BSNL Recharge: কম খরচে বেশি লাভ! রিচার্জ প্ল্যান জেনে নিন

সম্প্রতি জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া- এই ৩টি টেলিকম কোম্পানি সারা ভারত জুড়ে তাদের রিচার্জ ট্যারিফ বাড়িয়েছে অনেকটাই। তবে BSNL Recharge Value রয়েছে আগের মতোই। এর ফলে ঐ সকল গ্রাহকদের পকেটে পড়ছে টান। তবে এবারে বিএসএনএল এর গ্রাহকেরা আছেন নিশ্চিন্তে। আর অন্যরা ভাবছেন বিএসএনএল কোম্পানির সাথে যুক্ত হবার কথা। সেক্ষেত্রে ২০২৪ সালে কোন প্ল্যান দেবে সবথেকে বেশি লাভ, কোন রিচার্জে মিলবে বাড়তি সুবিধা, তা আজকের প্রতিবেদনে জেনে নেয়া যাক।

ভয়েস ভাউচার প্ল্যান রেট- আনলিমিটেড প্ল্যান বিএসএনএল

১। ১৩৯ টাকার প্ল্যানঃ-
মাত্র ১৩৯ টাকা দিয়ে বিএসএনএল রিচার্জ করলে মিলবে ২৮ দিনের ভ্যালিডিটি।
সুবিধা-
২৮ দিনের লম্বা ভ্য্যালিডিটি,
আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধা,
প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট ডেটা,
ডেটা শেষে স্পিড কমে যাবে, তবে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

২। ১৮৪, ১৮৫, ১৮৬ টাকার বিএসএনএল রিচার্জে ২৮ দিনের আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধা। এক্ষেত্রে প্রতিদিন মিলবে ১ জিবি করে ইন্টারনেট।

৩। ১৮৭ টাকার বিএসএনএল রিচার্জে ২৮ দিনের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে। সাথেই মিলবে ১.৫ জিবি করে ইন্টারনেট সুবিধা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪। ২৬৯ টাকার বিএসএনএল রিচার্জে ২৮ দিনের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে। সাথেই মিলবে ২ জিবি করে ইন্টারনেট সুবিধা।

৫। ৫৯৯ টাকার বিএসএনএল রিচার্জে ৮৪ দিনের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে। সাথেই মিলবে ৩ জিবি করে ইন্টারনেট সুবিধা। ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

৬। ৭৬৯ টাকার বিএসএনএল রিচার্জে ৮৪ দিনের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে। সাথেই মিলবে রোজ ২ জিবি করে ইন্টারনেট সুবিধা। ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

৭। মাত্র ১৮ টাকার বিএসএনএল রিচার্জে ২ দিনের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে। সাথেই মিলবে প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট সুবিধা। ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৮। মাত্র ৫৯ টাকার বিএসএনএল রিচার্জে ৭ দিনের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে। সাথেই মিলবে প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট সুবিধা। ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

৯। ৮৭ টাকার বিএসএনএল রিচার্জে ১৪ দিনের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে। সাথেই মিলবে প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট সুবিধা। ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

১০। ৯৯ টাকার বিএসএনএল রিচার্জে ১৭ দিনের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে।

১১। ১১৮ টাকার ২০ দিনের রিচার্জ প্ল্যান দিচ্ছে বিএসএনএল কোম্পানি। এক্ষেত্রে মিলবে আনলিমিটেড ভয়েস কল করা দুর্দান্ত সুবিধা। এছাড়া মিলবে এককালীন ১০ জিবি ইন্টারনেট ডেটা। ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১২। ১৪৭ টাকার ৩০ দিনের রিচার্জ প্ল্যান দিচ্ছে বিএসএনএল কোম্পানি। এক্ষেত্রে মিলবে আনলিমিটেড ভয়েস কল করা দুর্দান্ত সুবিধা। এছাড়া মিলবে এককালীন ১০ জিবি ইন্টারনেট ডেটা। ইন্টারনেট শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

১৩। ২৯৯ টাকার বিএসএনএল ৩০ দিনের রিচার্জ প্ল্যান। আনলিমিটড কলিং, রোজ ৩ জিবি করে ইন্টারনেট ডেটা মিলবে এই প্ল্যানের সাথে।

বিএসএনএল এর নানা প্ল্যানের আরও সুবিধা

১৪। ২৯৮ টাকার বিএসএনএল ৫২ দিনের রিচার্জ প্ল্যান। আনলিমিটড কলিং, রোজ ১ জিবি করে ইন্টারনেট ডেটা মিলবে এই প্ল্যানের সাথে। এটি তাদের জন্য বেশ কাজের যাদের ইন্টারনেট খুব বেশি প্রয়োজন নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৫। ৩৪৭ টাকার বিএসএনএল ৫৪ দিনের রিচার্জ প্ল্যান। আনলিমিটড ভয়েস কলিং, রোজ ২ জিবি করে ইন্টারনেট ডেটা মিলবে এই প্ল্যানের সাথে। ইন্টারনেট শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

১৬। ৩৯৯ টাকার বিএসএনএল ৭০ দিনের রিচার্জ প্ল্যান। আনলিমিটড ভয়েস কলিং, রোজ ১ জিবি করে ইন্টারনেট ডেটা মিলবে এই প্ল্যানের সাথে। ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

১৭। ৪৯৯ টাকার বিএসএনএল ৭৫ দিনের রিচার্জ প্ল্যান। আনলিমিটড ভয়েস কলিং, রোজ ২ জিবি করে ইন্টারনেট ডেটা মিলবে এই প্ল্যানের সাথে। ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে। জ্যোতিষ সহ একাধিক সুবিধার লাভ নেওয়া যাবে এই প্ল্যানের সাথে।

১৮। ৪৮৫ টাকার বিএসএনএল ৮২ দিনের রিচার্জ প্ল্যান। আনলিমিটড ভয়েস কলিং, রোজ ১.৫ জিবি করে ইন্টারনেট ডেটা মিলবে এই প্ল্যানের সাথে। ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৯। ৪৩৯ টাকার বিএসএনএল ৯০ দিনের রিচার্জ প্ল্যান। আনলিমিটড ভয়েস কলিং, ইন্টারনেট ডেটা মিলবে এই প্ল্যানের সাথে। ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে।

ডেটা ভাউচার, ভ্যালিডিটি এবং প্ল্যানের খরচ

১। ১৬ টাকায় ১ দিনের জন্য মিলবে ২ জিবি ইন্টারনেট ডেটা।

২। ৫৮ টাকায় ৭ দিনের প্ল্যানে মিলবে রোজ ২ জিবি করে ইন্টারনেট ডেটা।

৩। ৯৭ টাকায় ১৫ দিনের প্ল্যানে মিলবে রোজ ২ জিবি করে ইন্টারনেট ডেটা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪। ২৫১ টাকায় ২৮ দিনের প্ল্যানে মিলবে মোট ৭০ জিবি ইন্টারনেট ডেটা।

৫। ৯৪ টাকায় ৩০ দিনের প্ল্যানে মিলবে রোজ ৩ জিবি ইন্টারনেট ডেটা।

৬। ২৮৮ টাকায় ৬০ দিনের প্ল্যানে মিলবে রোজ ২ জিবি ইন্টারনেট ডেটা।

২৮ দিন এবং ৮৪ দিনের কিছু বিএসএনএল রিচার্জ প্ল্যান

১। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এর কোম্পানির বিভিন্ন রিচার্জ গুলি থেকে জানা যাচ্ছে যে, তাদের এই সকল রিচার্জে অর্থাৎ ২৮ দিনের রিচার্জের দাম মোটামুটি ২৪৯ টাকা থেকে শুরু করে ২৯৯ টাকার মধ্যেই থাকছে। সেক্ষেত্রে বিএসএনএল এর ক্ষেত্রে এই প্ল্যানের দাম হচ্ছে সর্বোচ্চ ১৮৬ টাকা। এক্ষেত্রে মিলছে ১ জিবি ইন্টারনেট ডেটা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২। সেক্ষেত্রে ১.৫ জিবি ডেটা সহ জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এর কোম্পানির রিচার্জের দাম ২৯৯ টাকা থেকে শুরু করে ৩৪৯ টাকার মধ্যে। সেক্ষেত্রে বিএসএনএল এর দাম মাত্র ১৮৭ টাকা।

৩। ২ জিবি ডেটা সহ জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এর কোম্পানির রিচার্জের দাম ৮৫৯ টাকা থেকে শুরু করে ৯৭৯ টাকার মধ্যে। সেক্ষেত্রে বিএসএনএল এর দাম সর্বোচ্চ ৫৯৯ টাকা।

বিএসএনএল প্ল্যানের কিছু অসুবিধা

  • বিএসএনএল প্ল্যানে জনপ্রিয় ওটিটি প্ল্যান নেই। তাই যারা বিভিন্ন সিরিজ দ্যাখেন, তাদের ক্ষেত্রে বেশ অসুবিধা হবে।
  • নেটোয়ার্ক পরিষেবা খুব একটা ভালো নয় বলেই অভিজ্ঞতা রয়েছে গ্রাহকদের। কলিং এর ক্ষেত্রে খুব একটা সমস্যা না হলেও ইন্টারনেট ডেটা ব্যবহারে বেশ সমস্যার মধ্যে পড়তে হয় গ্রাহকদের।
  • যাদের শুধুমাত্র সিম নাম্বার বাঁচিয়ে রাখা বা কলিং এর সুবিধা নেবার দরকার, তাদের জন্য অনন্য হচ্ছে বিএসএনএল।

আশা করি আপনাদের বিএসএনএল রিচার্জ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে সক্ষম হয়েছি। তবে নিজের সিম কার্ড পোর্ট করার আগে নিজের এলাকায় অন্যরা কেমন সুবিধা পাচ্ছেন, তা জেনে নিন। টেলিকম রিচার্জ সংক্রান্ত এমন আরও নানা আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে নিজের পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল