নিজস্ব প্রতিবেদনঃ বয়স কি হয়েছে ১৮, আপনার কিংবা পরিবারের কারো! তাহলে আপনার জন্য এই প্রতিবেদন বেশ কাজের হতে চলেছে। এছাড়া আপনার Voter Card এর ক্ষেত্রে আছে কি কোন বানানের ভুল! আপনি কি খুব শীঘ্রই বাসস্থান বদল করেছেন বিবাহ কিংবা চাকরীর কারণে? কবে থেকে শুরু হচ্ছে এই ভোটার কার্ডের নতুন নাম তোলা এবং ভোটার কার্ড সংশোধনের কাজ আর তা চলবে কতদিন পর্যন্ত, জানতে দেখুন।
Voter Card Correction and new inclusion has been started
খুব বেশি ব্যস্ত হবার দরকার নেই। কারণ সবে সবে এই ভোটার তালিকায় নতুন নাম তোলা এবং ভোটার কার্ড সংশোধনের কাজ শুরু করেছে কেন্দ্রের নির্বাচন কমিশন। প্রতি বছরের মতো এবারেও একাজ শুরু হতে বিলম্ব নেই। গত পয়লা নভেম্বর তারিখ থেকে শুরু হয়েছে ভোটার কার্ড সংক্রান্ত কাজ। এই কাজ চলবে আগামী ৯ই ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে, এবারে বুথ লেভেলে হবে এই কাজ। নিজেদের নাম নতুন ভোটার তালিকাতে (Voter List) যুক্ত করা এবং নিজের পুরান ভোটার কার্ড সংশোধন (Voter Card Correction) করার জন্য উপযুক্ত প্রমাণ জমা দিয়ে খুব দ্রুত সেরে ফেলতে হবে এই কাজ। বর্তমানে ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে যদিও একাজ সারা বছর ধরেই চলতে থাকে। এই বিষয়ে আরও জানানো হয়েছে যে, ভোটার কার্ড সংক্রান্ত কাজের জন্য স্পেশাল ক্যাম্পেইন চালান হবে নভেম্বরের ৫টি বিশেষ তারিখে। সেক্ষেত্রে ৪, ৫, ১৮, ২৫, ২৬ তারিখ বাছাই করে নেওয়া হয়েছে। এছাড়া ডিসেম্বরের ৩ তারিখে হবে শেষ স্পেশাল ক্যাম্পেইন।
অনলাইন ভোটার কার্ড সংশোধন ও নতুন আবেদন
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO West Bengal) -এর তরফ থেকে আরও জানানো হয়েছে যে, বরাবরের মতো এবারে অনলাইনেও করা যাচ্ছে এই কাজ। এর জন্য আপনি নিজে ঘরে বসেই নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে করতে পারবেন এই কাজ। কাজ করতে হবে দ্রুত এবং নির্ভুলভাবেই। এছাড়া নিকটস্থ কাস্টমার সার্ভিস সেন্টার বা CSC -তে গিয়েও অনলাইনে এই কাজ করতে পারবেন।
আগামী ২০২৪ এই সারা ভারত জুড়েই হতে চলেছে লোকসভা নির্বাচন। এর আগে বেশ গুরুত্ব পাচ্ছে এই ভোটার সংক্রান্ত কাজ। রাজ্যে যুক্ত হবে নতুন ভোটার আবার অনেক কারণে উপযুক্ত কারণে নাম কাটা যাবে অনেকেরই। সব কাজের শেষে নতুন এবং সংশধিত ভোটার তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এবারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক।
ভোটার কার্ডের তথ্য পেতে পারেন এসএমএস করেই, উপায় দেখুন
যেভাবে আপনার নাম চেক করতে পারবেন ভোটার তালিকাতে তা দেখে নিন। প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে, “WB<Space>EC<Space>Voter ID Number” এবং তা পাঠিয়ে দিতে হবে ‘51969’ নাম্বারে। একটি উদাহরণ দেওয়া যাক। যদি আপনার ভোটার কার্ডের নাম্বার হয় “XYZ1234567” তাহলে মেসেজে লিখবেন, “WB EC XYZ1234567″। আর যদি কার্ড নাম্বার এমন হলে অর্থাৎ, “WB/12/123/123456” তাহলে মেসেজে লিখতে হবে, “WB EC WB/12/123/123456″।
প্রকল্প হিসেবে পড়ুন, দীপাবলির আগেই বড় উপহার মোদীর! ফ্রি রেশন পেতে দেখুন
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মেসেজ আপনি যেকোনো সক্রিয় মোবাইল নাম্বার থেকেই পাঠাতে পারবেন। এছাড়া আপনি সরাসরি কল করতে পারেন ‘1950’ নাম্বারে। এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন টেলিগ্রাম বা হোয়াটস্যাপ গ্রুপে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন