দীপাবলির আগেই বড় উপহার মোদীর! ফ্রি রেশন পেতে দেখুন

Free Ration

নিজস্ব প্রতিবেদনঃ দেশবাসীর জন্য Free Ration নিয়ে সুখবর দিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আগামী পাঁচ বছর বিনা পয়সায় রেশন দেবে মোদী সরকার। তবে কাদের জন্য এই সুবিধা! ভারতের প্রত্যেকেই কী পাবেন এই ফ্রি রেশনের সুবিধা! নাকি কিছু কিছু রেশন কার্ডের (Ration Card) জন্যই চালু থাকছে এই সুবিধা! এই প্রতিবেদনে জেনে নেয়া যাক।

Free Ration facility will extend up to more 5 Years

ভোটের আগে মোদী সরকারের বিরাট উপহার। আগামী পাঁচ বছর বিনা পয়সায় রেশন দেওয়ার ঘোষণা করল কেন্দ্র। নির্বাচনের আগেই দেশবাসীকে সুখবর দিল মোদী সরকার। বিনামূল্যে রেশন পরিষেবাকে আরও বর্ধিত করার ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সম্প্রতি একটি জনসভায় এহেন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দীপাবলির মরশুমে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় মুখের হাসি চওড়া হয়েছে দেশবাসীর।

মাননীয় প্রধানমন্ত্রী (PM Modi) জানিয়েছেন, আগামী পাঁচ বছরের জন্য ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে। দেশে ক্রমাগত মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস দশা সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে কার্যত কালঘাম ছুটছে তাঁদের। এদিকে, বেতন বৃদ্ধি না হওয়া ও বেকার সমস্যা ক্রমশ বাড়ছে। দরিদ্রসীমা -এর নীচে থাকা মানুষের সংখ্যাও ক্রমশ উর্ধ্বমুখী। এমত পরিস্থিতিতে রেশনের খাদ্যশস্য ভরসা সাধারণ মানুষের। তাই পরিস্থিতির বিবেচনা করে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের তরফে চালু হওয়া রেশন প্রকল্পের (Free Ration Scheme) মেয়াদ আরও বাড়ানো হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি ছত্তিশগড়ের একটি নির্বাচনী জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছর আশি কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশনের খাদ্যশস্য পাবেন। এই ঘোষণার পরই দীপাবলির মরশুমে প্রধানমন্ত্রীর এই চমকপ্রদ উপহারে খুশির আবহ ছড়াল দেশে।

ফ্রি রেশন নিয়ে ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

সূত্রের খবর, ছত্তিশগড়ের জনসভায় নরেন্দ্র মোদী বলেন, প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে অনেক বন্ধু কাজের জন্য বাইরে যান, তাঁদের জন্য বিজেপি সরকার এমন ব্যবস্থা করেছে যে দেশের যে কোনও প্রান্তে গেলেও আপনি বিনামূল্য রেশন পাবেন। তাই মোদী আপনাকে এক দেশ এক রেশন কার্ডের সুবিধা দিয়েছে। অর্থাৎ কোটি কোটি প্রধানমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হতে চলেছেন।

মহামারির সময় ২০২০ সালে গরিব অন্ন কল্যাণ যোজনা (PMGKAY) চালু করেন নরেন্দ্র মোদী। এই যোজনার অধীনে NFSA কোটার মধ্যে থাকা ব্যক্তিরা বিনামূল্যে পাঁচ কেজি খাদ্যশস্য পেয়েছিলেন। পরবর্তীকালে এই স্কিমের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শেষবারের ঘোষণায় ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কিমের মেয়াদ বাড়ানো হয়। তারপর থেকে সরকারের তরফে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় জনগণের ধারণা হয়েছিল আর হয়তো মেয়াদ বাড়বে না এই প্রকল্পের। কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী স্কিমের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন।

নয়া সিদ্ধান্ত অনুসারে আরও পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন পাবেন জনসাধারণ। জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি বিজেপি সরকার আগামী পাঁচ বছরের জন্য ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পে মেয়াদ বৃদ্ধি করবে। এরপর নরেন্দ্র মোদীর কথায়, দেশবাসীর ভালোবাসা ও আশীর্বাদ তাঁকে সিদ্ধান্ত নেওয়ার শক্তি জোগায়। জনগণের জন্য রেশন প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ঘোষণার পর কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

চালু হল নতুন নীল আধার কার্ড! কী কী সুবিধা পাবেন এবারে, জেনে নিন একনজরে

তাঁর কথায়, “ওরা গরিবদের গরিব রাখতে চায়।” তারপর তিনি বলেন, গত পাঁচ বছর ধরে কংগ্রেসের করা এই অন্যায় এবং দুর্নীতি আপনারা সহ্য করেছেন। বিশ্বাস করুন, আর তিরিশ দিন বাকি রয়েছে। তারপর এই সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন।” স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর জোরদার তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল