আধার সতর্কতা জারি করল UIDAI, না জানলেই সমস্যা বাড়বে।

প্রতারণার থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে জারি হল আধার সতর্কতা। বর্তমানে Aadhaar Card ছাড়া হয় না কোন কাজ। সরকারি দপ্তর থেকে শুরু করে নিজের যাবতীয় সকল রকমের কাজের UIDAI কর্তৃক প্রদত্ত আধার কার্ড এর ব্যবহার এখন সর্বত্র। এই আধার এর সাহায্যে প্রচুর মানুষ টাকা তোলা, বিভিন্ন ফর্ম জমা করা, চাকরীর আবেদন, সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন সাধারণ মানুষ। তবে নানা ক্ষেত্রেই বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হয়ে থাকন সাধারণ মানুষ। এবারে তাদের জন্যই জারি হল আধার সতর্কতা। তবে যদি সকলের মধ্যে সতর্কতা বাড়ে তাহলে আর প্রতারণার স্বীকার হতে হবে না সাধারণ মানুষকে। আজকের প্রতিবেদনে এই বিষয়ে স্টেপ বাই স্টেপ জেনে নেয়া যাক।

আধার সতর্কতা

সম্প্রতি জনসাধারণের সুবিধার ক্ষেত্রে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে UIDAI কর্তৃপক্ষ। সম্প্রতি জারি করা হয়েছে আধার সতর্কতা। একটি ট্যুইট করে এই কথা জানিয়েছে UIDAI. কীভাবে সতর্ক থাকবেন সাধারণ মানুষ, সেই বিষয়ে জানানো হয়েছে। এই সকল বিষয়ে জানা প্রত্যেকের অবশ্য কর্তব্য। তাহলে জনসচেতনতা বাড়বে। এতে ডিজিটাল ভারতের সকল জনগণ হবেন আরও বেশি সুরক্ষিত। চলুন তবে এই বিষয়ে জেনে নেয়া যাক।

কি জানালো UIDAI, ‘আধার সতর্কতা’ জেনে নিন।

আধার সতর্কতা বার্তা

আপনি হয়তো ব্যবহার করে থাকেন Whatsapp. কারণ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এটি বেশ প্রচলিত। এবারে আপনার মোবাইলে হয়তো ইতিমধ্যেই এসেছে বা ভবিষ্যতে আসতে পারে এমন কোন মেসেজ, যেখানে আপনি হতে পারেন প্রতারণার স্বীকার। কী থাকতে পারে সেই মেসেজে! এক্ষেত্রে Aadhaar বিষয়ে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা কখনোই আপনাকে আপনার আধার সম্পর্কে জানতে চাইবে না কোন Whatsapp বা Email -এর মাধ্যমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার সতর্কতা বার্তা

এবারে আপনি যদি পেয়ে থাকেন এমন কোন মেসেজ যেখানে কোন নাম্বার থেকে বা কোন প্রতারক Email -এর মাধ্যমে কিছু তথ্য জানতে চেয়েছে আপনার কাছ থেকে, তাহলে ঐ নাম্বারে আপনার কোন তথ্য পাঠাবেন না। বরং পারলে সেই নাম্বারের সাথে আর কোন যোগাযোগ না করাই ভালো। কারণ এখন এই সকল বিষয়ে প্রতারণার মাত্রা বেড়েই চলেছে। পারলে এই তথ্য নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন। যাতে এই ধরণের প্রতারণার স্বীকার তারা না হন।

আধার সতর্কতা বার্তা

তবে আপনার আধার কার্ড নিয়ে যদি কোন রকমের সমস্যা থাকে, তাহলে সরকারি নির্দেশিকা অনুসারে 1947 (টোল ফ্রি) নাম্বারে কল করে জেনে নিতে পারেন। এছাড়া আপনার কোন জিজ্ঞাসা থাকলে সেগুলি help@uidai.gov.in নামক সরকারি Email এর ঠিকানা মেইল পাঠিয়ে জেনে নিতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কোথায় ঠিক করবেন আপনার আধার কার্ড!

সরকারি নির্দেশিকা অনুসারে আপনাকে কোন ব্যাংক, পোস্ট অফিস এর শাখাতে এই আধার কার্ড সংক্রান্ত কাজের জন্য যেতে হবে। এছাড়া পোর্টালে গিয়েও আপনি এই আধার কার্ড সংক্রান্ত প্রায় সব রকমের কাজ করতে পারবেন। এই ধরণের আধার সতর্কতা বার্তা জানিয়েছে UIDAI.

LPG Gas Price | আগস্টে বাণিজ্যিক গ্যাস 100 টাকা কমলেও ডোমেস্টিক গ্যাস কত হল! দাম দেখুন।

উপসংহার

প্রত্যেকেরই আধার সতর্কতা সম্পর্কে জেনে রাখা দরকার। কারণ প্রতারণা বেরেই চলেছে প্রতিদিন। আর সাধারণ মানুষের মধ্যে সতর্কতা না বাড়লে যেকেউ হতে পারেন বড় ধরণের প্রতারণার স্বীকার। সকলের হিতার্থে আমরা আপনাদের জন্য এই ধরণের বিভিন্ন সতর্কতা মূলক তথ্য তুলে ধরি। সঠিক সময়ে সঠিক আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল