Teachers Day: শিক্ষক দিবস উপলক্ষ্যে টাকা দেবে সরকার! বিস্তারিত দেখুন।

প্রতি বছর ৫ সেপ্টেম্বর তারিখে পালিত হয় শিক্ষক দিবস তথা Teachers Day. আর বিশেষ দিনটিকে আরও বেশি স্মরণীয় করে তুলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্র ছাত্রীদের পড়াশোনার গতিকে আরও বেশি বেশি করে বাড়িয়ে দিতে চালু করেছে বিশেষ প্রকল্প। আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।

Teachers Day উপলক্ষ্যে বিশেষ সুবিধা

শিক্ষক দিবসের প্রাক্কালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় খবর! সম্পূর্ণ বিনামূল্যে তারা পেয়ে যাবে স্মার্টফোন! আবেদন করলেই পেয়ে যেতে পারে কম্পিউটার অথবা ট্যাবও! জেনে নিন বিস্তারিত। ২০২০ সালের ভয়াবহ কোভিড সংক্রমনের সেই সব দিন কারোরই অজানা নয়। দীর্ঘ ২ বছর অনলাইন ক্লাস করতে হয়েছে শিক্ষার্থীদের। কিন্তু সকলের পক্ষে সেই সময় স্মার্টফোন কেনা সম্ভব ছিল না। এই কারণে অনেকেই নিয়মিত ক্লাস করতে পারেনি। এবারের Teachers Day বেশ স্মরণীয় হতে চলেছে পড়ুয়াদের কাছে।

এরপর রাজ্য সরকারের কানে সেই কথা পৌঁছায়। তারপর তাদের সাহায্য করতে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমবার ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের মোবাইল কেনার জন্য অর্থ প্রদান করা হয়। এরপর অনেকেই ভেবেছিলেন আর হয়ত শিক্ষার্থীদের ফোন কেনার টাকা দেওয়া হবে না। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখনও ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য স্মার্টফোন কিনতে ১০ হাজার টাকা দিচ্ছে। এই বছর Teachers Day -পালনের দিনেই হতে চলেছে একাজ।

চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (WBSED)
কবে চালু হয়েছে ২০২১ সালে
সুবিধাভোগী পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণীর ছাত্র
সুবিধা বিনামূল্যে ট্যাবলেট/মোবাইল
কত টাকা পাওয়া যাবে ₹10,000 টাকা
কিভাবে আবেদন করতে হবে ব্যাঙ্কের বিবরণ স্কুলের কাছে জমা দিতে হবে

এই প্রকল্পেরই নাম তরুণের স্বপ্ন। শিক্ষক দিবসের প্রাক্কালে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে বড় খবর সামনে এসেছে। আর তাই পড়ুয়াদের মধ্যে Teachers Day যেন এক অন্য মাত্রা এনে দিচ্ছে এবারে। এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পেয়ে যাবে মোবাইল অথবা ট্যাব বা কম্পিউটার। রাজ্যের সকল উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীরা এই উপহার পেতে চলেছে। সম্প্রতি এই নিয়ে এই ঘোষণা করেছে রাজ্য সরকার। নিজেদের পছন্দমত মোবাইল, ট্যাব আর কম্পিউটার কিনতে অর্থ প্রদান করবে রাজ্য সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবারে Teachers Day উপলক্ষ্যে সরকারি উদ্যোগ

প্রসঙ্গত উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস তথা Teachers Day. এই Teachers Day পালনের দিনেই রাজ্যের প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে রাজ্য সরকার আয়োজন করতে চলেছে অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে এদিন মোবাইল কেনার অর্থ তুলে দেবেন। মূলত মহামারীর সময় ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সেই কারণে এই প্রকল্পের সূচনা হয়। আসলে সেই সময় পড়াশোনা থেকে পরীক্ষা সবকিছুই অনলাইনে ছিল। তারপর থেকেই এই উদ্যোগ চলে আসছে। এবারে Teachers Day এর দিনে তা বাস্তবে করা হবে।

২০২০-২১ শিক্ষাবর্ষের পর ২০২২-২৩ শিক্ষাবর্ষেও ছাত্র-ছাত্রীদের এই অর্থ প্রদান করা হয়েছিল। এই ধারা বজায় রেখে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মোবাইল কিনতে Teachers Day -পালনের দিনেই টাকা প্রদান করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়ারা নগদ ১০ হাজার টাকা পেয়ে থাকে। এই টাকা দিয়ে তারা স্মার্টফোন, ট্যাব অথবা ল্যাপটপ কেনে। এই টাকা সরাসরি পৌঁছে যায় ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে।

তরুণের স্বপ্ন কারা আবেদন করতে পারবেন?

  • দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই সুবিধা পাবে।
  • পড়ুয়াদের পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনও স্কুল অথবা মাদ্রাসার ছাত্র বা ছাত্রী হতে হবে।
  • অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়ারা এই সুবিধা পাবে।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকার নীচে হতে হবে।
  • টাকা দিয়ে মোবাইল কিনে অবশ্যই সেই রসিদ বিদ্যালয়ে জমা করতে হবে।

Taruner Swapna Scheme প্রদানের উদ্দেশ্য কি ?

প্রকল্প সূচনায় মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের যেসব আর্থিক দিক থেকে অস্বচ্ছল অথচ মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে, তাদের উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য প্রদান করা। এর ফলে তাদের পড়াশোনার ক্ষেত্রে আসবে আরও গতি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, ছাত্রছাত্রীরা অর্থের অভাবে Smartphone বা Tab কিনতে অসমর্থ হয়। এমন ছাত্র-ছাত্রী যেন খুব সহজেই তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে। এই বছর Teachers Day এর দিনে ৫ সেপ্টেম্বর, দেওয়া হবে এই টাকা।

Taruner Swapna Scheme 2023 এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

রাজ্য সরকারের অন্তর্গত সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে পাশ করে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে অর্থাৎ সামনের বছর  উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বসবে তারা Tab বা Smartphone কেনার জন্য 10000 টাকা করে পাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Taruner Swapna Scheme 2023 এর Eligibility:-

  • আবেদনকারিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী ছাত্র-ছাত্রীকে WBCHSE অন্তর্গত স্কুল এ পড়তে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই একাদশ শ্রেণির পাশ করে দ্বাদশ শ্রেণীতে উঠতে হবে।
  • শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় 2 Lakh এর কম হতে হবে।

বিশেষ দ্রষ্টব্য:- এসব ছাত্রছাত্রীরা আগের বছর পায়নি তাদের জন্য বিশেষ কোনো তথ্য জানানো হয়নি।

Taruner Swapna Scheme 2023 Selection Process:-

উপরিউক্ত Eligibility যাদের আছে তাদের Qualifications এর ভিত্তিতে একটি List প্রস্তুত করা হবে এবং List অনুযায়ী আবেদনকারী ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে এই টাকা।

Taruner Swapna Scheme 2023 Distribution Process:-

ভর্তির প্রথম বছর থেকে ছাত্র বা ছাত্রী Scheme এর টাকা Electronic Transfer এর মাধ্যমে তাদের Bank Account এ টাকা পেয়ে যাবে।

Taruner Swapna Scheme 2023 এর Benefits:-

দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে বিনামূল্যে Tab বা Smartphone কেনার জন্য 10000 টাকা পর্যন্ত প্রদান করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Taruner Swapna Scheme 2023 এর Application Process:-

এই Scheme এর জন্য আবেদন Online এ সম্ভব নয়। শুধুমাত্র ছাত্রছাত্রীরা নিজের স্কুল থেকেই আবেদন করতে পারবে এই Scheme এর জন্য। এর জন্য বিদ্যালয়ে যোগাযোগ করো এবং নির্দেশ অনুযায়ী সময় মত Bank Account Details সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করো ।

Taruner Swapna Scheme 2023 এর Renewal:-

এই Scheme টি এককালীন টাকা দেবে । নির্ধারিত সময়ে সমস্ত আবেদনকারীরা টাকা পেয়ে যাবে নিজের Bank Account এ।

Taruner Swapna Scheme 2023 এর Bank Account Details :-

  • যদিও Guardian এর Bank Account Details Submit করলেও টাকা পাওয়া যায়, তাও নিজের Bank Account Details প্রদান করাটাই ভালো। কারণ বর্তমানে প্রত্যেক পড়ুয়াকেই সরকারের তরফ থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়। সেক্ষেত্রে তাদের নিজ নিজ ব্যাঙ্ক একাউন্ট থাকা বাধ্যতামূলক করায়, প্রত্যেকেরই আছে নিজ নিজ একাউন্ট।
  • Bank Account অবশ্যই Aadhar Card এর সঙ্গে Link থাকতে হবে। নাহলে টাকা ঢুকতে সমস্যা হতে পারে।
  • যদিও বা Bank Account এ কোনো সমস্যা থাকে তাহলে সেই আবেদনকারী টাকা পাবে না। গতবার এমন অনেক ছাত্রছাত্রী ছিল যারা টাকা পায় নি, শুধুমাত্র এই Bank Account এ সমস্যা থাকার জন্য।

সেপ্টেম্বর জুড়ে ছুটির ফোয়ারা! স্কুল, কলেজ, অফিস সহ কোথায়, কবে, কী ছুটি। দেখুন।

আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল