টেট পরীক্ষার আগেই নতুন নিয়ম দেখুন! থাকছে জেলাভিত্তিক হেল্প লাইন নম্বর

নিজস্ব প্রতিবেদনঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রাথমিকে টেট পরীক্ষা (WB PTET 2023)! একই দিনে রয়েছে আরও একটি অনুষ্ঠানও। টেট পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা সকলের কাছেই একটা বিরাট বড়ো চ্যালেঞ্জ। সেক্ষেত্রে যাতায়াত ব্যবস্থাকে সুনিশ্চিত এবং সুরক্ষিত করতে চালানো হবে বাড়তি যানবাহনও। এছাড়া পরীক্ষার্থীদের মেনে চলতেও হবে একাধিক নিয়ম কানুন। এই সকল বিষয়ে আজকের এই প্রতিবেদন।

Latest Update and Guidelines for WB PTET 2023 Exam

আগামীকাল দুপুর ১২ টা থেকে টেট ২০২৩ (WB PTET 2023) অনুষ্ঠিত হতে চলেছে। গত বছরের মত এ বছর ও যথেষ্ট নিয়মের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পরীক্ষা করতে চলেছে। আলাদা ভাবে ডিটেইলস বলছি না শুধু কয়েকটা জিনিস একবার মনে করিয়ে দিতে চাই।

১. বিবাহিত মহিলা দের ক্ষেত্রে নরমাল শাখা পলা তে কোনো সমস্যা নেই। কিন্তু সেগুলো সোনা বাঁধানো হলে পরীক্ষার সেন্টারে allow করা হবে না। মানে কোনো রকম মেটাল আপনি ক্যারি করবেন না সেটা আংটি, কানের দুল, অন্য কোনো জুয়েলারি। এগুলো নিয়ে গেলে আপনাকে খুলে নিজের দায়িত্বে কোথাও রেখে প্রবেশ করতে হবে।

২. কোনো রকম স্মার্ট ওয়াচ (Smart Watch), মোবাইল, ছেলেদের ক্ষেত্রে মানি ব্যাগ- এগুলো নিয়ে গেলেও বাইরে নিজের দায়িত্বে রেখে ভেতরে ঢুকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩. ২ কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। একটা ফ্রিস্কিং (Frisking) করার পর ওরা স্ট্যাম্প মেরে দেবে আর সেটা পরীক্ষার হলে রেখে দেবে। আর একটা আপনাকে Invigilator সই করে দিয়ে দেবে যেটা আপনি নিয়ে আসবেন।

৪. ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবেন। অন্য কোনো পেন নয়। সাথে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন। যেটা অ্যাডমিট এ পেস্ট আছে সেই ছবি। কোনো জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। অবশ্যই কোনো একটা Identity Proof নিয়ে যেতে হবে যেমন আধার, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক এর অ্যাডমিট etc.

৫. সকাল ৯.৩০ মিনিট থেকে ফ্রিষ্কিং শুরু হয়ে ১১ টায় শেষ হবে। ১১.০০ AM –এর এক মিনিট পরে কেউ গেলেও তাকে পরীক্ষা দিতে Allow করা হবে না। সময় হাতে নিয়ে পরীক্ষার হলে পৌছে যান।

আরও পড়ুন, ডিসেম্বরের টেট পরীক্ষা, ২৪ তারিখ হবেই হবে। অ্যাডমিট নিয়ে বার্তা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

6. OMR এ কোনো ভুল করলে সেটা কিন্তু পাল্টানো হবে না এটা মাথায় রাখবেন। পরীক্ষা শেষ হওয়ার পর আপনার থেকে পিংক কালার এর OMR আর Frisking এর অ্যাডমিট (WB Primary TET Admit Card) নিয়ে নেওয়া হবে। আপনি সবুজ রঙের OMR, একটা সই করা অ্যাডমিট আর Question Booklet নিয়ে বাইরে বেরোতে পারবেন। একবার দেখে নেবেন Invigilator রা যেনো অবশ্যই নীল রঙের কালিতে সই করে। WBBPE এর সম্পর্কে এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল