নিজস্ব প্রতিবেদনঃ এলআইসি নিয়ে এল দারুণ একটি প্ল্যান (LIC Plan), নন লিঙ্কড পার্সোনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট। তবে এই স্কিমের সুবিধা নিতে পারবেন শুধুমাত্র বাড়ির মহিলারাই। নিশ্চিত রিটার্ন পেতে বিনিয়োগ শুরু করার দেখে নিন এখুনি।
LIC Plan for Womens
এলআইসি -তে টাকা রাখা বেশ সুরক্ষিত। তবে মহিলাদের জন্য এই স্কিম (LIC Plan) বেশ কাজের। অল্প অল্প করে টাকা জমা করতে থাকলে আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। এই প্রকল্পের নাম আধার শীলা প্রকল্প। দিনে মাত্র ৮৭ টাকা করে বিনিয়োগ করলেই রিটার্নে মেলে ভালো টাকা।
এই পলিসি হচ্ছে নন- লিঙ্কড, অর্থাৎ এটি কোন ধরণের মিউচুয়াল ফান্ড বা শেয়ার মারকেতের ওপর নির্ভরশীল নয়। এই প্ল্যানের নাম্বার হচ্ছে ৯৪৪। আরও কিছু বিষয় দেখা যাক।
- আধার শীলা প্রকল্প হচ্ছে নন- লিঙ্কড একটি প্ল্যান (প্ল্যান নাম্বার – ৯৪৪)
- এটি বাড়ির মহিলা, গৃহিণীদের জন্য তৈরি
- এর মিনিমাম সাম অ্যাসিউরড হচ্ছে ২ লক্ষ এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিউরড হচ্ছে ৫ লক্ষ
- ৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে বয়স হলে করা যাবে এই স্কিম
- পলিসি টার্ম হচ্ছে ১০ বছর থেকে ২০ বছরের মধ্যে
যত বছরের জন্য প্ল্যান নেয়া হবে, ঠিক তত বছরের জন্যই বিনিয়োগ করে যেতে হবে। আর ম্যাচিউরিটি এর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৭০ বছর। এবারে সুবিধা গুলি জেনে নেয়া যাক।
আধার শিলা পলিসি এর সুবিধা
- ১১০ শতাংশ সাম অ্যাসিউরড অন ডেথ (Sum Assured on Death)
- বছরের প্রিমিয়াম একবারে জমা করে দিলে মিলবে ২% ছাড় আর ৬ মাসের দিলে মিলবে ১% ছাড়
- জমার ২ বছর থেকে লোন নেয়া যাবে
- SRB এবং FAB পাওয়া যাবে
- এছাড়া Revival, Paid Up Policy, Surrender, Free Lock in Period, Auto Cover ইত্যাদি সুবিধা থাকছে এই প্ল্যানে।
ব্যাঙ্কের একাউন্ট থেকে সরাসরি একাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর অর্ধ বার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম জমার ক্ষেত্রে ব্র্যাঞ্চে গিয়ে বা অনলাইনের মাধ্যমে টাকা জমা করা যাবে। এবারে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেয়া যাক।
ধরা যাক, জ্যোতির্ময়ী দেবী নামে এক মহিলা এই পলিসি নেবেন। তাঁর বয়স হচ্ছে ৩০ বছর এবং তিনি ২০ বছরের জন্য পলিসি টার্ম পছন্দ করবেন। এবারে তাঁকে ২০ বছর ধরেই প্রিমিয়াম জমা করে যেতে হবে। সাম অ্যাসিউরড হিসেবে ধরা হল ২ লক্ষ টাকা। আর ম্যাচিউরিটি এর বয়স হবে ৫০ বছর।
আরও দেখুন, ক্লিক করুন এখানেই।
এবারে প্রিমিয়াম এর হিসেবে করলে দেখা যাচ্ছে যে, তাঁকে বছরের হিসেবে দিতে হবে ৮১৮২ টাকা, ৬ মাসের হিসেবে দিতে হবে ৪১৩২ টাকা, ৩ মাসের হিসেবে দিতে হবে ২০৮৭ টাকা এবং মাসিক হিসেবে প্রিমিয়াম জমা করতে হবে ৬৯৬ টাকা। এবারে ম্যাচিউরিটি হিসেবে কত টাকা পাওয়া যাবে তার একটি হিসেব দেখে নেয়া যাক।
আরও দেখুন, নতুন প্ল্যান আনলো LIC! লাভ পেতে আজই দেখুন
এক্ষেত্রে গ্যারান্টিড সাম অ্যাসিউরড হিসেবে মিলবে ২ লক্ষ টাকা। এর সাথে অতিরিক্ত বোনাস (Loyalty Addition Bonus) হিসেবে মিলবে ৬৫ হাজার টাকা। সব মিলিয়ে ২ লক্ষ ৬৫ হাজার টাকা। আর ডেথ হয়ে গেলে, নমিনি পাবেন ২ লক্ষ টাকা। এর সাথে দুর্ঘটনা (Accidental Benefit) হলে মিলবে আরও ২ লক্ষ টাকা। সাথেই লয়্যাল্টি সুবিধা (Loyalty Benefits) হিসেবে মিলবে ২৪ হাজার টাকা। নমিনি পাবে ট্যাক্স ফ্রি হিসেবে ৪ লক্ষ ২৪ হাজার টাকা।
এলআইসি এর এমন আরও নানা ধরণের প্ল্যান সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এছাড়া এই প্ল্যান সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদের জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন