বিশেষ প্রতিবেদনঃ Google Pay Offer
অনলাইন পেমেন্ট এর জগতে যার নাম বর্তমানে সকলের পরিচিত, সেটি হচ্ছে গুগল পে (Google Pay)। আর এবারে এই গুগল পে অ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে তারা। শুধুমাত্র সহজ কিছু পদ্ধতি অবলম্বন করলেই আপনি পেয়ে যাবেন এই ৫০১ টাকা জেতার দারুণ সুযোগ! তাহলে আর দেরি কিসের! ঝটপট করে দেখে নেয়া যাক, কীভাবে আপনিও পেতে পারেই এই ৫০১ টাকা…
Google Pay Offer – উৎসবের আনন্দ বাড়বে আরও
গুগল পে এর ‘সগুন অফার’ (Google Pay Shagun Offer) যা বর্তমানে ফেস্টিভ সিটি অফার (Festive City Offer) নামেও পরিচিত। এই দিওয়ালী হয়ে উঠবে আরও আনন্দমুখর, যদি আপনিও জিতে নিতে পারেন এই ৫০১ টাকার উপহার!
এর জন্য খেলতে হবে মাত্র কয়েকটি খেলা। তাই এই ৫০১ টাকা জেতার দারুণ সুযোগ হাতছাড়া করবেন না। এই সুযোগ পাবেন সমস্ত গুগল পে ব্যবহারকারীরাই। কীভাবে পেতে পারেন এই টাকা, একে একে জেনে নেওয়া যাক। এই অফার চালু হয়েছে গত ১০ অক্টোবর, ২০২৩ তারিখ থেকেই। আর অফার শেষ হবে আগামী ১৫ নভেম্বর, ২০২৩ তারিখ। তাই এই সময়ের মধ্যে কালেক্ট করতে থাকুন রিওয়ার্ড পয়েন্টস (Shaguns)।
স্টেপ বাই স্টেপ পদ্ধতি (Google Pay Offer)
(১/৫) প্রথমেই আপনাকে ওপেন করতে হবে গুগল পে অ্যাপ। অবশ্যই এই অ্যাপ আপডেট করে নিতে হবে। এরপর “GPay Festive City Offer” বা “Enter Festive City” বাটনে ক্লিক করতে হবে।
(২/৫) এরপর, “Welcome to Festive City” আপনি দেখতে পাবেন স্ক্রিনে। নিচের দিকে থাকা “Start Now” বাটনে ক্লিক করে শুরু করে দিন আপনার ৫০১ টাকা জেতার প্রথম ধাপ।
(৩/৫) ওপরের দিকে দেখতে পাবেন, “Shaguns – 0/501” যেখানে আপনার পয়েন্ট জমা হতে থাকবে। এই পয়েন্ট গুলি আপনাকে কালেক্ট করতে হবে বিভিন্ন ধরণের অ্যাক্টিভিটি করেই। সেই অপশনগুলি এই লেখার নিচেই দেখতে পাবেন। সেখানে করতে হবে বিভিন্ন ধরণের পেমেন্ট থেকে শুরু করে ছোট ছোট গেম খেলার মতো সহজ কাজ গুলি।
(৪/৫) এক্ষেত্রে “Start Here” লেখা থাকবে, যা দিয়ে আপনাকে প্রথমে শুরু করতে হবে। এক একটি টাস্ক শেষ করার পর আপনার জন্য খুলে যাবে অন্যান্য টাস্ক গুলিও। এভাবে আপনার পয়েন্টস (Shaguns in Google Pay) ৫০১ হয়ে গেলেই কেল্লাফতে!
(৫/৫) এক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে, সেগুলির কয়েকটি নীচে দেওয়া হল।
* ফ্রেন্ডশিপ হাউস টাস্কের মাধ্যমে ৭ বার পেমেন্ট করতে হবে অন্তত ১৫০ টাকা করে।
** রিচার্জ বাজার টাস্কের মাধ্যমে করতে হবে ৩ টি মোবাইল রিচার্জ যা হবে অন্তত ৩০ টাকা করে।
*** লাইট রকেট ল্যাব টাস্কের মাধ্যমে করতে হবে ৪ টি আলাদা আলাদা ‘UPI Payments’ যেখানে অন্তত ৩০ টাকার পেমেন্ট আপনাকে করতে হবে।
গুগল পে দিয়ে পেমেন্ট করলেই ‘Mi 12’ জেতার সুযোগ
এছাড়া বাকি টাস্কের মধ্যে থাকছে,
* পাওয়ার স্টেশন/ লাইট হাউস টাস্ক, যেখানে একটি মাত্র ইলেক্ট্রিক বিল আপনাকে পে করতে হবে। এক্ষেত্রে পেমেন্ট এর পরিমাণ অন্তত ১৫০ টাকা হতে হবে।
** এবারে “QR Kirana Store” টাস্ক এর মাধ্যমে ৭ টি “QR Code Transaction” করতে হবে। মিনিমাম এমাউন্ট হতে হবে ৩০ টাকা করেই।
*** এবারে “Bill Payment KIOSK” টাস্কের মাধ্যমে আপনাকে বিদ্যুৎ বিল বাদে যেকোনো ২ টি বিল পেমেন্ট করতে হবে। মিনিমাম পেমেন্ট করতে হবে ১৫০ টাকার।
GPay Festive City Rewards
- ক্যাশব্যাকঃ- এক্ষেত্রে আপনি পেতে পারেন ১০ টাকা থেকে শুরু করে ৫০১ টাকা জেতার সুযোগ।
- স্পেশাল উপহারঃ-
- এছাড়াও আপনি যা যা পেতে পারেন, সেগুলি দেখলে চোখ উল্টে যাবার জোগাড়! সেগুলি জেনে নেয়া যাক।
- ‘Xiomi’ – এর তরফ থেকে ‘Mi 12’
- ডমিনোস, মিন্ত্রা, জোম্যাটো, রিলায়েন্স স্মার্ট এর থেকে ৩০% ছাড়
- অ্যামাজন প্রাইম মেম্বারশিপ থেকে ১২০ টাকার ছাড়
- ইউটিউব প্রিমিয়াম মাসিক সদস্যতা (Monthly Subscription) এর ক্ষেত্রে ৩০% ছাড়
- টাইম প্রাইম এর বার্ষিক সদস্যতার ক্ষেত্রে ৪৫০ টাকার ছাড়
- হটস্টার এর ৩ মাসে সদস্যতা নেবার ক্ষেত্রে ১০০ টাকার ছাড়
- ‘MX Player’ – এর বার্ষিক সদস্যতার ক্ষেত্রে ১০০ টাকার ছাড়
এই বিশেষ প্রতিবেদনে দারুণ সুযোগ সম্পর্কে (Google Pay Offer) আলোচনা করা হল। কাদের কত টাকা জেতা হল বা, কে কে কোন ধরণের ছাড় পেলেন, আমাদের জানাতে পারেন কমেন্টে। প্রতিবেদন ভালো লাগলে নিজের বন্ধু এবং পরিচিতদের কাছে শেয়ার করতে পারেন। সকলের আনন্দ আরও বেড়ে উঠুক। ধন্যবাদ।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন