ডিসেম্বরেই কী পশ্চিমবঙ্গে TET Exam 2023!
TET Exam 2023 -সংক্রান্ত বিরাট আপডেট! প্রাথমিকের টেট পরীক্ষার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন, তাদের অনেকেই আছেন ফ্রেস ক্যান্ডিডেট। আবার অনেকে আছেন এমন যারা নিজেদের টেট পরীক্ষার নম্বর বাড়াতে চান। দিন-রাত এক করে খেঁটে চলেছেন ভালো নাম্বার পাবার জন্য, তাদের জন্যা আজকের এই প্রতিবেদন।
TET Exam 2023 আপডেট
আগের নিয়োগ প্রক্রিয়ার এক বছরের ব্যবধানে আবার শুরু হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা তথা TET Exam 2023. যদিও এখনও পর্যন্ত আগের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। সেই প্রক্রিয়াকে অসম্পূর্ণ রেখেই চলতি বছরে আবার প্রাথমিক টেট পরীক্ষা নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই এই পরীক্ষা হতে পারে। আপাতত প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে বেশ ভাল রকম তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
ডিসেম্বরের মাসেই এই TET Exam 2023 -পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এর আগে রয়েছে পূজাবকাশ সহ একাধিক ছুটি। প্রাথমিক টেট পরীক্ষা 2022 সালে নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল 2022 সালে জানিয়ে ছিলেন, এবার থেকে প্রত্যেক বছরে 2 বার করে টেট পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে আবার তিনি জানিয়েছিলেন প্রত্যেক বছর 1 বার করে টেট পরীক্ষা নেওয়া হবে।
এই কথার মান রেখেই পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ তথা WBBPE, প্রাথমিক টেট পরীক্ষা তথা TET Exam 2023 নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে বলেই আশা করা হচ্ছে। কিন্তু ডিসেম্বরে হওয়া এই টেট পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য রাখেননি পর্ষদের সভাপতি গৌতম পাল। প্রসঙ্গত উল্লেখ্য, আগে প্রত্যেক বছর টেট পরীক্ষা নেওয়া হত। কিন্তু দীর্ঘ বেশ কিছু বছর এই পরীক্ষা বন্ধ থাকার কারণে টেট পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে এই বছরে TET Exam 2023 যেহেতু এখনো হয় নি, সেহেতু পরীক্ষা কবে হবে! প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে পরিক্ষার্থীদের মনেই।
NCTE -এর নিয়ম
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এন সি টি ই -র নিয়ম অনুযায়ী টেট পরীক্ষা প্রত্যেক বছর 1 বার করে নিতে হবে। কিন্তু সেই নিয়ম বহু বছর মানা হয়নি। এই কারণে টেট পরীক্ষার্থীরা পর্ষদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এমন মামলা আর যাতে না হয় সেই দিকে দৃষ্টি দিয়ে পর্ষদ পুনরায় টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু 2022 সালে হওয়া টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের নিয়োগের ব্যাপারে কোন তথ্য দেননি পর্ষদের সভাপতি গৌতম পাল।
টেট পাশ করলেই কী প্রাথমিকে চাকরী!
অবশ্য গতবছর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে টেট পরীক্ষার আগে জানানো হয়েছিল টেট পরীক্ষা দেওয়া মানেই চাকরি পাওয়া নয়। এই TET Exam 2023 -এর পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ণয় করা হয় মাত্র। এই একই কথা রাজ্য সরকারের তরফ থেকেও শোনা গেছিল। প্রসঙ্গতঃ জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত গত বছর হওয়া টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে।
নতুন করে এই বছর আবার টেট পরীক্ষা অর্থাৎ TET Exam 2023 -নেওয়া হবে বলেই জানা যাচ্ছে। এই প্রসঙ্গে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন যেহেতু প্রত্যেক বছর টেট পরীক্ষা নেওয়ার কথা আছে তাই গত বছরের ন্যায় এই বছরও টেট পরীক্ষা নেওয়া হবে। আর এই মর্মে পর্ষদের তরফ থেকে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।
ডিএলএড সত্ত্বেও প্রাথমিকের নিয়োগে চিন্তার বিষয় থেকেই যাচ্ছে কিছু প্রার্থীদের! দেখে নিন।
আবার ডিসেম্বরে টেট পরীক্ষা নেওয়া হতে পারে। এই সম্বন্ধে সকল তথ্য পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে পর্ষদের ওয়েবসাইটেই। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তোরজোর শুরু হয়ে গেছে। কিন্তু বেশকিছু টেট পরীক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকাদের একাংশ এই নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁরা গত বছরের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করেই পুনরায় টেট পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রশ্ন করছেন।
চাকরী প্রার্থীদের দাবী
কিন্তু রাজ্যের প্রাথমিকে শূন্যপদের ভিত্তিতে নিয়োগ সম্পন্ন না করে যদি টেট পরীক্ষা নিয়ম করে চলতে থাকে, তাহলে রাজ্যে টেট পাশ করা প্রার্থীদের সংখ্যা দিন দিন বেরেই যাবে। আর সেই অনুসারে নিয়োগ সম্পন্ন না হলে প্রতিযোগীতা অনেক বেড়ে যাবে। ফলে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার দাবী রাখেন চাকরী প্রার্থীরাই।
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ
এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিতে রয়েছে প্রধান শিক্ষকের অভাব। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই সকল শূন্যপদ গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের নতুন নিয়ম আগেই প্রকাশ করেছে পর্ষদ। এবারে সেই মোতাবেক, শূন্যপদের হিসেব করতে শুরু করেছে পর্ষদ। প্যানেল তৈরির কাজ কী শুরু হবে পুজার আগেই। জানতে দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদন।
উপসংহার
আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে যুক্ত হতে নিচে ক্লিক করুন। আমরা TET Exam 2023 ছাড়াও অন্যান্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট দিয়ে থাকি।
BSNL – দারুণ অফার! সস্তার রিচার্জে আরও 30 দিন ফ্রি ভ্যালিডিটি, দেখুন।
আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন