নিজস্ব প্রতিবেদনঃ বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট (5G Internet) প্রযুক্তির দিক থেকে অনেক বেশি অগ্রসর হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ‘5G’ পরিষেবা প্রদান করছে বর্তমানে আমাদের ভারতে অবস্থান করা বৃহৎ দুই টেলিকম সংস্থা। তাদের মধ্যে একটি হলো মুকেশ আম্বানির সংস্থা জিও এবং অপরটি এয়ারটেল। ‘5G’ পরিষেবা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য জিও এবং এয়ারটেল উভয়েই একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছিল।
সেই সিদ্ধান্ত অনুসারে উভয় সংস্থা বিনামূল্যে কোটি কোটি গ্রাহকদের কাছে পৌঁছে দিত আনলিমিটেড ‘5G Internet’ ইন্টারনেট। স্বাভাবিক ভাবেই এই বিনামূল্য ‘5G’ ইন্টারনেট পরিষেবায় উপকৃত হয়েছিলেন দেশের বহু মানুষ। তবে মনে করা হচ্ছে বিনামূল্য ইন্টারনেট পরিষেবার সুবিধা উপভোগ করার দিন এবার শেষ হতে চলেছে। বর্তমানে এই দুটি সংস্থারই বিভিন্ন ‘4G’ প্ল্যান গুলির পাশাপাশি বিভিন্ন দামের ‘5G’ প্ল্যানও আছে।
স্বাভাবিক ভাবেই ‘4G’ প্ল্যান গুলির তুলনায় ‘5G’ প্ল্যানের দাম কিছুটা বেশি। তবে কিছু সময় বিনামূল্য ইন্টারনেটের সুবিধা লাভ করার জন্য গ্রাহকরা খুব একটা অসুবিধার মধ্যে পড়তেন না। তবে সম্প্রতি দুই সংস্থার তরফ থেকেই বিশেষ বিবৃতি জারি করে জানানো হয়েছে জনপ্রিয় কিছু রিচার্জ প্ল্যান এর সুবিধা খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয় বেশ কিছু রিচার্জ প্ল্যান এর দাম আবার বাড়তেও চলেছে।
5G Internet for Jio and Airtel
এই খবর শোনার পর থেকেই মাথায় হাত পড়েছে এয়ারটেল এবং জিও -র কোটি কোটি গ্রাহকদের। যাদের ইন্টারনেট একটু বেশি প্রয়োজন হয় তাদের রিচার্জ করতে গেলে মোটামুটি খরচ করতেই হয় ৫০০ টাকার মত। এবার রিচার্জ প্ল্যান এর দাম বৃদ্ধি পেলে আরো বেশি পরিমাণ টাকা দিয়ে রিচার্জ করতে হবে তাদের। ফলে অসুবিধার মধ্যে পড়তে পারেন অনেক গ্রাহক।
২০২২ সালে ভারতে ‘5G’ ইন্টারনেট পরিষেবা চালু করে এই দুটি টেলিকম সংস্থা। বর্তমানে এই দুই কোম্পানির অধীনে মোট ১২৫ মিলিয়নেরও বেশি ‘5G’ গ্রাহক আছেন। তারা আশাবাদী এই বছরের মধ্যে ২০০ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে তাদের ‘5G’ গ্রাহক সংখ্যা। কিন্তু এরই মধ্যে কয়েকটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করতে চলেছে তারা।
শুধু তাই নয় দুই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তাদের রিচার্জ প্ল্যান গুলি ৫ থেকে ১০ শতাংশ হারে মূল্য বৃদ্ধি ঘটবে। সম্প্রতি মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে তাদের ফাইভ-জি ইন্টারন্যাশনাল রোমিং প্যাক এবার শুরু হবে ন্যূনতম ৮৯৮ টাকা থেকে। যদিও এয়ারটেল এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
আরও দেখুন, এয়ারটেল এর নিউ ইয়ার অফার! দিলখুশ হলেন গ্রাহকেরা, এখুনি দেখুন
তবে বিশেষজ্ঞরা মনে করছেন এ বছর সেপ্টেম্বর মাসের দিকে ‘4G’ প্ল্যানের তুলনায় ‘5G’ র দাম ২০ শতাংশ বৃদ্ধি পাবে। তবে এর জন্য গ্রাহকদেরও বিশেষ লাভ হবে। তারা অতিরিক্ত টাকা দিয়ে রিচার্জ করলে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি ডাটা পাবেন সেই রিচার্জ প্ল্যান গুলি থেকে।
দুই সংস্থার তরফ থেকেই এখনো পর্যন্ত আধিকারিকরা নির্দিষ্ট করে এ বিষয়ে কিছু জানাননি। বিশেষজ্ঞরা মনে করছেন কিছুদিনের মধ্যেই এই সম্পর্কিত কোনো ঘোষণা হতে চলেছে।এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন