EWS Certificate – কীভাবে পাবেন 10 শতাংশ সংরক্ষণের সুবিধা, সরকারি বিজ্ঞপ্তি সহ আবেদন পদ্ধতি দেখুন।

এবারে EWS Certificate সম্পর্কে রাজ্য সরকারের তরফ থেকে জারি হয়েছে বিশেষ নোটিস। চাকরিতে আবেদন থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ, অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় EWS সার্টিফিকেটের। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই সার্টিফিকেট আসলে কি? বা জানলেও এটা অজানা যে, কীভাবে আবেদন জানাতে হয় এই বিশেষ সার্টিফিকেট পাবার জন্য! আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব।

সরকারি এই EWS Certificate এর সম্পূর্ণ নাম হল ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট। দেশের অধিকাংশ মানুষই জেনারেল ক্যাটাগরীর আওতায় পড়েন। সাধারণ ভাবেই তাদের থাকে না কোনো বিশেষ শ্রেণীর সার্টিফিকেট। তাই অনেকেই আর্থিক দিক থেকে দুর্বল হওয়ার জন্য চাকরির পরীক্ষার আবেদনপত্র পূরণ করতে পারেন না। তাদের জন্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে এই বিশেষ সুবিধা। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

EWS Certificate- এর আবেদনে নতুন নিয়ম, OBC- দের জন্য সুযোগ।

এবারে এই EWS Certificate এর জন্য আবেদন জানাতে পারবেন রাজ্যের OBC –রাও। তবে তাদের যদি কেন্দ্রের তালিকায় নাম থাকে, তাহলে তারা আবেদন জানাতে পারবেন না। এই নিয়ে রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। এবারে শুধুমাত্র জেনারেল নয়, যারা রয়েছে এই OBC Category এর মধ্যে, তারাও নিতে পারবেন এই বিশেষ সুবিধা।

EWS Certificate কারা এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন?

কারণ অনেক ক্ষেত্রেই EWS Certificate ছাড়া আবেদন ফি জেনারেলদের জন্য অধিক থাকে। কিন্তু এই সার্টিফিকেট থাকলে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। UR ক্যাটাগরিভুক্ত নিম্নবিত্তদের আর্থিকদিক থেকে সহায়তা করার জন্য EWS বা ইকোনমিক্যালি উইকার সেকশনের আওতায় কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। এই সার্টিফিকেট পেলে সরকারি চাকরি থেকে শুরু করে কলেজ,বিশ্ববিদ্যালয় ইত্যাদি ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। তাছাড়া EWS প্রার্থীদের জন্য সরকারিভাবে মোট সিটের 10% সিট সংরক্ষণ করা থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

EWS Certificate

EWS সার্টিফিকেট পাবার জন্য সরকারি নির্দেশিকা

কিভাবে পাওয়া যাবে এই সার্টিফিকেট?
আবেদনের পদ্ধতি-
অফলাইনেই এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে হবে। তার জন্য EWS এর আবেদনপত্রটি (ANNEXURE- A) ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে।

নিচের ভিডিও দেখতে মাঝে থাকা প্লে-বাটনে ক্লিক করুন।

এরপর আবেদনপত্রটিতে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। আবেদনকারীর কালার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগাতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। শেষে একটি মুখবন্ধ খামে ভরে আবেদনপত্র এবং নথিপত্রের কপিগুলি নির্দিষ্ট স্থানে গিয়ে জমা দিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়ম জানতে ক্লিক করুন এখানে।

EWS Certificate জন্য প্রয়োজনীয় নথিপত্র-

1) আবেদনকারীর ভোটার কার্ড,
2) প্যান কার্ড,
3) সিটিজেনশিপ সার্টিফিকেট/ অভিভাবকের সিটিজেনশিপ সার্টিফিকেট,
4) আবেদনকারীর জন্ম শংসাপত্র/ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
5) পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।

EWS Certificate

EWS আবেদনের শর্তাবলী-

1) SC,ST এবং OBC শ্রেণীভুক্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ আবেদনকারীকে জেনারেল ক্যাটাগরিভুক্ত হতে হবে।
2) আবেদনকারীর পারিবারিক ইনকাম বার্ষিক ৮ লাখ টাকার কম হতে হবে।
3) আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের নামে ৫ একরের বেশি জমি থাকা যাবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4) আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের ফ্ল্যাট বা বাড়ি ১ হাজার স্কয়ার ফুটের বেশি হওয়া যাবে না।
5) আবেদনকারীর পরিবারের নিজ এলাকার মিউনিসিপালিটিতে ১০০ স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা যাবে না।
6) নিজের এলাকার মিউনিসিপালিটির বাইরে আবেদনকারীর বা তার পরিবারের কোনো সদস্যের ২০০ স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা যাবে না।

আবেদন পত্ৰ কোথায় জমা দিতে হবে –

আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করে নীচে দেওয়া যে কোনো একজন আধিকারিকের কাছে জমা দিতে হবে।
1) ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট/ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।
2) সাব ডিভিশনাল অফিসার।
3) আবেদনকারী কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের হলে DWO,কলকাতা জমা দিতে হবে।
উল্লেখ্য, EWS সার্টিফিকেট রাজ্য সরকারের তরফে ইস্যু করা হয়। এই সার্টিফিকেটের মেয়াদ চলতি অর্থবর্ষের শেষ পর্যন্ত থাকে।

EWS Certificate জন্য ভেরিফিকেশন কিভাবে করা হয়?
আবেদনকারী গ্রাম পঞ্চায়েত এবং শহরের মিউনিসিপালিটি অঞ্চলে বসবাস করলে আবেদনপত্রটি BL এবং LRO দ্বারা ভেরিফাই করা হয়।
যদি ব্যক্তি কলকাতা পৌরসভার বাসিন্দা হন, আবেদন করলে BL & LRO / Chief Valuer / সার্ভেয়ার ভেরিফাই করেন।

MCQ on Chandrayaan-3 P2 | চন্দ্রযান-3 বিষয়ে MCQ দেখুন। #2

জমি, বাড়ি, সম্পত্তি, বার্ষিক আয় ইত্যাদি যাচাই বা ভেরিফাই করা হয়।
এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে সংশ্লিষ্ট অফিসার EWS অ্যাপ্লিকেশনটি Verify করবে। তারপর আবেদনকারী EWS Certificate পাবেন।
Apply Now-
https://drive.google.com/file/d/1-4cpy7q-76qSasPohqiN_qPAQt0LCoQb/view?usp=sharing
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়?
https://services.india.gov.in/service/detail/apply-online-for-economically-weaker-section-ews-certificate এই ওয়েবসাইটে গিয়ে এই সার্টিফিকেট এর জন্য আবেদন জানাতে হয়।

EWS Certificate faq

EWS কত সালে চালু হয়?
2019 এই সার্টিফিকেট এর ব্যবস্থা চালু করা হয়।

EWS বিভাগ কি?
Economically Weaker Section – অর্থাৎ আর্থিক ভাবে পিছিয়ে থাকাদের বিশেষ সুবিধা দিতে এই ব্যবস্থা করেছে সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে ইডব্লিউএস শংসাপত্রের মানদণ্ড?
যোগ্যতার মানদণ্ড হিসেবে যারা SC/ST/OBC বা এই জাতীয় কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত নয় তারা এই শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। বছরে 8 লাখের বেশি আয় হওয়া উচিত নয়৷

EWS সংরক্ষণ কি?
আর্থিক ভাবে পিছিয়ে থাকা সমাজের মানুষদের এই বিশেষ সার্টিফিকেট দেবার ব্যবস্থা করা হয়েছে।

কাস্ট সার্টিফিকেট করতে কি কি লাগে?
১) জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ২) আবেদনকারীর বাবা অথবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ৩) ফটো, ৪) বংশের মধ্যে সার্টিফিকেট আছে এমন তথ্য।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।