নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হবে ৭ দফায়। কত তারিখে কোন দফা হবে তা একটি তালিকায় দেখে নেয়া যাক। ১৯ এপ্রিল, ২০২৪ তারিখ শুক্রবার থেকে শুরু করে আগামী ১ জুন, ২০২৪ তারিখ শনিবার পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এই লোক সভা নির্বাচন ২০২৪ -এর ভোটপর্ব।

  • প্রথম দফা – ১৯ এপ্রিল, ২০২৪ (শুক্রবার)
  • দ্বিতীয় দফা – ২৬ এপ্রিল, ২০২৪ (শুক্রবার)
  • তৃতীয় দফা – ৭ মে, ২০২৪ (মঙ্গলবার)
  • চতুর্থ দফা – ১৩ মে, ২০২৪ (সোমবার)
  • পঞ্চম দফা – ২০ মে, ২০২৪ (সোমবার)
  • ষষ্ঠ দফা – ২৫ মে, ২০২৪ (শনিবার)
  • সপ্তম দফা – ১ জুন, ২০২৪ (শনিবার)

প্রসঙ্গত জানিয়ে রাখি, এবারে নতুন দুই নির্বাচন কমিশনার হলেন মাননীয় শ্রী জ্ঞ্যানেশ কুমার এবং মাননীয় শ্রী সুখবীর সাধু মহাশয়। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ভারতে প্রায় ৯৭ কোটি ভোটার রয়েছেন যাঁদের মধ্যে প্রায় ৪৭ কোটি রয়েছেন মহিলা ভোটার।

বিশেষ সুবিধা ঘোষণাঃ-
এই লোক সভা ভোটে মোট ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করে ভোট করা হবে। এবারের নতুন নিয়মে জানা যাচ্ছে যে, যে সকল ভোটার ৪০% এর বেশি শারীরিক প্রতিবন্ধী এবং যাদের বয়স ৮৫ বছরের বেশি তাঁরা নিজেদের ঘরে বসেও দিতে পারবেন লোক সভা নির্বাচন ২০২৪ -এর ভোট। এই সুবিধা থাকবে সারা ভারত জুড়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লোক সভা ভোট ২০২৪ শুরুর ঘোষণা

দীর্ঘদিন ধরে দেশবাসী অপেক্ষা করছিলেন ভোটের দিনক্ষন প্রকাশের জন্য। অবশেষে বাজলো ভোটের বাজনা। আজ অর্থাৎ ১৬ মার্চ নির্বাচন কমিশন এর তরফ থেকে প্রকাশ্যে আনা হলো লোকসভা নির্বাচন এর নির্ঘণ্ট। এই দিন দুপুর ৩ টে থেকেই চালু হয়ে যাচ্ছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। আজ দুপুর ৩ টের সময় এই নির্বাচনের দিন জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বাংলায় মোট ৭ দফায় সম্পন্ন হবে লোকসভা নির্বাচন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে জানা গেছে এই লোকসভা নির্বাচনে ভোট দিতে চলেছেন মোট ৯৭ কোটি ভোটার। এদিন নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের দিনক্ষণ ঘোষণার সময় জানান বর্তমানে আমাদের রেজিস্টার ভোটারের সংখ্যা ৯৭ কোটি। এই সংখ্যক ভোটারের জন্য মোট পোলিং স্টেশন থাকবে ১০.৫ লাখ, পোলিং অফিসিয়াল এবং সুরক্ষা কর্মীদের সংখ্যা মোট ১.৪ কোটি। এবারের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে EVM এর মাধ্যমে। মোট EVM আছে ৫৫ লাখ। এবারের লোকসভা নির্বাচনের কাজে মোট গাড়ি ব্যবহার হবে ৪ লাখ। দেখে নিন কোন কোন দফায় কোন স্থানে এবারের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

পশ্চিমবঙ্গে কোথায় কবে লোক সভা ভোট ২০২৪ – দেখুন

১) প্রথম দফা- প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী ১৯ এপ্রিল। এই দিন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

২) দ্বিতীয় দফা- দ্বিতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হবে ২৬ এপ্রিল। এদিন ভোট গ্রহণ হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং -এ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) তৃতীয় দফা- তৃতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী ৭ মে। এদিন মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

৪) চতুর্থ দফা- চতুর্থ দফার ভোট গ্রহণ হবে ১৩ মে। এদিন কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম, দুর্গাপুর, আসানসোল, বহরমপুরে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

Lok Sabha Election 2024 schedule

৫) পঞ্চম দফা- পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগে। এই পঞ্চম দফার ভোট গ্রহণ হবে আগামী ২০ মে।

৬) ষষ্ঠ দফা- ষষ্ঠ দফার ভোট গৃহীত হবে ২৫ মে। এদিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে ভোট গৃহীত হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৭) সপ্তম দফা- সপ্তম দফায় ভোট গণনা হবে ১ জুন। এদিন উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুর,জয়নগরে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

আরও দেখুন, সরকারি কর্মীদের ভোটের আগেই উৎসব ভাতা বাড়ল রাজ্যে! দেখুন

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ৪ জুন ভোট গণনা হবে। নির্বাচন কমিশন এবারে শান্তিপূর্ন ভোট গ্রহণের বার্তা দিয়েছেন। আমাদের দেশ তথা রাজ্য জুড়ে ইতিমধ্যেই চলছে ভোটের প্রচার। নির্ঘণ্ট প্রকাশের পর এবার শুধু দিন গোনার পালা। এই বিষয়ে আরও জানতে দেখতে থাকুন। যুক্ত থাকুন আমাদের হোয়াটস্যাপ চ্যানেলে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল