Madhyamik Examination: পরীক্ষা হলে নতুন নিয়ম না মানলে পরীক্ষা বাতিল!

নিজস্ব প্রতিবেদনঃ আগামী ২ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখ শুক্রবার থেকেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024) শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই গতবছরের থেকে অনেকটাই আগে হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা।

এছাড়া এবারের পরীক্ষা শুরু হবার সময়কেও এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে রাজ্যের মধ্য শিক্ষা (WBBSE) পর্ষদের তরফ থেকে। এই বিষয়ে পরীক্ষার হলে এবার থেকে নতুন করে করতে হবে একটি কাজ। জারি হয়েছে নির্দেশিকাও। আজকের ব্লগে এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

Madhyamik Examination 2024 Latest Update

প্রতিবছরই মাধ্যমিকের প্রশ্নপত্র (Madhyamik Question Paper) নিয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়ে থাকে। তবে এবারে এই সুরক্ষা আরও বেশি করে বাড়িয়ে দেয়া হয়েছে। প্রশ্নপত্রের প্রতিটি পাতায় করা হয়েছে বিশেষ ব্যবস্থা। এর ফলে দুষ্ট বুদ্ধির মানুষদের বাগে আনা যাবে বলেই জানা যাচ্ছে।

এবারে জেনে নেয়া যাক যে, কী এই নতুন পদ্ধতি! জানিয়ে রাখি, এবারের প্রতিটি প্রশ্নপত্রের প্রতিটি পাতাতে থাকবে একটি বিশেষ কোড (Special Code in Madhyamik Question Papers)। এবারে যারা এই প্রশ্নপত্রের ফটো তুলে নেবে, সেই ফটো এর সাথে সাথে সেখানে ঐ কোড উঠে যাবে। ফলে কোথা থেকে এই ফটো তোলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হতে দেখা যায়। সেক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণ করার ফলে দুষ্ট বুদ্ধির ব্যক্তিকে খুঁজে পেতে সুবিধা হবে পর্ষদের। এই অসাধু কাজ করলে দোষীদের পরীক্ষা বাতিলও হতে পারে। এবার থেকে এই বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এবারের মাধ্যমিক ২০২৪ -এ নতুন নিয়ম দেখুন

পরীক্ষার হলে শিক্ষক- শিক্ষিকাবৃন্দ (WB Teachers) পরীক্ষা শুরুর আগেই একটি সতর্ক বার্তা পাঠ করে সকলকে এই বিষয়ে অবগত করে দেবেন। হলে থাকা সকল পরীক্ষার্থীদের মেনে চলতে হবে এই নতুন নিয়ম। এমন নিয়ম রাজ্যের মাধ্যমিকে এই প্রথম চালু করা হচ্ছে। এর একটি কপি নিচে দেয়া রইল। প্রয়োজনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

Madhyamik Examination

শিক্ষা ছাড়াও বিভিন্ন ধরণের সরকারি ও বেসরকারি স্কলারশিপ, সরকারি নানা প্রকল্প ইত্যাদি সম্পর্কে আরও আপডেট পেতে ভিজিট করতে পারেন আমাদের সাইটের হোম পেজের ব্লগগুলি। ডানদিকে থাকা “হোম বাটনে” ক্লিক করে দেখে নিতে পারেন। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভ কামনা। ধন্যবাদ।
Written by Joy Halder.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল