WB DELED: উচ্চ মাধ্যমিকের পর ডিএলএড করলে কতটা লাভ! সরকারি চাকরির অন্যতম উপায় দেখুন

উচ্চ মাধ্যমিকের পর অনেকেই বুঝে উঠতে পারেন না কোন কোর্সে ভর্তি হবেন? আপনারা চাইলে ডিএলএড (WB DELED) কোর্সে এডমিশন নিতে পারেন। ২ বছরের এই কোর্স পরবর্তী সময়ে প্রাথমিক বিদ্যালয়গুলিতে চাকরির ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে। আপনারা সরকারি অথবা বেসরকারি ডি এল এড কলেজে ভর্তি হতে পারেন।

কিভাবে সরকারি কলেজে WB DELED কোর্সে ভর্তি হবেন?

ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন থেকে প্রতি বছর ডি এল এড কোর্সে ভর্তির ফর্ম বেরোয়। সেই ফর্ম আপনাদের ফিল-আপ করতে হবে। এই ফর্ম সাধারণত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ১ সপ্তাহের মধ্যে পাবলিশ হয়। সঠিক সময়ে ফর্ম ফিল-আপ না করলে আপনারা ডি এল এড সরকারি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। সরকারি কলেজে ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কস অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার মার্কসের কাট-অফ অনুযায়ী আপনারা ভর্তির সুযোগ পাবেন।

কিভাবে বেসরকারি কলেজে ডিএলএড কোর্সে ভর্তি হবেন?

ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন সরকারি আর বেসরকারি উভয় কলেজে ভর্তির জন্যই অনলাইনে আবেদন বাধ্যতামূলক করে দিয়েছে। তাই বেসরকারি কলেজে ভর্তি হতে গেলেও আপনাদের অনলাইনেই আবেদন করতে হবে। তবে বেসরকারি কলেজে ভর্তি হতে গেলে আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নির্দিষ্ট মার্কস নিয়ে পাস করলেই হবে। এক্ষেত্রে কোন কাট-অফ মার্কসের ব্যাপার নেই। ৬০ শতাংশ নম্বর পেলেই বেসরকারি কলেজে আবেদন করা যাবে।

কত শতাংশ মার্কস পেলে সরকারি কলেজে ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবেন ?

কলেজের ওপর নির্ভর করে কাট-অফ মার্কস। আপনারা একাধিক কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেলেই আবেদন করা যাবে। তবে কাট-অফ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সরকারি কলেজে নির্দিষ্ট সংখ্যক আসন থাকে। তবে উচ্চমাধ্যমিকে মোটামুটি ৮০ শতাংশের ওপর নম্বর পেলে কোন না কোন সরকারি কলেজে ডি এল এড কোর্সে ভর্তি হতে পারবেন। প্রতি কলেজে ফর্ম ফিলাপের জন্য মোটামুটি ১৫০ টাকা করে লাগবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি কলেজে ডিএলএড কোর্সের খরচ :-

ডিএল এড কোর্সের সময়সীমা ২ বছর। প্রথম বছরে ভর্তির জন্য ৭ হাজার ৭০০ টাকা আর আর দ্বিতীয় বছরে ভর্তির জন্য ৮ হাজার ৩০০ টাকা লাগবে। তবে পরীক্ষার ফি আলাদাভাবে জমা করতে হবে। প্রথম বছরে ও দ্বিতীয় বছরে পরীক্ষার ফর্ম ফিলাপের সময় ২ হাজার ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা জমা করতে হবে।

রাজ্যের গরমের ছুটি এগিয়ে এল, কবে থেকে শুরু

বেসরকারি কলেজে ডি এল এড কোর্সের খরচ :-
বেসরকারি কলেজের উপর নির্ভর করে কোর্সের ফি। মোটামুটি ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা মতো খরচ হতে পারে আপনাদের। তবে আপনারা চেষ্টা করবেন কলেজে কথা বলে ৫০ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকার মধ্যে কোর্স ফি রাখার।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল