নিজস্ব প্রতিবেদনঃ পিএম কিষাণ যোজনায় (PM Kisan Money) অবশেষে হল প্রতিক্ষার অবসান, সারা দেশের কৃষকদের একাউন্টে ঢুকতে শুরু করল 15 তম কিস্তির টাকা! তবে এবারে অনেকের একাউন্টেই ৪ হাজার টাকা ঢোকার খবর শোনা যাচ্ছে। আপনিও কি পেয়েছেন 2 হাজারের বদলে 4 হাজার টাকা, নাকি আপনার একাউন্টে এখনো ক্রেডিট হয় নি এই 15 তম কিস্তির টাকা! এই সকল বিষয়ে জেনে নেয়া যাক আজকের এই প্রতিবেদনে।
এবারে 15 তম কিস্তির টাকার সুবিধা পেতে চলেছেন সারা দেশের প্রায় ৪ কোটি মানুষ। সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই নির্দেশিকা, আজই টাকা ঢুকতে শুরু করে দিয়েছে কৃষকদের লিঙ্ক করা একাউন্টে। তবে অনেক অযোগ্য কৃষকদের নাম বাদ গিয়েছে এই সুবিধা থেকে। কেন্দ্রের কৃষিমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর একটি ট্যুইটারেও 15 তম কিস্তির টাকা ঢোকার কথা জানিয়েছেন। এটাই 2023 তথা এবারের শেষ কিস্তি। এরপরে ফের 2024 সালে টাকা দেওয়া হবে।
এবারে যাদের নাম বাদ গিয়েছে তারা এই কিস্তির টাকা পাবেন না। কারণ তারা সরকারি নির্দেশ অনুসারে একাউন্ট লিঙ্ক করেন নি। এছাড়া করেন নি KYC -এর কাজ। জমির রেকর্ড সংক্রান্ত তথ্য যাচাই এবং আধার সিডিং করাও বাধ্যতামূলক করা হয়েছে। এই ভুল ছাড়াও অনেকে সুনির্দিষ্ট তথ্য দিতেও ব্যর্থ হয়েছেন। একারণে তারা এবারের টাকা পাবেন না।
PM Kisan Money for 15th Installment
সারা বছর ধরে প্রতি 4 মাস অন্তর ভারতের চাষিদের মাঝে এই পিএম কিষাণ যোজনার (PM Kisan Money) মাধ্যমে 2000 করে মোট 3 বারে 6000 টাকা দেবার ব্যবস্থা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই টাকা যারা কোন কারণে আগের কিস্তিতে পান নি, তাদের অনেকেই সঠিক ভাবে সমস্ত পদ্ধতি মেনে চলার ফলে তারা এবারে পেতে পারেন এই টাকা।
যারা পাবেন না এই পিএম কিষাণের টাকা সেটি জেনে নেয়া যাক। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মকর্তা এবং কৃষকরা যাঁরা ১০ হাজার টাকারও বেশি পেনশন পান, তাঁরা এই সুবিধা পাবেন না। যে কৃষকরা গত আর্থিক বছরে আয়কর দিয়েছিলেন তাঁরাও এর সুবিধা থেকে বঞ্চিত হবেন। নতুন আবেদনের জন্য প্রয়োজনীয় নথি হিসেবে প্রয়োজন হবে আধার কার্ড। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লাগবে যেখানে সরকার ডিবিটির (DBT) মাধ্যমে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকাও আবশ্যিক।
আবেদন করবেন, pmkisan.gov.in ওয়েবসাইটে। সেখানে Farmer Corner অপশনে যেতে হবে এবং তাতে নথি আপডেট করারও অপশন পাবেন। আবেদন করেও এখনও পিএম কিষাণের টাকা না পেলে যে নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন:PM Kisan Toll Free Number: 18001155266. এছাড়া e-KYC করাও বাধ্যতামূলক। না করলে টাকা আটকে যাবে।
আরও দেখুন, ঘোষণা হল পি এম কিষাণের 15 তম কিস্তির টাকা ঢোকার তারিখ! আনন্দের ফোয়ারা কৃষকদের
কিভাবে e-KYC প্রক্রিয়া সম্পন্ন করবেন, দেখে নিন।
প্রথমে, পিএম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান। এবার ফর্ম কর্নারে ‘e-KYC’ অপশনে ক্লিক করুন। এখানে আপনি আপনার আধার নম্বর এবং অন্যান্য তথ্য লিখুন। এখন আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি দিয়ে সাবমিট করুন। প্রকল্পের সাথে সম্পর্কিত সুবিধাভোগীরা আরও তথ্যের জন্য pmkisan-ict@gov.in মেইল করতে পারেন। আপনি হেল্পলাইন নম্বর 155261, 1800115526 বা 011-23381092 তে যোগাযোগ করতে পারেন।
পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করার পদ্ধতি হয়ে গেল আরও সহজ। সরকারি ওয়েবসাইটে দেওয়া হচ্ছে কোড (QR Code) যা স্ক্যান করে সরাসরি কৃষকেরা তাদের এই কিষাণ যোজনার টাকা ঢোকার স্থিতি (Status Check) করে নিতে পারবেন। এটি করতে আপনারা সরাসরি পিএম কিষাণ (PM-Kisan) এর ওয়েবসাইটে ভিজিট করে নিন। লিঙ্ক পেতে নিচের বাটনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন