Bank Holiday in November 2023: অক্টোবর মাসের শেষ, তবু পুজো পার্বণ লেগেই রয়েছে। তবে এবারে আগামী নভেম্বরে 30 দিনের মধ্যে অর্ধেক দিন অর্থাৎ 15 দিনই কোন না কোন কারণে সারা দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। RBI এর সূত্র অনুসারে জানা যাচ্ছে, সারা দেশের কোন রাজ্যে কত তারিখে আর কি উপলক্ষ্যে বন্ধ থাকবে (Bank Closed) ব্যাঙ্ক। আর সেই অনুসারে পশ্চিমবঙ্গে তথা কোলকাতাতে কবে কবে বন্ধ থাকবে, তা দেখে নেয়া যাক।
নভেম্বরের Bank Holiday List
বর্তমানে ব্যাঙ্কের অনেক কাজই হয়ে যাচ্ছে সরাসরি ব্যাঙ্কে না গিয়েই। সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে অনলাইন মানি ট্রান্সফার, ইউ পি আই (UPI) এর ব্যবহার, এটিএম ইত্যাদি ক্ষেত্রে কাজ করা যায় 24 ঘন্টা। তাই ব্যাঙ্ক বন্ধ থাকলেও বিশেষ কোন কাজ না থাকলে যেতে হয় না ব্যাঙ্কে।
এই 15 দিনের ব্যাঙ্ক ছুটি সারা দেশ জুড়ে নয় বরং রাজ্য ভিত্তিক। সেক্ষেত্রে কিছু ছুটি থাকে যেগুলি সারা দেশে একই দিনে হয় আর কিছু ছুটি রয়েছে যেগুলি বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা ভাবে পালিত হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর ছুটির তালিকা অনুসারে যে লিস্ট পাওয়া যাচ্ছে, তা দেখে নেয়া যাক।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর ছুটির তালিকা অনুসারে ব্যাঙ্ক বন্ধের দিন
নভেম্বরে মোট 4 টি রবিবার এবং 2 টি শনিবার (মাসের দ্বিতীয় এবং চতুর্থ) সারা দেশ জুড়ে বন্ধ থাকে ব্যাঙ্ক। এগুলি হচ্ছে ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিন।
তারিখ | ছুটির কারণ | যে যে রাজ্যে থাকছে ছুটি |
1 | কন্নড় রাজ্যোৎসব | বেঙ্গালুরু, সিমলা, ইম্ফল |
5 | রবিবার | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
10 | ওয়ানগালা উৎসব | শিলং |
11 | দ্বিতীয় শনিবার | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
12 | রবিবার | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ, কালী পূজা |
13 | গোবর্ধন পূজা/লক্ষ্মী পূজা , দীপাবলি, দিওয়ালি | আগরতলা, গ্যাংটক, দেরাদুন, ইম্ফল, কানপুর, লখনউ, জয়পুর |
14 | দীপাবলি | আহমেদাবাদ, বেলাপুর, গ্যাংটক, মুম্বাই, নাগপুর, বেঙ্গালুরু |
15 | ভাইফোঁটা, নিঙ্গোল উৎসব | গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লখনউ, সিমলা |
19 | রবিবার | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
20 | ছট পূজা | পাটনা, রাঁচি |
23 | সেং কুটস্নেম/এগাস-বাগওয়াল | দেরাদুন, শিলং |
25 | চতুর্থ শনিবার | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
26 | রবিবার | সারা দেশে ব্যাঙ্ক বন্ধ |
27 | গুরু নানক জয়ন্তী , কার্তিক পূর্ণিমা | আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, দেরাদুন,জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নতুন দিল্লি , রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর, পশ্চিমবঙ্গ |
30 | কনকদাস জয়ন্তী | বেঙ্গালুরু |
সারা দেশ জুড়ে নভেম্বরে ব্যাঙ্ক ছুটির তালিকা দেওয়া হল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব রাজ্য মিলিয়ে একসাথে ছুটির তালিকা প্রকাশ করে থাকে। পশ্চিমবঙ্গে সাধারণ ছুটি বাদে শুধুমাত্র গুরু নানক জয়ন্তীর দিনে অর্থাৎ 27 নভেম্বর, 2023 তারিখ সোমবার থাকবে ব্যাঙ্ক বন্ধ। সেক্ষেত্রে 25, 26 এবং 27 নভেম্বর অর্থাৎ চতুর্থ শনিবার, রবিবার এবং সোমবার মিলিয়ে পশ্চিমবঙ্গে একটানা এই 3 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এমন আরও জরুরী আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন