নভেম্বরের শুরুতে রাজ্যের জেলায় WB Government -এর জেলায় গঠিত হবে শিবির। ক্রেডিট কার্ড বিতরণ ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করবে রাজ্য সরকার। রাজ্যবাসীর কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জনগণের কাছ অবধি সরকারি পরিষেবা পৌছে দিতে আর বিলম্ব নয়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে একাধিক জনকল্যাণ মূলক পরিষেবা চালু রয়েছে। যার মধ্যে অন্যতম ভবিষ্যত ক্রেডিট কার্ড ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সূত্রের খবর, বিগত দিনে কিছু কারণবশত উক্ত দুই পরিষেবা জটিলতার সম্মুখীন হচ্ছিল। তবে এবার সমস্ত জট কাটাতে উদ্যোগী সরকার।
WB Government –এর সিদ্ধান্ত
দীপাবলির মরশুমে জেলায় জেলায় আয়োজন করা হবে শিবির। এই শিবিরের মাধ্যমে পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড, ছাত্রছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার সিদ্ধান্তও হয়েছে নবান্নের বৈঠকে। গত সোমবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নে বৈঠক – স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড
বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্প ও মুখ্যমন্ত্রীর দফতরে দায়িত্বপ্রাপ্ত সচিব-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় শিবির আয়োজন করা হবে। এই কর্মসূচির উদ্দেশ্যে হবে জনগণের হাতে ভবিষ্যত ক্রেডিট কার্ড ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত পরিষেবা তুলে দেওয়া। শিবিরে খতিয়ে দেখা হবে রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি ঠিক কী অবস্থায় রয়েছে।
প্রক্রিয়াগত কারণে এখনও পর্যন্ত যে সমস্ত আবেদনপত্র জমা পড়ে রয়েছে তার নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে শিবিরেই। পাশাপাশি, নভেম্বরের শিবির শুরুর আগে জেলাশাসকদের কাছে জমে থাকা ক্রেডিট কার্ড সংক্রান্ত আবেদনগুলি ব্যাঙ্কে পাঠানোর নির্দেশ দিয়েছে নবান্ন। পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার বিষয়টি এবার সফল করতে উদ্যোগী রাজ্য সরকার। তাঁদের সমস্ত তথ্য একজোট করার প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরেই। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে জেলা ভিত্তিকভাবে।
আরও পড়ুন, কর্মসাথী পরিযায়ী শ্রমিক সুবিধা পাবে ২ লক্ষ ২৮ হাজার টাকার! আবেদন শুরু
শেষ দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্যের ১৪ লক্ষ ২৫ হাজার পরিযায়ী শ্রমিক তাঁদের নাম নথিভুক্ত করিয়েছিলেন। নভেম্বরে আয়োজিত হতে চলা প্রকল্পে রাজ্য ছেড়ে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের তথ্যও জোগাড় করা হবে। ২-১০ নভেম্বরের মধ্যে জোগাড় করা হবে সেসব তথ্য। আর তথ্য সংগ্রহের পর পরিযায়ী শ্রমিকদের উন্নতি স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে রাজ্য সরকার। সূত্রের খবর, বৈঠকে গৃহীত হওয়া শিবির সংক্রান্ত বিষয়টি ভালো করে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। পরিযায়ী শ্রমিক ও ছাত্রছাত্রীরা যাতে এ সংক্রান্ত বিষয়ে অবগত হতে পারেন, তা বিশেষভাবে নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন