LIC Plan তথা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতের স্বনামধন্য একটি কোম্পানি। বিনিয়োগ আর স্কিম -এর ক্ষেত্রে ভারতীয়দের কাছে বিশ্বস্ত কোম্পানী গুলির মধ্যে থেকে অন্যতম এটি। এই সংস্থা নিজেদের গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের প্ল্যান বাজারে নিয়ে এসেছে। জীবনের প্রতিটি পর্যায়ের জন্য কোন না কোন প্ল্যান এল আই সি -র কাছে রয়েছেই। শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখেও একাধিক প্ল্যান রয়েছে এল আই সি -র। এমনই কয়েকটি পুরনো আর নতুন প্ল্যানের কথা আপনাদের বলব।
LIC Plan
এখনকার দিনে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলা সম্ভব নয়। কিন্তু পরবর্তী সময়ে যাতে নিজের পরিবার -কে সমস্যায় পড়তে না হয়, সেই কারণে অনেকেই বিভিন্ন ধরনের LIC Plan নিয়ে থাকেন। আর এই সবের দিক থেকে LIC Plan গুলি সবথেকে বিশ্বস্ত আর পছন্দসই। বাচ্চার জন্মের সময় থেকে শুরু করে তার পড়াশোনা আর বিয়ে সবকিছু নিয়েই রয়েছে প্ল্যান। সঞ্চয়ের মাধ্যমে আর্থিক সুরক্ষা দেওয়াই হল এইসব প্ল্যানের লক্ষ্য। আবার শুধুমাত্র কন্যা সন্তানের কথা ভেবেও রয়েছে পলিসি।
যুগ বদলেছে। এখন আর সবাই কন্যা সন্তানদের বোঝা মনে করে না। এমন অনেক বাবা মা আছে যারা সন্তান জন্মের পর থেকেই তার ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা জমাতে থাকে। এক্ষেত্রে এল আই সি -এর পলিসি বেশ সুবিধাজনক। এর মাধ্যমে মাসে মাসে বিনিয়োগ করা যায়। এমনকি পলিসি চলাকালীন যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে, তার সন্তান ডেথ বেনিফিট পায়। আজ আমরা আপনাদের এল আই সি -র কয়েকটি অন্যতম সেরা চাইল্ড প্ল্যানের কথা বলব। প্রতিবেদনটি শুরু করার আগে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখবেন। LIC Plan হিসেবে দেখুন সেরা ৪ টি প্ল্যান। জীবন তরুণ, SIP Plan, নিউ জীবন আনন্দ প্ল্যান, চিলড্রেন মানি ব্যাক প্ল্যান ইত্যাদি দেখে রাখুন। সুবিধা জেনে ইনভেস্ট করতে দেখে রাখুন।
এলআইসি -র সেরা চাইল্ড প্ল্যান
এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান:-
প্রথমেই আমরা এই LIC Plan সম্পর্কে কথা বলব। নাম শুনেই হয়ত আপনারা কিছুটা আন্দাজ করে নিতে পারছেন। আপনাদের জানিয়ে রাখি এই পলিসিতে নিয়মিত ব্যবধানে টাকা ফেরত দেওয়া হয়ে থাকে। এই কারণে সন্তানের শিক্ষা থেকে শুরু করে বিবাহ সব ক্ষেত্রেই নিউ চিল্ড্রেন মানি ব্যাক প্ল্যান চাহিদা পূরণ করে থাকে। এটি আপনার সন্তানের জন্য একটি আদর্শ প্ল্যান হতে পারে। এই পলিসি -র মেয়াদ চলাকালীন আপনার সন্তানের জীবন বীমা সম্পূর্ণভাবে কভার করা হয়। এছাড়াও মেয়াদ শেষে আপনারা পেয়ে যাবেন সার্ভাইভাল বেনিফিট। কোন কারণবশত পলিসি হোল্ডারের মৃত্যু হলে প্রিমিয়াম মাফ করে দেওয়া হয়।
এই প্ল্যানের সুবিধাঃ-
একনজরে নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান (LIC New Children Money Back Plan) শিশুর বয়স একবছর হলেই করা যাবে। এই পলিসির মেয়াদ হল ২৪ বছর। নিশ্চিত পরিমাণ পাওয়া যাবে ২,০০,০০০ টাকা। সেক্ষেত্রে এই প্ল্যানের বার্ষিক প্রিমিয়াম পড়বে ৯০৩৪ টাকা, অর্ধবার্ষিক ৪৫৬৬ টাকা, ত্রৈমাসিক ২৩০৭ টাকা, মাসিক ৭৬৯ টাকা। পলিসি চলাকালীন (LIC New Children Money Back Plan) এই প্ল্যানে ২৫ বছরের পলিসির ক্ষেত্রে ১৮ তম বছরে ৪০ হাজার টাকা, ২০ তম বছরে ৪০ হাজার টাকা, ২২ তম বছরে ৪০ হাজার টাকা পাওয়া যাবে বোনাস পাওয়া যাবে। মেয়াদ পূর্তির সময় পাওয়া যাবে ৩ লক্ষ ৬৬ হাজার টাকা।
এলআইসি নিউ জীবন আনন্দ:-
এটি একটি এনডাওমেন্ট প্ল্যান। এর মাধ্যমে বীমা আর সঞ্চয় উভয়ের সুবিধাই পাওয়া যায়। মেয়াদ পূর্তির পরে ম্যাচুইরিটি টাকা -র পাশাপাশি বোনাস পাওয়া যায়। এতে বীমার টাকাও যুক্ত থাকে। এছাড়াও এই LIC Plan চলাকালীন যদি পলিসি হোল্ডারের দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু হয়, তাহলে নমিনি ডেথ বেনিফিট পাবে। এর মাধ্যমে সন্তান আর্থিক সুরক্ষা পায়। এছাড়াও এর মাধ্যমে তাৎক্ষণিক অর্থের চাহিদা মেটে।
LIC Plan -এর নতুন জীবন আনন্দ প্ল্যানে বিনিয়োগকারীরা ন্যূনতম ৫ লক্ষ টাকা নিশ্চিত পেতে পারেন। কেউ যদি এই বিমার পরিমাণ বেছে নেন, তাহলে ৩৫ বছর মেয়াদে তিনি ২৫ লক্ষ টাকা জমা করতে পারবেন। আর সেক্ষেত্রে দৈনিক ৪৫ টাকা হিসেবে প্রতিমাসে ১৩৫৮ টাকা আর বাৎসরিক ১৬,৩০০ টাকা বিনিয়োগ করলে ২৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন আপনিও।
এখানে নিশ্চিত রিটার্ন ছাড়াও অতিরিক্ত সুবিধাও রয়েছে। এই পলিসিটি সত্যিই ব্যতিক্রমী কেননা ১০০ বছর পর্যন্ত এই পলিসির কভার পাওয়া যায়। এই LIC Plan -এর মূল সুবিধাগুলি হল, ম্যাচিওরিটি বেনিফিট- যদি কোনও পলিসি হোল্ডার পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে তিনি মেয়াদ পূর্তিতে নিশ্চিত পরিমাণ টাকা পাবেন। পলিসি ধারকের মৃত্যু হলে পরিবার একটি পূর্বনির্ধারিত টাকা পাবেন। এই প্ন্যানে বিনিয়োগ করলে গ্রাহক এলআইসির লাভে অংশগ্রহণের যোগ্য হয়ে ওঠেন। এই LIC Plan -এ বিনিযোগে কর ছাড়ে অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়।
এলআইসি এসআইপি প্ল্যান:-
এর মাধ্যমে ইক্যুইটি মার্কেটে মূলত বিনিয়োগ করা হয়ে থাকে। আপনারা চাইলে ডেট বা ব্যালেন্সড ফান্ডেও এর মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে পলিসি ম্যাচিওর হয়ে গেলে পুরো টাকা একসাথে রিটার্ন দিয়ে দেওয়া হয়। এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্ল্যান। এর থেকে মোটা রিটার্ন পাওয়া যায়। পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি ডেথ বেনিফিট পেয়ে যায়। আর লক-ইন পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে আংশিক অর্থ তুলে নেওয়ার অনুমতি থাকে।
SIP (সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) এবং LIC (লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া) উভয়ই আর্থিক উপকরণ যা বিভিন্ন উদ্দেশ্যে উপযোগী হতে পারে। এটা বলা সঠিক নয় যে একটি LIC Plan অন্যটির চেয়ে “ভাল”, কারণ এটি আপনার নির্দিষ্ট আর্থিক লক্ষ্য এবং প্রয়োজনের উপর নির্ভর করে।
SIP হল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটি উপায়, যেখানে আপনি একবারে একমুঠো অর্থ বিনিয়োগ করার পরিবর্তে নিয়মিত বিরতিতে (যেমন, মাসিক) একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। SIP আপনাকে সময়ের সাথে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করতে দেয় এবং ধীরে ধীরে আপনার বিনিয়োগ পোর্টফোলিও তৈরি করার একটি সুবিধাজনক উপায় হতে পারে।
LIC ভারতের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা কোম্পানি যা জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং পেনশন পরিকল্পনা সহ বিভিন্ন ধরনের বীমা পণ্য অফার করে। জীবন বীমা আপনার মৃত্যুর ঘটনায় আপনার প্রিয়জনকে আর্থিকভাবে রক্ষা করতে সহায়তা করে এবং অন্যান্য বীমা পণ্য অসুস্থতা বা অন্যান্য অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা প্রদান করতে পারে।
তাই, এসআইপি বা LIC Plan, আপনার জন্য ভাল কিনা তা নির্ধারণ করতে, আপনাকে আপনার নিজের আর্থিক লক্ষ্য এবং প্রয়োজনগুলি বিবেচনা করতে হবে। আপনি যদি দীর্ঘমেয়াদে আপনার অর্থ বিনিয়োগ এবং বৃদ্ধি করার উপায় খুঁজছেন, তাহলে একটি এসআইপি একটি ভাল বিকল্প হতে পারে। আপনি যদি নিজেকে এবং আপনার প্রিয়জনকে আর্থিক ঝুঁকির বিরুদ্ধে রক্ষা করতে চান, তাহলে LIC দ্বারা অফার করা একটি বীমা পণ্য আরও উপযুক্ত হতে পারে।
এলআইসি জীবন তরুণ:-
এলআইসি -র বিভিন্ন LIC Plan -এর মধ্যে থেকে এটি অন্যতম। এটি একটি লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট প্ল্যান। এর মাধ্যমে আপনি একাধারে যেমন সঞ্চয় করতে পারবেন ঠিক তেমনভাবেই জীবন সুরক্ষা পেয়ে যাবেন। মেয়াদ পূর্তির পর রিটার্নের পাশাপাশি পলিসি হোল্ডার বোনাস পেয়ে যাবেন। এর সাথে থাকে সারভাইভাল বেনিফিট রয়েছে। এছাড়াও আয় কর আইন 80C ধারা অনুযায়ী এতে কর ছাড়ের সুবিধা রয়েছে। পলিসি হোল্ডার চাইলে এর বিপরীতে লোনও নিতে পারবেন। সন্তানের শিক্ষা থেকে শুরু করে বিয়ে সবকিছুর জন্যই এটি একটি আদর্শ পলিসি।
মাত্র 7 টাকার এলআইসি প্ল্যানে মিলবে সুরক্ষা, সঞ্চয় আর করছাড়ের দারুণ সুযোগ!
শিশুদের জন্য এই পলিসির মাধ্যমে সঞ্চয় এবং বিমা কভারের সুবিধা – উভয়ই পায়। এই প্ল্যানের সুবিধা গুলি এমন ভাবে দেওয়া হয়েছে যে, আপনি আপনার সন্তানদের লেখাপড়া এবং বিয়ের খরচের জন্য টাকা তুলতে পারবেন একই সাথে। ২০ থেকে ২৪ বছরের জন্য বার্ষিক ‘সার্ভাইভাল বেনিফিট’ পাওয়া যায়। শিশুর বয়স ২৫ বছর পূর্ণ হলে পলিসিটি ম্যাচিউর হয়। সেক্ষেত্রে আপনি এই সুবিধা পেয়ে যাবেন।
পলিসি নেওয়ার সময় যদি আপনার শিশুর বয়স ১০ বছর হয়, তাহলে পলিসিটি ১৫ বছর পর ম্যাচিউর হবে। সন্তানের ২০ বছর না হওয়া পর্যন্ত আপনাকে প্রিমিয়াম দিতে হবে। এর পরে, যখন সন্তানের বয়স ২৫ হবে, আপনি ম্যাচিউরিটির পরিমাণ পাবেন। বাকি বিষয়গুলি জেনে নেয়া যাক।
এই LIC Plan -এর অধীনে প্রিমিয়াম পেমেন্ট শুরু করার সময় আপনার সন্তানের বয়স যদি ১২ বছর হয়, তাহলে পলিসির মেয়াদ হবে ১৩ বছর এবং ন্যূনতম ৫ লক্ষ টাকা নিশ্চিত করা হবে৷ আপনি যদি প্রতিদিন ১৫০ টাকা সঞ্চয় করেন, আপনার বার্ষিক প্রিমিয়াম প্রায় ৫৫ হাজার টাকা হবে৷
৮ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ৪,৪০,৬৬৫। এতে আপনি ২,৪৭,০০০ টাকা বোনাস পাবেন। একই সময়ে, বিমার পরিমাণ হবে ৫ লাখ টাকা। এর পাশাপাশি ৯৭,৫০০ টাকার লয়ালটি সুবিধাও পাওয়া যাবে। এভাবে মোট ৮,৪৪,৫০০ টাকা পাওয়া যাবে।
LIC Plan -এর নানা নতুন প্ল্যান এবং পুরনো পলিসি ছাড়াও সরকারি আর্থিক বিনিয়োগ, সরকারি প্রকল্পের নানা সুবিধা পেতে আমাদের সাথে থাকুন। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আরও কোন জিজ্ঞাসা থাকলে আমাদের জানাতে পারেন কমেন্টে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন