মার্চ মাসের রাশিফল! মেষ থেকে মীন – দেখুন বাংলায়

নিজস্ব প্রতিবেদনঃ মাসিক রাশিফল (Monthly Horoscope for March 2024) দেখুন বাংলায়। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই মাস কেমন কাটবে, কাদের হবে আর্থিক উন্নতি, কাদের রয়েছে প্রেমে বাধা, এই সকল বিষয়ে জেনে রাখুন এই মাসের রাশিফল।

Monthly Horoscope for March 2024 for Aries to Pisces

শুরু হয়ে গেছে বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাস। এই মাসে রাশি চক্রের ১২ টি রাশির জীবনে ঠিকই ঘটতে চলেছে দেখে নিন একে একে। তবে নিজের কর্ম এবং চেষ্টা গুণে সকল সমস্যা সমাধান করা অবশ্যই সম্ভব।

১) মেষ রাশি- মেষ রাশির জাতকদের (Monthly Horoscope) মার্চ মাসের শুরুটি কোন সুসংবাদ দিয়ে শুরু হবে। এ সময় বিবাহের যোগ তৈরি হবে এবং অবিবাহিত দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। সমস্ত কাজে সফলতা আসবে এই সময়।

২) বৃষ রাশি- এই সময় অতিরিক্ত কাজের ফলে ক্লান্তি বৃদ্ধি পেতে পারে। তবে বাড়িতে প্রিয় মানুষদের আগমন আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। সমাজে পরিচিতি বৃদ্ধি পাবে এবং নিজের কাজে সফলতা লাভ করা সম্ভব হবে। বিদেশি বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে সময় সুসংবাদ পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) মিথুন রাশি- এই সময় নিজের জেদকে পরিত্যাগ করে নিজের কাজের প্রতি মনোনিবেশ করা উচিত। বিদেশি কোন সংস্থার পরিষেবার জন্য আবেদন জানালে তা এই সময় সফল হবে। এ সময় মিথুন রাশির জাতক-জাতিকাদের সামাজিক সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

৪) কর্কট রাশি- এ সময় ব্যবসায়ী অগ্রগতি ঘটবে কর্কট রাশির (Monthly Horoscope) জাতক জাতিকাদের। সেই সঙ্গে সমাজিক মান মর্যাদা বৃদ্ধি পাবে। বৈবাহিক আলোচনায় সময় সফলতা লাভ করবে এবং আপনি নতুন জীবনে প্রবেশ করতে পারেন।

৫) সিংহ রাশি- এ সময় যে কোন ক্ষেত্রে আপনি যদি কোন কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন তবে তাতে সফলতা আসবেই এবং এর দ্বারা আপনি অপরের কাছেও প্রশংসিত হবেন। বিভিন্ন ষড়যন্ত্র থেকে এ সময় কিছুটা সাবধানে থাকাই প্রয়োজন। অন্যথায় শত্রুদের দ্বারা কোন ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হবে।

৬) কন্যা রাশি- এ সময় অপ্রত্যাশিতভাবে জীবনে কোন ওঠা নামার সম্মুখীন হতে হবে কন্যা রাশির জাতকদের। তবে ধৈর্য ধরলে এই পরিস্থিতি থেকে থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন এবং তুলনামূলক এই মাসটি ভালোই কাটবে। শরীর স্বাস্থ্য এই সময় ভালই থাকবে। পারিবারিক এবং বৈবাহিক জীবন সুখে কাটবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৭) তুলা রাশি- তুলা রাশির ব্যবসায়ীদের জন্য মার্চ মাসটি অত্যন্ত সুখকর হবে। এ সময় পরিবারের কোন প্রয়োজনের আগমনের ফলে বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে। তবে এই সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা উচিত। ছোটখাটো ভ্রমণ এ সময় আপনার জন্য বেদনাদায়ক হয়ে উঠতে পারে।

৮) বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসটি সমস্ত দিক থেকে অত্যন্ত সুখকর হয়ে উঠবে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি এ সময় আপনার মনসংযোগ বৃদ্ধি পাবে। কিছুটা চেষ্টা করলেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অধিক সাফল্য লাভ করবেন।

৯) ধনু রাশি- ধনু রাশির জাতক জাতিকাদের এই মাসে আয়ের পথ প্রশস্ত হবে। নববিবাহিত দম্পতিদের জীবনের সন্তানের আগমন ঘটতে পারে এই সময়। কিছুটা পারিবারিক বিরোধ এবং মানসিক ঝঞ্ঝাট এর সম্মুখীন হতে হলেও ধৈর্য ধরলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ নিজেই খুঁজে পাবেন।

১০) মকর রাশি- এই সময় আপনার জীবনে বেশ কিছু শুভ খবর আসতে চলেছে। আদালতে মামলা সংক্রান্ত কোন ঝামেলা থাকলে তা সহজেই নিষ্পত্তি হবে। বাড়ি বা গাড়ি কেনার জন্য এই সময়টি অত্যন্ত শুভ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১১) কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ সময় অপ্রত্যাশিত কোন ঝামেলার মুখে পড়তে হতে পারে। তাই এ সময় সমস্ত দিকে একটু বিচার বিবেচনা করেই এবং উচিত। তবে এ সময় আর্থিক দিকগুলি সমৃদ্ধ হবে। পৈত্রিক সম্পত্তি সম্পর্কিত বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই সময়।

১২) মীন রাশি- মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এ সময় উন্নতির যোগ প্রবল। উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই সময়। পরিবারে বিভিন্ন মঙ্গলজনক কাজ সম্পন্ন হবে। সন্তানের প্রতি পূর্ন দায়িত্ব পালন করতে এ সময় সক্ষম হবেন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল