দুয়ারে সরকার ক্যাম্পে আরও ৪টি নতুন সুবিধা চালু, আবেদন করলেই টাকা একাউন্টে! দেখে নিন।

রাজ্যে আবার সপ্তম বারের মতো চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। সারা রাজ্য জুড়ে ৮ হাজার ৯৩০ টি শিবির করে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ৩৫ রকমের সুবিধা। এবারে চালু হচ্ছে আরও ৪ টি নতুন সুবিধা। এই প্রকল্পের আবেদনে মিলছে দারুণ আর্থিক সুবিধা। রাজ্যের সফলতম এবং জাতীয় স্তরে বিশেষভাবে সমাদৃত এবং রাজের সাধারণ মানুষের কাছে একই সাথে প্রায় সমস্ত রকমের প্রকল্প তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজিয় সরকার।

দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায়!

এবারেও বুথে বুথে পৌঁছে যাচ্ছে দুয়ারে সরকার। এই পর্যন্ত গত ৬ টি পর্যায়ে মোট ৪ লক্ষ ৬৬ হাজার শিবিরের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সাধারণ মানুষের দৌড় গোঁড়ায় পৌঁছে গেছে পরিষেবা। রাজ্যের ৭ কোটি ২০ লক্ষ মানুষ পরিষেবা গ্রহণ করেছেন এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই। নিজের এলাকায় কবে কোথায় হবে ক্যাম্প, জানতে হলে সরাসরি (ds.wb.gov.in) সাইটে গিয়ে দেখে নিতে পারেন।

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর বিশেষ ঐকান্তিক প্রচেষ্টায় গত ১ সেপ্টেম্বর তারিখ থেকে ৭ম বারের মতো আবার চালু হয়েছে এই সুবিধা। রাজ্যের মানুষের জন্য নতুন নতুন প্রকল্পের সুবিধা চালু হয় মাঝে মধ্যেই। এবারে আরও ৪ টি নতুন সুবিধা পাবেন রাজ্যের সাধারণ মানুষ। আপনিও কি পেতে পারেন এই সুবিধা! জানতে অবশ্যই দেখে রাখুন।

এবারের দুয়ারে সরকার ক্যাম্পের নয়া সুবিধা

আবেদন পত্র গ্রহণের কাজ চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আর সেই সকল আবেদনের পরিষেবা প্রদানের কাজ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত। দুটি রাউন্ডে চলবে কাজ গুলি। সপ্তম পর্যায়ের পরিষেবার মধ্যে প্রাপ্তি ঘটবে ৩৫ টি প্রকল্পের। সেগুলি একে একে দেখে নিন যে, আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লক্ষ্মীর ভান্ডার, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, প্রতিবন্ধকতার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, তপশিলি বন্ধু, মেধাশ্রী,শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রুপশ্রী, মানবিক, বিধবা ভাতা, কৃষকবন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড (কৃষি), কৃষি পরিকাঠামো তহবিল – প্রতিটি আবেদন পৃথক ভাবে গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং অনুমোদন প্রদান করা।

এছাড়াও এই দুয়ারে সরকার ক্যাম্পে আরও মিলবে কিষাণ ক্রেডিট কার্ড (প্রাণীপালন), বাংলা কৃষি সেচ যোজনার আওতায় আবেদন গ্রহণ এবং আর্থিক সহায়তার অনুমোদন প্রদান করার সুবিধা। আবেদন করা যাবে ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী নিবন্ধীকরণ, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ প্রদান, আধার পরিষেবা সংক্রান্ত সহায়তা পাবার জন্য।

এছাড়াও ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত সহায়তা, কৃষি জমির মিউটেশন সংক্রান্ত কাজ, পাট্টার জন্য আবেদন করা যাবে এবারে ক্যাম্পে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, বকেয়া বিদ্যুৎ বিলের আংশিক মুকুব, বিদ্যুৎ এর নতুন সংযোগ এর আবেদন করার সুবিধাও রাখা হয়েছে বরাবরের মতোই।

কর্মসাথী পরিযায়ী শ্রমিক সুবিধা পাবে ২ লক্ষ ২৮ হাজার টাকার! আবেদন শুরু, দেখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন ৪ টি সুবিধা কী কী

  • বার্ধ্যক্য ভাতার আবেদন
  • হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন
  • পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ
  • ক্ষুদ্র, ছোট ও মাঝারী শিল্পোদ্যোগীদের উদ্যম পোর্টালের অনলাইন নিবন্ধীকরণ

স্বাস্থ্যসাথী কার্ড এর সুবিধা পাবেন  সবাই, দেখুন লিস্ট।

ফর্ম কোথায় পাবেন!

এক্ষেত্রে ফর্ম পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যেই। তবে আপনাকে নির্দিষ্ট ক্যাম্প থেকেই ফর্ম গ্রহণ করতে হবে। অন্যথায় তা গৃহীত হবে না। নিজেদের গিয়েই নিতে হবে এই সকল সুবিধা।

যোগাযোগ

কোথায় জানতে পারবেন নিজের প্রশ্নের উত্তর। অর্থাৎ এই সকল পরিষেবার জন্য আপনার যে কোন রকমের প্রশ্নের উত্তর পেতে কল করুন নিচে দেওয়া নাম্বারে। নাম্বার হল – ০৩৩ ২২১৪ ০১৫২ এবং আরও একটি নাম্বার হল – ১৮০০ ৩৪৫ ০১১৭. এক্ষেত্রে সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন এই সংক্রান্ত সকল তথ্য। এছাড়া আপনার কাছাকাছি থাকা বাংলার সহায়তা কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন।

উপসংহার

দুয়ারে সরকার এর পাশাপাশি চলবে পাড়ায় পাড়ায় সমাধান। রাজ্যের আরও নানা ধরণের প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। আরও জানতে, ক্লিক করুন এখানে

আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল