Jio Airtel VI BSNL – Call Forwarding Facility will stop soon: বর্তমানে প্রতিটি মানুষের হাতেই রয়েছে মোবাইল ফোন। মোবাইল কলিং এর মাধ্যমে খুব সহজে অপরের সঙ্গে যোগাযোগ করা যায় বলেই এক সময় মোবাইল ফোন জনপ্রিয় হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে। পরবর্তীতে মোবাইল ফোনের সঙ্গে যুক্ত হয়েছে আরো অত্যাধুনিক প্রযুক্তি। বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল ফোনের সাহায্যে কল এর পাশাপাশি আরো নানা ধরনের কাজকর্ম করা যায়। তবে এবার মোবাইল কলিং এর ক্ষেত্রে বন্ধ হতে চলেছে বিশেষ এই কল ফরোয়ারডিং সুবিধা (Jio Airtel VI BSNL- Call Forwarding Facility) পরিষেবা। জেনে নিন ১৫ এপ্রিল থেকে মোবাইল কলিংয়ের ক্ষেত্রে কোন পরিষেবাটি আর একেবারেই ব্যবহার করতে পারবেন না।
Call Forwarding on Jio Airtel VI BSNL
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক (DOT) এর তরফ থেকে বর্তমানে আমাদের ভারতে প্রচলিত বৃহত্তম টেলিকম সংস্থা যেমন জিও, এয়ারটেল ও ভি-আই কে এই বিশেষ নির্দেশিকা পাঠিয়ে তা কঠোর ভাবে মানার জন্য নির্দেশ দিয়েছে। সরকারের নির্দেশ অনুসারে জানা যাচ্ছে আগামী ১৫ এপ্রিল থেকে মোবাইল কলিং এর ক্ষেত্রে কল ফরওয়ার্ডিং ফিচারটি বন্ধ হয়ে যেতে চলেছে। মূলত অনলাইন প্রতারণা রোধ করার জন্যই এই পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে টেলিকম মন্ত্রক।
বর্তমানে জিও, এয়ারটেল ও ভি-আই মোবাইল কলিং পরিষেবার এই গুরুত্বপূর্ণ ফিচার অর্থাৎ কল ফরোয়ার্ডিং পরিষেবাকে চালু রেখেছে। টেলিকম মন্ত্রকের তরফ থেকে এই কারণে তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। টেলিকম মন্ত্রকের এই বিশেষ নির্দেশিকার ফলে আগামী ১৫ এপ্রিলের পর থেকে আর কল ফরওয়ার্ডিং করতে পারবেন না এদেশের মোবাইল গ্রাহকরা। মোবাইল গ্রাহকরা যে কোম্পানির সিম ব্যবহার করুন না কেন, তাতে এই বিশেষ ফিচারটি আর একেবারেই ব্যবহার করা যাবে না।
টেলিকম মন্ত্রকের দাবি কল ফরওয়ার্ডিং মাধ্যম টিকে বহু প্রতারকরা, প্রতারণার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। যে কোনো টেলিকম সংস্থার সিমের ক্ষেত্রেই USSD কোডের মাধ্যমে মোবাইলের ব্যালেন্স, ডেটা ব্যালেন্স ইত্যাদি জানা যায়। শুধু তাই নয়, এই USSD কোড *401# এর মাধ্যমে গ্রাহকের ব্যবহার করা মোবাইল নম্বর থেকে অন্যত্র কল ফরওয়ার্ড করে দেওয়া যায়।
অনেক গ্রাহক এই কাজ করলেও প্রযুক্তিগত দিক থেকে কম সচেতন থাকার কারণে প্রতারণা শিকার হতে হয়েছে তাদের। বিভিন্ন স্থান থেকে তথ্য মারফত জানা গেছে গ্রাহকদের ফোন করে কাস্টমার সার্ভিস বলে পরিচয় দিয়ে এবং গ্রাহকের ব্যবহার করা সিমের সমস্যা আছে জানিয়ে *401# এই USSD কোডে ডায়াল করতে বলা হচ্ছে। যে সকল গ্রাহকরা এ বিষয়ে বিশেষ সচেতন হতে পারেন না, তারা সেই ভুয়ো ফোনে বিশ্বাস করে ফোনে বলা কাজ গুলি করে ফেলছেন।
এই কাজ করার ফলেই গ্রাহকের ব্যবহৃত মোবাইল নম্বরটি অন্যত্র ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। এই সুযোগে কাজে লাগিয়ে সিম ক্লোন করা, ওই মোবাইল নম্বরের সংযুক্ত থাকা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জেনে নেওয়া এবং অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া ইত্যাদি ঘটনাগুলি ঘটছিল। টেলিকম মন্ত্র আশাবাদী কল ফরওয়ার্ডিং সিস্টেমটি বন্ধ করে দিলে এই ধরনের জালিয়াতি অনেকটাই কমে যাবে।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন