খাদ্যসাথী রেশন কার্ড সংক্রান্ত সব সমস্যার সমাধান সেপ্টেম্বরের দুয়ারে সরকার ক্যাম্পে!

আসছে এবারের দুয়ারে সরকার ক্যাম্প যেখানে খাদ্যসাথী রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান মিলবে। তবে এই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে কোন সমস্যার জন্য জমা করতে হবে কত নম্বর ফর্ম, আগে থেকে তা জেনে গেলে বেশি সমস্যার মধ্যে পড়তে হবে না আপনাকে। এবারে পশ্চিমবঙ্গ সরকার জনস্বার্থে সারা রাজ্য জুড়ে ফের চালু করতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানে Khadyasathi Ration Card সহ রাজ্যের নানা প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। আজকের প্রতিবেদনে দেখে নেয়া যাক, কীভাবে কত নম্বর ফর্ম ফিলাপ করে আপনি আপনার ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত নানা সমস্যার সমাধান পাবেন।

Contents hide

খাদ্যসাথী রেশন কার্ড

রাজ্যের সকল মানুষের খাদ্যের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার সারা বছর ধরেই খাদ্যসাথী রেশন কার্ড এর সংযোজন/ সংশোধন/বা রেশন কার্ড সংক্রান্ত কোনও পরিবর্তন করার সুযোগ দিয়ে থাকে। এছাড়া এবারের সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে কীভাবে নিজের ডিজিটাল রেশন কার্ডের সব রকমের সংশোধন করে নেবেন, আর কোন ক্ষেত্রে কত নম্বর ফর্ম পূরণ করে জমা করতে হবে সেই বিষয়ে একে একে স্টেপ বাই স্টেপ জেনে নিন।

রাজ্যের সব রকম ডিজিটাল খাদ্যসাথী রেশন কার্ড সংক্রান্ত ফর্ম পূরণ

রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন/রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অর্ন্তগত কোনও রেশন কার্ড সংযোজন/ সংশোধন/বা রেশন কার্ড সংক্রান্ত কোনও পরিবর্তন করতে হলে যে ফর্ম পুরণ করতে হবে এবং যে নথি/তথ্য জমা দিতে হবে, একে একে দেখে নিন।

১) পরিবারের কোনো সদস্যেরই যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে এবং পরিবারটি ভর্তুকিযুক্ত খাদ্য শস্যের আওতায় আসতে চাইলে:

ক) খাদ্যসাথী রেশন কার্ড এর ক্ষেত্রে ফর্ম ৩ পূরণ করে জমা দিতে হবে।
খ) আবেদনকারীর বয়স ৫ বছরের বেশি হলে আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে (বয়স ৫ বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেটের কপি দিলেও হবে)।
গ) আবেদনকারীর নিজের বা পরিবারের কোনো সদস্যের বৈধ মোবাইল ফোন নম্বর লাগবে।
ঘ) আধার কার্ডে উল্লেখিত ঠিকানা ভিন্ন অন্য ঠিকানা হলে সেই ঠিকানার প্রমাণ (পাসপোর্ট/বিদ্যুতের বিল/ড্রাইভিং লাইসেন্স/পোষ্টপেড মোবাইল বিল/ল্যান্ডলাইন ফোন বিল) দরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড না পেয়ে থাকলে:

ক) ফর্ম ৪ পূরণ করে জমা দিতে হবে।
খ) পরিবারের প্রধান বা অন্য কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
গ) আবেদনকারীর নিজের বা পরিবারের কোনো সদস্যের বৈধ মোবাইল ফোন নম্বর লাগবে।
ঘ) পরিবারের সকল ডিজিটাল রেশন কার্ডধারীর আধার কার্ডের ফটোকপি দিতে হবে।

৩) রেশন কার্ডের তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি সংশোধন করতে হলে:

ক) ফর্ম ৫ পূরণ করে জমা দিতে হবে।
খ) বর্তমান ডিজিটাল রেশন কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে।
গ) প্রয়োজনীয় সংশোধনের সমর্থনে নথি (যেমন- ভোটার কার্ড/ কিয়ান ক্রেডিট কার্ড/ব্যাংকের পাশবই/ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের ফটোকপি ইত্যাদি) দিতে হবে।
ঘ) আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে (বয়স ৫ বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেটের কপি নিলেও হবে।
ঙ) আবেদনকারীর নিজের বা ফটোকপি কোনো সদস্যের বৈধ মোবাইল ফোন নম্বর লাগবে।

৪) রেশন দোকান বা ন্যায্য মূল্যের দোকান পরিবর্তনের জন্য:

ক) পুরো পরিবারের ক্ষেত্রে ফর্ম ৬, আংশিক পরিবারের ক্ষেত্রে ফর্ম ১৩ এবং বিবাহজনিত কারণ হলে ফর্ম ১৪ পূরণ করে জমা দিতে হবে।
খ) বর্তমান ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি লাগবে।
গ) আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি দিতে হবে।
ঘ) বিবাহের কারণে দোকান পরিবর্তন করতে চাইলে জন্য বিবাহের শংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে।

ভিডিও দেখতে মাঝে থাকা প্লে-বাটনে ক্লিক করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৫) মৃত্যু বা অন্য কোনো কারণে খাদ্যসাথী রেশন কার্ড সমর্পন করার জন্য:

ক) ফর্ম ৭ পূরণ করে জমা দিতে হবে।
খ) ডিজিটাল রেশন কার্ড জমা দিতে হবে।
গ) মৃত্যুর শংসাপত্র/ শ্মশানঘাট বা গোরস্থানের শংসাপত্রের ফটোকপি দিতে হবে।

৬) বিকল্প ডিজিটাল খাদ্যসাথী রেশন কার্ড পেতে হলে:

ক) ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
খ) হারিয়ে যাওয়া ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি দিতে হবে। না থাকলে পরিবারের অন্য কোনও সদস্যের রেশন কার্ডের ফটোকপি দিতে হবে।গ) পরিবারের সকল সদস্যের আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। (বয়স ৫ বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেটের ফটোকপি দিলেও হবে)।ঘ) রেশন কার্ড নষ্ট হয়ে গেলে ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি দিতে হবে।

৭) ভর্তুকিহীন রেশন কার্ড (জেনারেল ক্যাটেগরির ডিজিটাল রেশন কার্ড ) পেতে হলে:

ক) ফর্ম ১০ পুরণ করে জমা দিতে হবে।
খ) খাদ্যসাথী রেশন কার্ড এর ফটোকপি (যদি থাকে) দিতে হবে।
গ) ৫ বছরের উর্দ্ধে হলে আধার কার্ডের ফটোকপি জমা করতে হবে (বয়স ৫ বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেটের ফটোকপি দিলেও হবে)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৮) ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার এবং মোবাইল নম্বরের সংযুক্তিকরণ:

কোন ও ব্যক্তি যদি তার খাদ্যসাথী রেশন কার্ড এর সাথে আধার এবং মোবাইল নম্বর সংযুক্ত করতে চান তবে তিনি তার নিকটবর্তী Duare Sarkar ক্যাম্পে যেতে পারেন। রেশন কার্ডধারীকে অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে। এজন্য যে সব নথি প্রয়োজন: ক) রেশন কার্ড। খ) রেশন কার্ডধারীর আধার কার্ড। যোগাযোগ: সারা বছর এই ধরণের কাজ করতে গেলে সকল প্রকার ফর্ম অনলাইনে বা অফলাইনে খাদ্য পরিদর্শকের কার্যালয়ে বা বাংলা সহায়তা কেন্দ্রে জমা করা যাবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা 2023 – নতুন গ্রামীণ লিস্ট দেখুন এভাবে।

উপসংহার

রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে। সাধারণ মানুষের সুবিধার জন্য সরকারি প্রকল্প সহ নানা রকমের সুবিধা মিলবে এই Duare Sarkar ক্যাম্পে। এই ক্যাম্প থেকে নিজেদের খাদ্যসাথী রেশন কার্ডের নানা কাজ করে নেওয়া যাবে। নিজেদের এলাকায় কবে কোথায় হবে দুয়ারে সরকার ক্যাম্প, জানতে চোখ রাখুন আমাদের পরের প্রতিবেদনে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই নিজের পরিচিতদের মাঝে শেয়ার করে আমাদের পাশে থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল