স্যালারি একাউন্ট বদল করার নিয়ম দেখে নিন আজকের প্রতিবেদনে। সরকারি চাকরী পাবার স্বপ্ন দেখে প্রত্যেক সফল পড়ুয়া। তবে চাকরী চলাকালীন নিজের এক জায়গা থেকে অন্যত্র বদলী হলেই তার দরকার পরে স্যালারী একাউন্ট বদল করার বিষয়টি। এই বিষয়ে সঠিক তথ্য জানা না থাকলে অনেকেই বিভ্রান্ত হন। সঠিক পদ্ধতি জেনে নিন।
স্যালারি একাউন্ট
একাউন্ট অনেক ধরণের হয়। এর মধ্যে রয়েছে সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট। সরকারি কর্মীদের যে ব্যাংকের একাউন্টে তার বেতন জমা পড়ে, সেই একাউন্ট হচ্ছে তার নিজস্ব স্যালারি একাউন্ট। এই স্যালারি একাউন্ট এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বদল করা সম্ভব। আবার ব্যাংক পরিবর্তন না করে শুধুমাত্র শাখা পরিবর্তন করাও সম্ভব। তবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিন।
নিজের স্যালারি একাউন্ট বদলের জন্য শিক্ষকের করণীয়।
আবেদনকারীকে কি কি করতে হবে, দেখুন।
(১) একাউন্ট পরিবর্তন এর জন্য প্রথমে নিজ নিজ বিদ্যালয়ের HM/TIC কে একটি Prayer করবেন। সেই আবেদনে বর্তমান ও নতুন একাউন্ট ডিটেলস উল্লেখ করবেন।
(২) সাথে সাথে দেবেন ” OPTION FORM” ফিলাপ কপি।
(৩) EXSISITING ব্যাঙ্কের “NO OBJECTION CERTIFICATE” কপি ( NOC কপি)। এক্ষেত্রে বলে রাখা ভালো যে, যদি আপনি উক্ত ব্যাংক থেকে কোন লোন নিয়ে থাকেন, তাহলে এই NOC পেতে জটিলতা আসে। তবে এই বিষয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে আগে কথা বলে নিন।(৪) EXSISITING BANK একাউন্ট এর পাসবুকের জেরক্স কপি।
(৫)NEW BANK ACCOUNT এর পাসবুকের একাউন্ট ডিটেলস পেজের জেরক্স।
(৬) নতুন একাউন্টটি যেন একটিভ থাকে ও আপ টু ডেট করে নেবেন, এতে সুবিধা হবে।
(৭) যারা ট্রান্সফার নিয়েছেন, তাদের জন্য TRANSFER ORDER, APPROVAL COPY, RELEASE ORDER, JOINING REPORT – এই সকল তথ্য দরকার লাগবে।
এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের করণীয়।
এবারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের করণীয়।
(1) স্যালারি একাউন্ট বদল করার জন্য Teacher, উপরের ডকুমেন্টস এর একই রকম 2 সেট HM/ TIC কে জমা দিয়ে 1 সেট রিসিভ করে নেবেন।
(2) HM/TIC আবেদনের ভিত্তিতে একাউন্ট বদলের জন্য ডিটেলস (AC NO, IFSC CODE, BRANCH CODE ETC.) ভেরিফিকেশন করে নেবেন। New Account এর পাসবুকের আপ টু ডেট HOI ভেরিফাই করে নেবেন।
(3) একাউন্ট পরিবর্তনের জন্য HM/TIC ম্যানেজিং কমিটির মিটিং ডেকে আলোচনা করে একটি Resolution এ লিপিবদ্ধ করে নেবেন।
(4) iOSMS স্যালারি সাইট থেকে সংশ্লিষ্ট আবেদনকারীর AC NO বদলের জন্য ডিআই কে রিকোয়েস্ট পাঠাবেন HM/TIC.
(5) School ফরোয়ার্ডিং লেটার ও রেজুলেশন সহ Application সহ সমস্ত ডকুমেন্টস নিয়ে ডিআই অফিসে Salary Computer Section -এ গিয়ে New Account আপডেট করানোর কাজ করাতে হবে।
উৎসশ্রী পোর্টালে করণীয়।
উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন পদ্ধতিঃ-উৎসশ্রী লগইনে যে Staff এর স্যালারি Account Transfer হবে, তার Bank Update অপশনে গিয়ে Bank Name, Branch Code, Account No, MICR No -গুলি সঠিকভাবে আপডেট করে DDO তে রিকোয়েস্ট পাঠাতে হবে। Branch পরিবর্তনের জন্য শুধুমাত্র অনলাইনে Profile আপডেট করে ও HOI কে একটি আবেদন করে সাপোর্টিং ডকুমেন্টস সহ DI/ADI কে রিকোয়েস্ট পাঠিয়ে অফলাইনে একটি আবেদন করে রাখুন।
এগিয়ে এলো মাধ্যমিক পরীক্ষা, দেখুন মাধ্যমিক রুটিন ২০২৪
উপসংহার
এভাবে আপনি নিজের স্যালারি একাউন্ট পরিবর্তন করে নিতে পারেন। এমন ধরণের আপডেট পেতে, স্কুল কলেজের নানা ছুটি, পড়ুয়াদের স্কলারশিপ, পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সংক্রান্ত নানা আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েব পেজ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন