WB Scholarship: রাজ্যে সেরার সেরা স্কলারশিপ, টাকা মিলবে একাউন্টে! দেখুন লিস্ট

নিজস্ব প্রতিবেদনঃ রাজ্যের মেধাবী পড়ুয়াদের পাশে সদা সর্বদা রয়েছে রাজ্য সরকার। পড়াশোনার জন্য যাবতীয় নানা জিনিসের সাথেই নানা ধরণের স্কলারশিপ (WB Scholarship) পাবার সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে একই সাথে কতগুলি স্কলারশিপ এর সুবিধা পাওয়া যাবে, কোন স্কলারশিপে পাওয়া যাবে সব থেকে বেশি টাকা! এই সমস্ত বিষয়ে জেনে রাখুন আজকের এই প্রতিবেদনে।

WB Scholarship 2024 – All Details

পড়ুয়াদের উচ্চ শিক্ষার পথে অগ্রসর হওয়ার জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন অর্থ সাহায্য বা বৃত্তি (WB Scholarship) প্রদান করা হয়। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ও এ ধরনের বিভিন্ন স্কলারশিপ চালু আছে। স্কলারশিপ গুলির সাহায্যে স্বাভাবিক ভাবেই অত্যন্ত উপকৃত হয় রাজ্যের ছাত্র ছাত্রীরা। দেখে নিন আমাদের রাজ্যে চালু থাকা স্কলারশিপ গুলির সম্পর্কে বিস্তারিত তথ্য।

স্বামী বিবেকানন্দ, নবান্ন এবং ঐক্যশ্রী স্কলারশিপ

১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়। এই স্কলারশিপ এর মাধ্যমে অর্থ সাহায্য পাওয়ার জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে। এছাড়াও সরকারের তরফ থেকে আবেদনকারীর পরিবারের আয়ের সীমা নির্ধারিত করা হয়েছে।

আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার মধ্যে। এবং সেই সঙ্গে মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর সহ পাস করতে হবে। এই সমস্ত যোগ্যতা গুলি থাকলে এই স্কলারশিপ এ আবেদন করে প্রত্যেকে ১২০০০ থেকে ৯৬০০০ পর্যন্ত টাকা পাবেন। নিম্নোক্ত লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবেন প্রার্থীরা www.svmcm.wbhed.gov.in.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) নবান্ন স্কলারশিপ-
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপটি দেওয়া হয়। এতে আবেদন করতে গেলে প্রার্থীদের মাধ্যমিকে অন্তত ৬৫ শতাংশ নম্বর সহ পাস করতে হবে। এই স্কলারশিপ এর মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের ১০০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। আবেদন করার জন্য www.wbcmo.gov.in. এই লিংকের সাহায্যে ফর্ম পূরণ করতে হবে।

৩) ঐক্যশ্রী স্কলারশিপ-
এই স্কলারশিপটিও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রদান করা হয়। এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে হলে ছাত্র-ছাত্রীকে অবশ্যই মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর সহ পাস করতে হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে। তবে এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরাই যোগ্য। এই স্কলারশিপে প্রার্থীরা ১৬৫০০ টাকা পর্যন্ত অর্থ সাহায্য লাভ করার সুবিধা পেতে পারে। www.wbmdfcscholarship.org. এই লিংকের মাধ্যমে এই স্কলারশিপের আবেদন করা সম্ভব।

ন্যাশনাল এবং ওয়েসিস স্কলারশিপ সম্পর্কে দেখুন

৪) ন্যাশনাল স্কলারশিপ ২০২৪-
ভারতীয় কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে ছাত্র ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এই স্কলারশিপটি প্রদান করা হয়। মাধ্যমিকের আগে বা পরে যে কোনো শ্রেনীর পড়ুয়ারা এই বৃত্তি পাওয়ার জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হন। এই স্কলারশিপে যোগ্যতা ও শ্রেনি অনুসারে আবেদন করা যায়। যেমন সক্ষম, প্রগতি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, মেরিট কাম মিনস ইত্যাদি বিভিন্ন ধাপে এই স্কলারশিপ প্রদান করা হয়।

এই স্কলারশিপটি পেতে গেলে ছাত্র ছাত্রীদের অবশ্যই আগের ক্লাসের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হয় ও পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার মধ্যে হতে হয়। ভারতের যে কোন রাজ্যের পড়ুয়ারা www.scholarships.gov.in লিংকে অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও দেখুন, এবারের মাধ্যমিক নিয়ে নতুন বিতর্ক! ছাত্র-শিক্ষক দেখে রাখুন

৫) ওয়েসিস স্কলারশিপ-
ওয়েসিস গ্ৰুপ এর তরফ থেকে কেবল মাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে। এই স্কলারশিপ Pre Matric এবং Post Matric Education উভয় ক্ষেত্রেই প্রদান করা হয়। ছাত্র ছাত্রীরা যে কোর্স বা বিষয় নিয়েই পড়াশোনা করুক না কেন তারা সকলেই এর মাধ্যমে অর্থ সাহায্য লাভ করতে পারে। স্কলারশিপ এর জন্য আবেদন করতে গেলে www.oasis.gov.in. লিংকে ক্লিক করে অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে।
Written by Joyeeta Mukherjee.
For, What’s Up Bengal

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল