ব্যাঙ্কের জরিমানার খাতায় নামী ২ ব্যাঙ্ক, গ্রাহকদের কতটা ক্ষতি! দেখুন।

নিজস্ব প্রতিবেদনঃ
RBI -এর নির্দেশিকা অনুসারে ফের ২ টি বড়ো ব্যাঙ্কের ওপরে এবারে জরিমানা চাপলো। কোটি কোটি টাকার জরিমানা দিতে হবে তাদের! একাউন্ট থাকলে কি হবে! আপনার একাউন্ট আছে কী! কিন্তু কী এর কারণ, এর ফলে গ্রাহকদের কতটা সমস্যায় পড়তে হবে! কোন কোন ব্যাঙ্কের ওপরে এই জরিমানা হলো, এবারে দেখে নেওয়া যাক।

RBI Imposed Fine to Top Listed Banks

বর্তমানে ভারতের সমস্ত ব্যাঙ্কই রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের আওতায়। সেক্ষেত্রে ঐ সকল ব্যাঙ্কের সমস্ত ধরণের কাজের ওপরেই নজর থাকে তাদের। কোর ব্যাঙ্কিং এর কারণে এখন সমস্ত লেনদেন হচ্ছে খুব দ্রুত এবং নির্ভুল। তবে এই কারণেই ব্যাঙ্কের লেনদেন এর বিষয়ে নানা অভিযোগ এবং বিভিন্ন পলিসি না মানার অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জরিমানা করলো নামী ২ ব্যাঙ্ককে। সেক্ষেত্রে নাম উঠে আসছে ICICI ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের। রিজার্ভ ব্যাঙ্কের -এর নিয়ম না মানলেই এমন পদক্ষেপ নিতে বিন্দুমাত্র চিন্তা করে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বিবৃতিতে যা জানানো হয়েছে
ICICI Bank এর জরিমানার অঙ্ক ১২ কোটি ১৯ লক্ষ টাকা। কারণ হচ্ছে ব্যাঙ্ক প্রতারণার স্বীকার হয়েছেন যে সকল গ্রাহক,তাদের সনাক্ত করতে না পারা। তারই সাথে সাথে ব্যাঙ্কের থেকে অনেকেই বিভিন্ন ধরণের ঋণ (Bank Loan) নিয়ে থাকেন। সেক্ষেত্রে সঠিক মানা হয় নি বিভিন্ন ক্ষেত্রেই।

অপরদিকে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) -এর জরিমানা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। এক্ষেত্রেও সেই ঋণ সংক্রান্ত নিয়ম কানুন না মানার অভিযোগকে গুরুত্ব দিয়েই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। ঋণের টাকা আদায়ের ক্ষেত্রেও করা হয়েছে নিয়ম বিরুদ্ধ কাজ। এই ব্যাঙ্কের নিজস্ব হিসাবের ক্ষেত্রেও গরমিলের প্রমাণ পেয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে ব্যাঙ্ক লকারে আর রাখা যাবে না এসব!

রিজার্ভ ব্যাঙ্ক তার আওতায় থাকা ব্যাঙ্ক গুলির ক্ষেত্রে সব সময় সতর্ক দৃষ্টি রাখে। এর আগেও AXIS Bank, Bank of Maharastra, J&K Bank -এর ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তবে প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ধরণের জরিমানার কারণে গ্রাহকদের কোন রকমের সমস্যা হয় না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) সাফ জানিয়ে দিয়েছে যে, এই জরিমানা শুধুমাত্র নিয়ম্না মানার জন্যই। এর সরাসরি প্রভাব পড়বে না গ্রাহকদের ওপরে। এমন আরও আপডেট পেতে দেখতে থাকুন। বাংলার খবর, বাংলায় পড়ুন। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল