রান্নার গ্যাস এর দাম কমে গেল ৩০০ টাকা! ফের মোদী সরকারের নতুন ঘোষণা, উজ্জ্বলা যোজনায় মিলছে সুবিধা।

LPG তথা রান্নার গ্যাসের দাম নিয়ে ফের চমক! কেন্দ্রের সরকার দিচ্ছে একের পর এক চমক। দাম বৃদ্ধি পাবার সময়ে যেমন সাধারণ মানুষের ধোঁয়া বিহীন রান্নার গ্যাস চোখে এনে দিয়েছিল জল, তেমন এবারে পর পর দাম কমে যাবার কারণে এবারে যেন আনন্দের সীমা নেই দেশবাসীর। এবারে আবার কম দামে মিলবে LPG. রান্নার গ্যাসের পাশাপাশি কমার্শিয়াল গ্যাসের দাম কত থাকছে এই অক্টোবরে, উজ্জ্বলা যোজনার অধীনে থাকলে কত টাকা ভর্তুকি পাবেন, আর সাধারণ মানুষেরা ভর্তুকি ছাড়া কত দামে পাবেন এই গ্যাস – আজকের প্রতিবেদনে তা জেনে নেয়া যাক।

LPG Subsidy again increased by Central Govt

আপনি কি আপনার এই মাসের রান্নার গ্যাস বুকিং করে ফেলেছেন। তাহলেও অসুবিধা নেই। কারণ পরের বুকিং থেকেই আপনি পাবেন এই দাম কমার সুবিধা। আর যারা বুকিং করেন নি এখনো, তারা দেখুন আজকের এই প্রতিবেদন। কারণ, ফের LPG এর দাম কমে গেল! নতুন ঘোষণা করে দিল কেন্দ্রের মোদী সরকার। এই অক্টোবর মাস থেকেই মিলবে এই নতুন সুবিধা। এবারে উজ্জ্বলা যোজনায় মিলবে আরও ভর্তুকি, সাধারণ মানুষকে রান্নার গ্যাস কিনতে হবে আগের দামেই। তবে একাউন্টে কী পাবেন কোন টাকা ফেরৎ, কমার্শিয়াল গ্যাস কিনতে হচ্ছে কত দামে! আজকের প্রতিবেদনে এই সকল বিষয়ে আলোচনা করা হল।

এবারে LPG রান্নার গ্যাসের সিলিন্ডারে ১০০ টাকা ভর্তুকি বাড়িয়ে দিল কেন্দ্রের মোদী সরকার। LPG Subsidy -এর টাকা পাবেন উজ্জ্বলা যোজনার অধীনে থাকা সুবিধাগোগীরা। এই টাকা কবে মিলবে, তা নিয়ে অনেকেই চিন্তার মধ্যে থাকতে পারেন। তাঁদের সুবিধার্থে জানিয়ে রাখি, আপনারা যদি এবার থেকে রান্নার গ্যাস বুকিং করে থাকেন আর আপনার নাম থাকে উজ্জ্বলা যোজনাতে, তাহলে আপনি গ্যাস পেয়ে যাবেন মাত্র ৬৫০ টাকার থেকেও কম দামে। তবে অনেকের একটা প্রশ্ন রয়েছে যে, গ্যাস দেবার সময় তো তাঁদের ৯৩০ টাকার কাছাকাছি টাকা দিতে হচ্ছে গ্যাসের ডেলিভারি বয়কে। বিলেও প্রিন্ট করা রয়েছে ঐ দাম। তবে ৬৩০ টাকার কীভাবে পাবেন রান্নার গ্যাস!

আসলে LPG রান্নার গ্যাসের দাম একই আছে।সাধারণ মানুষ যে দামে রান্নার গ্যস কিনে থাকেন, উজ্জ্বলা যোজনার অধীনে থাকা সুবিধাভোগীকেও দিতে হবে সেই একই দাম। তবে তাঁদের LPG গ্যাসের কানেকশন এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক একাউন্টে ঢুকে যাবে ভর্তুকির টাকা। সেক্ষেত্রে উজ্জ্বলা যোজনায় নাম থাকলে তাঁদের একাউন্টে পোঁছে যাবে ৩০০ টাকা। সেক্ষেত্রে তাঁদের এই গ্যাস হয়ে গেল ৬৫০ টাকার কম দামেই। অপর দিকে বাকিদের এই রান্নার গ্যাস কিনতে হবে সেই এলাকা ভেদে কম বেশি ৯৩০ টাকাতেই। সেক্ষেত্রে তারা কোন ভর্তুকি পাবেন না। এবারে জেনে নেয়া যাক কমার্শিয়াল এলপিজি গ্যাসের দাম কত হচ্ছে এই অক্টোবরে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন, কর্মসাথী শ্রমিক প্রকল্পে ২ লক্ষ ২৮ হাজার টাকা! আবেদন শুরু, দেখুন।

বানিজ্যিক বা Commercial Gas -এর দাম বেড়েছে এলাকা ভেদে কম বেশি ২২০ টাকার কাছাকাছি। কিছু দিন আগেই কেন্দ্রের মোদী সরকার ঘোষণা করেছিলেন যে, সারা দেশ জুড়ে ৭৫ লক্ষ আর্থিক দিক থেকে অস্বচ্ছল মা বোনেদের রান্নার কষ্ট কমানোর বিষয়ে উদ্দ্যোগ নেবে মোদী সরকার। সেক্ষেত্রে আরও ৭৫ লক্ষ নতুন উজ্জ্বলা যোজনার নতুন কানেকশন দেবে কেন্দ্রের সরকার। চালু হবে এলপিজি ২.০ নামক নতুন অধ্যায়।

বিগত আগস্ট মাসের ঘটনা। সেই মাসেই তড়তড় করে কমিয়ে দেওয়া হয়েছিল এই রান্নার গ্যাসের দাম। সেক্ষেত্রে সার্বিক ভাবে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল ২০০ টাকা। আর তখন উজ্জ্বলা যোজনায় নাম থাকলে তাঁদের আরও ভর্তুকি মিলতো ২০০ টাকা। এতে আনন্দে আত্মহারা হয়েছিলেন তারা। তবে এবারে এই ভর্তুকি ফের বাড়িয়ে দেওয়া হল আরও ১০০ টাকা। অর্থাৎ এবার থেকে Ujjwala Yojana অনুসারে গ্যাস নিলে তাঁদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি ভর্তুকি ঢুকবে ৩০০ টাকা! পূজোর আগেই মিলবে তাঁদের এই ভর্তুকির টাকা।

ওজন দাম শহর
১৪.২ কেজি রান্নার গ্যাস ৮০৩ টাকা দিল্লী, মুম্বাই
১৪.২ কেজি রান্নার গ্যাস ৮২৯ টাকা কোলকাতা
১৪.২ কেজি রান্নার গ্যাস ৮১৮ টাকা চেন্নাই
১৯ কেজি বানিজ্যিক গ্যাস ১৭৩২ টাকা, ১৬৬৮ টাকা যথাক্রমে দিল্লী, মুম্বাই
১৯ কেজি বানিজ্যিক গ্যাস ১৮৪০ টাকা কোলকাতা
১৯ কেজি বানিজ্যিক গ্যাস ১৮৯৮ টাকা চেন্নাই

LPG Subsidy

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই অতিরিক্ত ভর্তুকি দেবার জন্য কেন্দ্রের সরকারের তরফ থেকে নতুন করে তহবিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রের মন্ত্রী অনুরাগ ঠাকুর নিজে এই ঘোষণা করেছেন। তথ্য অনুসারে জানা যায় যে, ৭ হাজার ৬ শত ৮০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এই ভর্তুকি প্রদানের জন্য। কেন্দ্রের এই ঘোষণার ফলে দেশের বহু মানুষ উপকৃত হবেন। আপনাদের একাউন্টে ভর্তুকির টাকা ঢুকছে কিনা, তা আমাদের জানাতে পারেন কমেন্টে। এছাড়া আগামীতে কি এবারে কমতে পারে পেট্রোল, ডিজেলের দাম! নিজস্ব মতামত জানাতে পারেন আমাদের। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল